পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] করেন। তিনি ১৯২৯ সালে কলিকাতা প্রেসিডেন্সি কলেজ হইতে বি এস-সি পরীক্ষ। যশের সহিত পাস করেন। অতঃপর সারদাপ্রসাদ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজে ভৰ্ত্তি হন এবং ৬ষ্ঠ বাধিক শ্রেণীতে পড়িতেছিলেন । এই সময়ে স্বীয় মেধার পরিচয় দিয়া আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন । বাংলা সরকার আলোচ্য বর্ষে বিলাতে "ওয়াটার প্রফ প্রস্তুত প্রণালী’ শিক্ষার জন্য যে বৃত্তি যোযণা করেন, তজ্জষ্ঠ সাতজন প্রাথ সিলেক্সন বোর্ডের সম্মুখে উপস্থিত হন। উক্ত সাতজনের মধ্যে শ্ৰীমান সারদাপ্রসাদ প্রথম স্থান অধিকার করায় সরকারের মনোনীত প্রার্থী রূপে নিৰ্ব্বাচিত হন। বিজ্ঞানকলেজে অধ্যয়নকালে তিনি “বেঙ্গল ওয়াটার প্রুফ ওয়ার্কস" এ শিক্ষাDDB BBDS K BBB BBDD BBB BBB BBB BBB S SBBBBBBB লগুনের “মর্থ লণ্ডন পলিটেকৃণিক ইন্‌ষ্টিউট" নামক প্রসিদ্ধ শিল্প শিক্ষালয়ে তাধ্যয়ন করিতেছেন এবং মাসিক ২৭০ টাকা করিয়া বৃত্তি পাইতেছেন। খদর প্রসঙ্গ বর্তমান সময়ে আমাদের সকলের দৃষ্টিই থাদির প্রতি আকৃষ্ট হইয়াছে। থাদির চাহিদ মিটাইবার উপযুক্ত পরিমাণ মাল এখন হঠাৎ দেশে BBBB BBBST KBBBB BSS BBB SBBK BBB BB BB BBBS থাকিলে উৎপন্ন মালের পরিমাণও খুব বাড়িয়। যাইবে । কিন্তু হঠাৎ চাহিদ। বাড়িয়া যাওয়ায় বাজারে বিস্তর ভেজাল মাল আমদানী হইয়াছে । ইহাও আবার নানা শেণার । কতকগুলি জাপানী ও দেশ মিলের তথাকথিত পাদি পুরাপুরি মিলের মোটা সুতা ও কলের BSBB BBBBS BBBBBB BBBB BBBB BB BBBB BBBS যায়। ইহা ছাড়া একদিকে মিলের সুতা ও একদিকে চরকার স্থতার খাধিও কম নহে। বস্ত্রবয়ন-শিল্পকে পুরাপুরিভাবে কুটার শিল্পে BBBB BBS BBS BBS BB BBBBBB BBBBBB BBB BBB BB BBB BBBB BBB BBBBBB BBB S BBBBS থানার দ্বারাও কিছু কুলী-মজুর প্রতিপালিত হইতেছে সন্দেহ নাই ; কিন্তু সেপানে যেরূপ আবেষ্ট্রনের মধ্যে থাকিয় শ্রমিককে কাজ করিতে হয় তাছাতে শরীর, মন ও নৈতিক চরিত্রের ভয়াবহ অধোগতি ঘটিয়া থাকে। থাদির প্রচলন হইলে শ্রমিকগণ উন্থ হইতে রক্ষণ পাইবে । বর্তমান সময়ে কল চালাইয়া বড় বড় ধর্মীগণই লাভের বড় অংশ আত্মসাং করিতেছেন ; থাদির বহল প্রচলনের দ্বার ঐ টাক দরিদ্রের হাতে আদিবে। বর্তমান সময়ে বাংলার উৎপন্ন থাদির প্রায় শতকরা নব্বই ভাগই চট্টগ্রাম বিভাগের কয়েকটি গ্রামে উৎপন্ন হইতেছে । খাদি উংপাদক একটি গ্রামেই আমার বাড়ী ৷ আনি স্বচক্ষেই দেখিতেছি গ্রামের দরিদ্র স্ত্রীলোকের চরবণ কাটিয়া মাসে চার পাঁচ টাক এবং তাত বুনিয়া মাসে ১৫/২০ টাক। পর্যান্ত রোজগায় করিয়েছে। অবশ্ব গ্রাম্যলোকের। তাছাদের প্রাতাহিক গৃহস্থালীর কাজের অবসরেই চরথা BBBS BB BBB BB BBBB S BBBBS BBS BBS BBB BB পল্লীর দরিদ্র কৃষক সম্প্রদায়ের পক্ষে যে কত উপকার কাজ তাহ সকলেই অনুমান করিরা লইতে পারেন। বৰ্ত্তমান সময়ে মহাত্মা গান্ধী স্থাপিত অল ইণ্ডিয়া স্পিনাস এসোসিয়েশন ভারতের বিভিন্ন প্রদেশে বিশুদ্ধ থাদি উৎপন্ন করিবার কেন্দ্র স্থাপন করিয়াছে। ই হার একদিকে অঙ্ক, প্রদেশের মসলিপটমে স্বক্ষ সুতার ও উৎকৃষ্ট রঙের ছাপা বিশিষ্ট কাপড় প্রস্তুত করিতেছেন, অপর দিকে কাশ্মীর ও আসাম কেন্দ্রে পশমী ও রেশমী বস্ত্র প্রস্তুত করিবারও 'Bళడా పి দেশবিদেশের কথা— বাংলা ব্যবস্থা করিয়াছেন। নিম্নে ভারতের বিভিন্ন প্রে উৎপন্নকারী কেন্দ্রগুলির নাম দেওয়া হইল । ই কেন্দ্রে পত্র লিখিলেই নমুনা ও মুল্য-তালিকা i "খাদি গাইড" নামক পুস্তকে সমগ্র ভারতের খদ্দর-N , পবরণ oirsni itēto, si ss 1 erfgota “All-India Spinners Association, Mirzapur, Ahmedabad, Bombay Presidency. - কাশ্মীর কেন্দ্রে উৎকৃষ্ট পশমী শাল, আলোয়ান, টুইড, পটু, কোটের থান ও কম্বল প্রস্তুত হয় । ইহার সমস্ত স্বতাই স্থানীয় পশম হইতে চরথায় প্রস্তুত হইয়া থাকে। কলের স্বতা নহে । কাশ্মীর –(ক) অল ইণ্ডিয়া স্পিনাস এসোসিয়েশন, কাশ্মীর শাখা, শ্রীনগর, কাশ্মীর । (থ) কাশ্মীর স্বদেশী ষ্টোরদ শ্রীনগর। পঞ্জীব :- ক) অল ইণ্ডিয়া স্পিনাস এসোসিয়েশন—আদমপুর, দোয়াবা, সেণ্ট ল ষ্ট্রোস জলন্ধর জেলা, পঞ্জাব। (খ) লাল। হামা রাজ দীননাথ—বুলাল, ভায়া বিয়াস, পঞ্জাব । যুক্ত প্রদেশ :- ক) গান্ধী আশ্রম, মিরাট। (থ) চিরঞ্জিলাল প্যারীলাল-কাপুর, মিরাট। (গ) শুদ্ধ থাদি ভাণ্ডার-ধামপুর, বিজনোর জেলা। রাজস্থান ঃ-ক। অল ইণ্ডিয়া স্পিনস এসোশিয়েশন, রাজস্থান শাখা, জোহারি বাজার, জয়পুর সিটি। এখানে দোমুতি সার্ট ও কোটের থান পাওরা যায় । (খ) মদন খাদি কুটার-করোলি, রাজপুতান। এখানে বিশেষভাবে ধুতি, সার্ট ও কোটের থান পাওয়া যায় । মাম্রাজ প্রেসিডেন্সি – ক) অল্‌ ইণ্ডিয়া স্পিনাস এসোসিয়েশন টামিল নাড়ু ব্রাঞ্চ, টিরপুর. এস. আই রেলওয়ে । (খ) কাজু খদ্দর কোম্পানী লিমিটেড, টিয়পুর। (গ) অল ইণ্ডিয়া স্পিনাস এসোসিয়েশন, ফাইন খাদি ডিপো, চিকাকোল, বি, এন, রেলওয়ে । (ঘ) অল ইণ্ডিয়া স্পিনাম এসোসিয়েশন, অন্ধ শাখ। মাদুলিপটম্। এখানে উৎকটু ছাপবিশিষ্ট থাদি উৎপন্ন হুইয়া থাকে । মাস্ট্রাঙ্গে সুহ্ম সুতায় ও উৎকৃষ্ট ছাপেথ থাদি উৎপন্ন হইয়া থাকে । বিহার ও উড়িয্যা ঃ- (ক) অল ইণ্ডিয়া স্পিনস এসোসিয়েশনবিহার শাখ), মডফ ফরপুর। খ) গান্ধী গুস্টর মকবনী, দারভাঙ্গ।। বিহারে সস্তীয় চরকার সুড়া পাওয়া ধায় । আসাম ঃ-(ক) ইন্দ্রসেন পাঠক—বরপেটা, আসাম । এখানে এণ্ডি, মুগা ও তসর পাওয়া যাইরে । এই দোকান অল ইণ্ডিয়। স্পনাস এসোসিয়েশনের অনুমোদিত । লঙ্গদেশ ঃ- (ক) শুদ্ধ থাদি ভাণ্ডার, ১৩২১ হ্যারিসন রোড, কলিকান্ত। এখানে ভারতের বিভিন্ন প্রদেশের খদ্দর পাওয়া বাইবে । (খ। খাদি প্রতিষ্ঠান, ১৫ কলেণ্ড স্কোয়ার, কলিকাতা । (গ) অভয় আশ্রম । কুমিল্লা ), কলেজ ষ্ট্রট মার্কেট, কলিকান্ত।। (ঘ) থাদি মণ্ডল { ফেনী ) । ঙ) প্ৰবৰ্ত্তক সঙ্ঘ (, চন্দননগর ) । (চ) বিদ্যাশ্রম ( খ্ৰীহট্ট ) । ঠিক কত বিশুদ্ধ খাদি বৎসয়ে তৈয়ার ক্ষয় ধল শক্ত ; তবে যদি বলি যে সম্প্রতি বাৎসরিক অন্ততঃ এক কোটি টাকার খাদি উৎপন্ন হইতেছে তাহ হইলে অত্যুক্তি করা হইবে ।