পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশদ্রোণী ( স্প্যানিশ গল্প হইতে ) শ্রীস্বর্ণলতা চৌধুরী গ্যালিসিয়াতে পাদ্রম্ নামে একটি গ্রাম আছে। সেখানে ১৮০৮ খ্ৰীষ্টাব্দে গাদিয়া নামক একজন চিকিৎসক বাস করিতেন। চিকিৎসার কাজ ছাড়াও র্তাহার আর এক ব্যবসায় ছিল । তিনি দৈবজ্ঞ ও গণংকারদের কাছে সাপ, ব্যাঙ, বৃষ্টির জল প্রভৃতি বিক্রয় করিতেন। মামুষের সঙ্গে আলাপ দি তিনি পছন্দ করিতেন না । সৰ্ব্বদাই গম্ভীর মুখে একাকী থাকিতেন। তিনি বিবাহও করেন নাই । হেমস্তের কুয়্যসাচ্ছন্ন রাত্রি । আকাশ ঘন মেঘে আবৃত, কোথাও আলোর চিহ্নমাত্র নাই, সমস্ত পৃথিবী জুড়িয়া অন্ধকারই যেন রাজত্ব করিতেছে । রাত্রি দশট হুইবে, এমন সময় একদল মাহ্য প্রায় অন্ধকারে মিশিয়া চিকিৎসকের গৃহের সন্মুখে আসিয়া উপস্থিত হইল। দেশের শোচনীয় অবস্থা বিভীষিকাময় করিয়া তুলিয়ছিল। সাড়ে আটটায় ঘণ্টাধ্বনি হইবার পর সকল গৃহেরই দরজ জানাল সব १छ् छ्ङेंध्र! १ि६ा:छ् । সেই ছায়ামূৰ্ত্তিগুলির ভিতর একজন শুদ্ধ গ্যালিশিয়ান ভাষায় যলিল, “আমরা কি করব ?” আর একজন বলল, “আমাদের কেউ দেখেনি।” একটি স্ত্রীলোক বলল, “দরজাট প্রথমে ভেঙে ফেল ।" পনেরো কুড়ি জন একসঙ্গে বলিয়া উঠিল, “সকলকে একেবারে মেরে ফেল ।” -- একটি বালক বলিল, “বুড়ে ডাক্তারের ভার আমি मिलाभ ।” সকলে ব লয়৷ উঠিল, "তার ভার নিতে আমরা সবাই ब्रांछौ श्राझि । “লক্ষ্মীছাড়া আবাব ইহুদী ” “তিনি আবার ফরাসীদের দিকে হয়েছেন।" রাfএর অন্ধকারকে আরও, “অfজ শুনলাম, প্রয় কুড়িজন ফরাসী তার সঙ্গে খান খেতে এসেছে।” "তা সত্যি হতে পারে । তারা মনে করেছে, এ বাড়ীতে তার নিরাপদ, কাজেই দল বেঁধে এসেছে " একজন বলিল, “হ’ত আমাদের বাড়ী ত দেখিয়ে দিতাম! ভিন তিনটা ভাড়াটেকে আমি এই জন্যে কুয়োর মধ্যে ফেলে দিয়েছি।” আর একজন বলিল, “আমার স্ত্রী কাল একটার মাথ৷ ভেঙে দিয়েছে ” একজন সন্ন্যাসীর পোষাক-পরা লোক কৰ্কশ গলায় বলিল, “আমি দুটি ফরাসী ক্যাপ্টেনকে মেরে ফেলেছি । তাদের ঘরে জলন্ত কাঠ কয়লা রেখে এসেছিলাম, তার গ্যাসেই দুইজন দম আটকে মরেছে।” “আর এই হতভাগ। ডাক্তার কি ন৷ তাদের আগ - লাবার ভার নিয়েছে ।” “কাল বেছাবার সময় দেখলে না কত থাতির করে তাদের সঙ্গে কথা বলছে ?” “গfiসয়ার কাছে এরকম ব্যবহার কেউ প্রত্যাশা করেনি। একমাস আগে গ্রামের মধ্যে সবচেয়ে স্বদেশপ্রেমিক, সব.চয়ে সাংসা, সবচেয়ে রাজভক্ত পুরুব ব’লে তার নাম ছিল ।” “হা, কত ঘটা করে নিজের দোকানে রাজকুমার ফাডিনাণ্ডের ছবি বিক্ৰী কল্পত।” “আর এখন তিনি নেপোলিয়ানের ছবি বিক্ৰী করছেন " & “আগে আগে সে আমাদের কত উৎসাহ দিত দেশরক্ষার কাজে মামবার জন্তে । * , “এখন শত্রুসৈন্তু সেই গ্রামের মধ্যে এসে পৌছল, তিনি তাদের দলেই ভিড়ে গেলেন *