পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] ও-রকম প্রাণ দিয়ে বুড়ো বাবা-মা'র আর কে সেবা করবে ? কিন্তু উমা কাদে কেন ? সব মেয়েই তো শ্বশুরবাড়ী যায়, তবে ? উমা তো মানুষের সঙ্গে মেশেনি কোনদিন, তবে তার কান্নার সম্বল এল কোথা থেকে ? তবে কি বরের ‘গোবৰ্দ্ধন’ নামটাই তার পছন্দ হয়নি ? গরীবের দেশ-বিদেশের কথা-বাংলা 83న ঘরের কুরূপ পঞ্চদশী অনূঢ়াও তাহ’লে স্বামী মনোনীত করবার স্পৰ্দ্ধ। রাখে ! স্বামী নিৰ্ব্বাচন না করুক তবু উমা আজ ভাবsে শিখেছে। সে ভাবে, কেন অলোক আসার আগেই সেই দ্বিতীয়পক্ষ বুদ্ধের সঙ্গে তার বিয়ে হয়ে যায় নি ? তার সে-ই ত ভাল ছিল। o - দেশ-বিদেশের কথা বাংলা দুইটি বাঙ্গালী যুবকের বীর চ– গত ২৩শে সেপ্টেম্বর হ্যারিসন রোডের সুপরিচিত দোকান ধর ব্রাদাসের স্বত্বাধিকারীদ্বয়, শ্রীযুক্ত যতীন্দচন্দ্র ধর ও শ্ৰীযুক্ত মণীন্দ্রচন্দ্র ধর যখন রাত্রে টাক লইয়া দে কোন হইতে বাড়ী ফিরিতেছিলেন, শ্ৰীমণীপ্রচন্দ্র ধর তখন দুইটি মুসলমান গুঞ্জ উাহাদিগকে রিভলভার দেপাইয়। টাকা ছিনাইয়া লইবার-চেষ্টা করে। মণীন্দ্রবাবু তপনই ক্ষিপ্ৰহস্তে রিভলভারধারী লোকটিকে জড়াইয়া ধরিয়া তাহার চেষ্টা ব্যর্থ করেন । তথন দ্বিতীয় গুগুণ তাহাকে ছোর মারিবার চেষ্টা করে । কিন্তু যতীন্দ্র বাবু তাহাকে হঠাইয় দেন । ইহারা দুইজনেই