পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Հե উচ্চ পদস্থ . রাজপুরুষেরও আছে জুলুমের অভিযোগে যাহাঁদের বধিরতা বা নিস্ক্রিয়তা প্রশ্রয় বা মৌনসম্মতি বলিয়া বিবেচিত হইয়া - থাকিলে আশ্চর্য্যের বিষয় হইবে না । wo, মেদিনীপুর জেলায় সত্যাগ্ৰহ মেদিনীপুর জেলায় সত্যাগ্রহ উপলক্ষ্যে অনেক গ্রামে যে-সব ঘটনা ঘটিয়াছে, তাহার কিছু কিছু বৃত্তান্ত খবরের কাগজে বাহির হইয়াছে । কতকগুলি গ্রামে কি কি কারণে বাস্তবিক কি কি ঘটনা ঘটিয়াছে, তাহ নিৰ্দ্ধারণ চাপালিয়। গ্রামের একটি পরিবার । পুলিসের অত্যাচারে ইহার গৃহহীন হইয়াছে বলিয়। প্রকাশ করিবার নিমিত্ত কয়েকমাস পূৰ্ব্বে কলিকাতার আলবার্ট হলের এক সভায় একটি বেসরকারী তদন্ত-কমিটি গঠিত হয়। বঙ্গের মডারেট দলের নেতা ও গোল টেবিল বৈঠকের গবন্মেষ্ট কর্তৃক মনোনীত সভ্য শ্ৰীযুক্ত যতীন্দ্রনাথ বস্ব, ভারতীয় ব্যবস্থাপক সভার সভা ঐযুক্ত ক্ষিতীশচন্দ্র নিয়োগী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মিণ্টো অধ্যাপক ডা: প্রবাসী—পৌষ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড প্রমথনাথ বনেদ্যাপাধ্যায়, લે বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যাপক শ্ৰীযুক্ত প্রিয়রঞ্জন সেন, প্রভৃতি এই কমিটির সভা । এই কমিটি কয়েকটি রিপোর্ট প্রকাশ করিয়াছেন । তদ্ভিন্ন মেদিনীপুর জেলারই অন্য একটি তদন্ত কমিটির রিপোর্ট আমরা পাইয়াছি। | : صم z -- ----- রাইচক গ্রমের একখানি বাড়ী : পুলিস ইহ। পুড়াইয়া দিয়াছে বলিয়। প্রকাশ অনেক জায়গায় পুলিস কত্ত্বক লাঠিপ্রয়োগ এবং গুলিনিক্ষেপের সরকারী বর্ণনা এই, যে, আগে বেসরকারী লোকেরা পুলিসকে আক্রমণ করে বা করিবার উপক্রম করে, তাহার পর সংযত ও শাস্ত পুলিস আত্মরক্ষার জন্য কিম্ব বেসরকারী আততায়ী জনতাকে ছত্রভঙ্গ করিবার পুলিস না-কি ইসমাইল চক-গ্রামের এই বাড়ীখানিও পুড়াইয়া দিয়াছে নিমিত্ত “নু্যনতম বল” প্রয়োগ করে । পুলিসের লোকদের কাহারও হাতে লাঠি, কাহারও হাতে বা