পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা পরিচয় নাই i অথচ, এই যুগের বাংলা সাহিত্যের ইহারাই বাহন। মনে রাখা উচিত, মাসিকপত্র ইংরেজী সাহিত্যের বা ঐরূপ কোনও বড় সাহিত্যের প্রধান বাহন নয়, এবং ইংরেজী ও ঐরূপ প্রধান-প্রধান ভাষার মাসিকপত্রের জীবন প্রথমতঃ পাঠকের শ্রেণীভেদে ও দ্বিতীয়ত লেখার বিষয়ভেদে নিয়মিত হয় । বিশেষ বিদ্যার জন্য বিশেষজ্ঞদের লেখা ও সাধারণ পাঠকের জন্য সাধারণ ধরণে লেখ বহু-বহু মাসিকপত্র রহিয়াছে । বাংলা একখানা মাসিকপত্রের সহায়ে আমরা ইংরেজীর অনু্যন চারিটি বিভিন্ন ধরণের মাসিকপত্রের কাজ চালাইতে চেষ্টা করিতেছি । অর্থাৎ আমাদের মাসিকপত্রের বিষয়-বৈচিত্র্য অনেকক্ষেত্রেই অনভিজ্ঞ ও wo; Câtto of , ozi economy of efforts নয় । তাই, ইহাতে বাংল। মাসিকপত্রের দৈন্যই কচিত হইতেছে । বাংলা সাপ্তাহিক পত্র ও দৈনিক পত্র দুইই প্রায় নগণ্য ; অথচ বৰ্ত্তমান যুগের সাহিত্য এই সংবাদপত্রের অ{প্রয়েই বাড়িয়া উঠিবার কথা । অবত বর্তমান বাংলা সাহিত্যেব এই সঙ্কীর্ণ স্রোতটুকু ...সপিয়া হঠাৎ অবসর হওয়া উচিত নয় । বাংলা সাহিত্য চিরদিনই বড় অপরিসর খাদে চলিয়াছে । প্রাচীন বাংলাসাহিত্যের বিশেষজ্ঞ বলিতেছেন —“প্রাচীন বাংলা সহিত্যে একঘেয়ে ভাবট। বড়ই প্রবল । ধfমায়ণের শত শত বিভিন্ন অস্তবাদ, সেই এক লাউসেনের কাহিনী লইয়া পুরুষাঙ্ক কমে কবিদের একঘেয়ে * ৭iz১ম, সেই নানা কবির হাতে চৌতিশ স্তোত্র ও ইfরমাস্তার একই ভাবে বর্ণনা ।” উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্য নূতন প্রেরণাবলে "তন আয়োজন লইয়৷ খাদ বদলাইয়াছে, কিন্তু নিজের স্বাভাবিক সঙ্কোচ ছাড়িতে পারে নাই । ইহার তুলনায় হিনী ভাষাও বেশী সাহসী । তাহার কৃষ্টিতে নিপুণতার অভাব প্রভাক্ষ ; কিন্তু খাল কাটিয়া হিন্দী ভাষা দিব|রা। এ নিজেকে প্রসারিত করিবার প্রয়াস পাইতেছে । সে পরাজিত হইলেও সাহসে হার মানিতে সহিতেছে না । সেই এক من বাংলা ভাষার ভবিষ্যৎ 8) বাংলা সাহিত্যের একমাত্র আশ্রয় কল্পনা-স্ব সাহিত্য বা রস-সাহিত্য । কিন্তু মনে রাখা উচিত, রস-বিচার ও বাংলা সাহিত্যে সুলভ জিনিষ নয় । বাংলায় রস-বিচার মাসিকপত্রের পৃষ্ঠায় মাসেকের আয়ু লইয়৷ জন্মায়, মাসান্তে তাহার শ্রাদ্ধও শেষ হইয়া যায় ; গ্রন্থাগারে নিত্যবস্তু হ৭য়ার স্পৰ্দ্ধ বা দাবী এই সব পবন্ধ রাখে না । রস সৃষ্টিতেও বাঙালীর কল্পনা মাত্র তিনটি শ্রেণীতে আবদ্ধ— উহার বাহিরে উৎসারিত হয় না । হয় খণ্ডকবিতা, নয় কথা-সাহিত্য, কদাচিৎ কথানাট্য,—ষ্টহাই আধুনিক বাংলা সাহিত্যের স্বরূপ । ইহার মধ্যেও নাটকের কথা ছাড়িয়া দেওয়া উচিত, কারণ উংকৃষ্ট বাংলা নাটক এখনও জন্মায় নাই। খণ্ড কবিতা এই ‘কাব্যি রোগের দেশে অসংখ্য, কিন্তু ভাগ্যক্রমে কেত বড়-একটা পড়ে না । গল্প ও উপন্যাসের সম্বন্ধে ধারণ। এই যে, অন্তত বাংলা দেশে ও-বস্তুর অজন্ম হইবে না । কিন্তু, যাহারা মাসিকপত্রের সম্পাদকের দুশ্চিন্তার হেতুর খোজ রাখেন, তাহার বিলক্ষণ জানেন যে গল্পের পরগাছা ও উপন্যাসের আগাছার জন্যও সম্পাদকের কত কাড়াকড়ি । অর্থাৎ বাংলা সাহিত্য শুধু বৈচিত্র্যহীন রস-সাহিত্য নয়, এ ঐশ্বয্যহীন রস-সাহিত্য । সকল রসের বিকাশও ইহাতে নাই । ইহার রসম্বষ্টিতে রসিকতারই স্থান নাই— ইংরেজীর 'হিউমার’ বাংলার প্রাণধৰ্ম্মের ফরাসীর আয়রনি’ও বাংলা-সাহিত্যিকের অমাজ্জিত মনে ফুটিবার মত নয়। বাংলা সাহিত্যের আশ্রয় চোখের জল—আদিরসের, বীররসের বা করুণ রসের, যে কোন ৪ রসেরই সমাবেশ-প্রয়াসে তাহার দ্যোতনা হোক ম' (4:a i Pure spirit of comedy si pure spirit of tragedy—o wień Tiffs; K: স্বাভাবিক ধৰ্ম্ম নয় । কিন্তু পরিসরতাই একমাত্র কথা নয়। সন্ধানতীরে বাধাকে মানিয়া লইয়াও জীবনে সার্থকতা লাভ সম্ভ হয় যদি জীবন-প্রবাহে গভীরতা থাকে কৰ্ম্মে রূপকৰ্ম্মে উচ্ছ্বাসের প্রয়োজন নাই, আছে গভীরতার অগোচর,