পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 δ& ছিল কলিকাতার নিকটস্থ বড়িশা গ্রামে । তিনি যৌবনকালে আগ্ৰা-অযোধ্য প্রদেশের ইটাওয়া শহরের অধিবাসী হন এবং প্রয়াগের মুঠিগঞ্জ মহল্লার ৮বেণীমাধব ঘোষ মহাশয়ের কন্যাকে বিবাহ করেন। এই বেণী বাবুর পিত। ১৭৯৯ বা ১৮০০ সালে মুঠিগঞ্জবাসী পরলোকগত মঙ্গলাল শীল হন। সেথানে এখনও ইহার বংশের লোক আছেন । নন্দলাল বাবু এণ্টেন্স পাস করিবার পর এলাহাবাদে কলেজে পড়িবার সময় ১৭ বৎসর বয়সে হায়দরাবাদে রাজস্ব সেক্রেটারীর আফিসে ৬০ টাকা ( ব্রিটিশ ৫০ টাক) বেতনে নকলনবাসের কাজে নিযুক্ত হন। এণ্টেন্স পরীক্ষায় ফার্স তাহার দ্বিতীয় ভাষা ছিল। হায়দরাবাদে তিনি ফাসী ও আরবী ভাল করিয়া শিখিতে থাকেন। কিছু কাল পরে সেখানকার মত মৌলবীপ্রধান শহরেও তিনি ঐ উভয় ভাষায় বিদ্বান বলিয়া গণিত হইতেন। একবার ধৰ্ম্মবিষয়ক উপদেশ দান সম্বন্ধে সেথানে মৌলবী ও পণ্ডিতদের একটি সভার অধিবেশন হয়। নন্দলাল বাবু, ধোগ্যতম ব্যক্তি বলিয়া বিবেচিত হওয়ায়, তাহার সভাপতি নিৰ্ব্বাচিত হন। অনেক মৌলবী তখন স্বীকার প্রবাসী—পৌষ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড করেন যে, তিনি বহু মৌলবী অপেক্ষ ইসলামের তত্ত্ব বেশী জানেন । নন্দলাল বাবু নিজের বুদ্ধিমত্তা, কাৰ্য্যদক্ষতা ও কম্মিষ্ঠতার গুণে ৬০ টাকা বেতনের নকলনবীসের কাজ হইতে সমগ্র রাজ্যের রাজস্ব সেক্রেটারীর এবং পরে একাউণ্টেণ্ট-জেনার্যালের পদে উন্নীত হন । তখন র্তাহার বেতন ১৮০০ টাকা হয়। ১৯১৩ সালের শেষে তিনি পেন্স্যন লইয়া মান্দ্রাজে বাস করিয়া সেখানে কিছু ব্যবসা আরম্ভ করেন। গত ১১ই নবেম্বর তারিখে এলাহাবাদে তাহার মৃত্যু হইয়াছে । হায়দরাবাদে তিনি অনেকগুলি স্মরণীয় কাজ করিয়াছিলেন। কয়েকটির উল্লেখ করিতেছি –বজেট প্রথা প্রবর্তন ; হিসাবসম্বন্ধীয় উপদেশ প্রবর্তন, হিসাবপরীক্ষা ( audit ) প্রবর্তন, রসাদ ষ্ট্যাম্প প্ৰবৰ্ত্তন ; দেশীয় রাজ্য সকলের মধ্যে সৰ্ব্বপ্রথমে হায়দরাবাদে শতকর। ৬ স্বদে প্রমিসরী নোট প্রবর্তন ; মুদ্রার উন্নতি এবং আধুলি সিকি দুয়ানি ও আনি প্রবর্তন ; ব্রিটিশ ও নিজামী মুদ্রার বিনিময়ের হার বাধিয়া দেওয়া ; কারেন্সী নোট প্রবর্তন ; হায়দরাবাদ সরকার শতকরা ১৮–২৪ স্বদেও টাকা ধার পাইতেন না, কিন্তু নন্দলাল এরূপ উন্নতি করেন যে, শতকরা ৬ স্থদও বেশী মনে হইত ; য়ুনানী হাকিমি কলেজে নানা উন্নত প্রথা ও উদ্ভিদ-বিদ্যা অস্ত্র-চিকিৎসা প্রভৃতি প্ৰবৰ্ত্তন ; অনেক প্রাথমিক, মধ্য ও এণ্টে স স্কুল স্থাপন ; খিয়সফিক্যাল সোসাইটার হল নিৰ্ম্মাণ ; দরিদ্রাশ্রম স্থাপন ; সিটি ইম্প্রুভমেণ্ট ট্রাষ্ট-সমূহ স্থাপন ; উস্মানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব উত্থাপন । “পুলিস টেরারিজ মৃ” সম্বন্ধে ম্যাঞ্চেষ্টার গাডিয়্যান আমরা কল্য ১০ই ডিসেম্বর বিবিধ প্রসঙ্গের গোড়াতেই ম্যাঞ্চেষ্টার গার্ডিয়্যানের একটি মস্তব্য উদ্ধৃত করিয়া তাহার আলোচনা প্রসঙ্গে বিপ্লবীদের ভয়োৎপাদন নীতি ও পুলিস প্রভৃতি সরকারী লোকদের ভয়োৎপাদন নীতির