পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8సెe প্রবাসা—মাঘ, ১৩৩৭ { ৩eশ ভাগ, ২য় খণ্ড যে তা মোটেই ছিলেন না, তা বুঝতেই পারছেন। গ্রানাডার মুরদের সঙ্গে যে সময়ে স্পেনের যুদ্ধ হয়, তখন তিনি খুব সাহস দেখিয়ে ছলেন। আমাদের রাজা নিজে তাকে নাইট উপাধি দেন এবং আমাদের খুন্নতাত আলেকজান্দার বর্জিয়৷ যথন পোপ ছিলেন, তখন গার্সিয়া অনেকদিন দ্বাররক্ষীয় কাজ করেছিলেন । ও, আমার পুৰ্ব্বপুরুষরা যে এ ত বিখ্যাত লোক ছিলেন, তা আপনার জানতেন না ? এই ডিয়াগে গাসিয়া, যার কথা বলছিলাম, নিজের বীর্যে কোসেনজ এবং ম্যানফ্রিডেসিয়া দখল কবিয়াছিলেন । মহাযুদ্ধে তিনি সেরিলোনা জয় করেছিলেন, পাভিয়ার যুদ্ধেও খুব বীরত্ব প্রকাশ করেছিলেন । সেখানে আমরা ফ্রান্সের রাজাকে বন্দী করে এনে ছলাম, তার তলোয়ার তিন শতাব্দী ধরে মাড্রিডে ছিল, শেবে সেটা তোমাদের দলপতি মুরা নিয়ে বান তিন মাস অাগে । তিনি সরাইওয়ালার ছেলে, না ?” ডাক্তাব আর একবার থামিলেন । ফরাসীদের ভিতর কেহ কেহ তাহার কখfর উত্তর দিবার উপ ক্রম করিতেছিল, কিন্তু গাসিয়া উঠিয়া দাড়ানোতে তাহার फूथ कब्रिग्न। ब्रश्लि । ७क भाग्न भन्न ७% िहेश व्हेग्न। डिनि সিংহগর্জনের মত স্বরে বলিয়। উঠিলেন, “মহাশয়গণ, আমি আপনাদের স্বাস্থ্য পান করছি, আমার পূর্বপুরুব গার্সিয়া যেন নরকে যান, কারণ তিনি জানোয়ার ভিন্ন দ্বার কিছুষ্ট ছিলেন না । ফ্রান্সিস্ ও বোনাপার্টের অধীনস্থ ফরাসীরা দীর্ঘজীবি ছোন ।” শত্রুসৈন্যের দলও চীৎকার করিয়া বলিল, “তারা চিরজীবী হোন্‌ ৷” সঙ্গে সঙ্গে সকলেই স্বাস্থ্য পান झझूिठा ! ঠিক এই সময় সদর দরজার কাছে একটা শব্দ শোনা গেল । ফরাসীরা জিজ্ঞাসা করিল, “শব্দ শুনতে পেলেন ?” গার্সিয়া হাসিয়া বলিলেন, “ওরা জামাকে খুন করতে এসেছে ।” ফয়াসীর বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, “ওয়া ৰাৱা ?” * , , ১• '. গাসিয়া বলিলেন, “আমারই প্রতিবেশী, এই গ্রামের লোক ৷” “আপনাকে খুন করতে চায় কেন ?” গালিয়া বলিলেন, “ফরাসীদের সঙ্গে আমার সহানুভূতি আছে বলে । কয়েকদিন হ’ল রাত হলেই তারা আমার বাড়ী ঘেরাও করে । কিন্তু এতে আমাদের এসে যায় কি ? আমাদের খাওয়া চলতে থাক ?” নিমন্ত্রিত ব্যক্তিগণ চীৎকার করিয়া বলিল, “হঁ্যা, চলুক। আমরা ত এথানে রয়েছি, আমরা আপনাকে রক্ষণ করব ।” স্বাস্থা পান করার সময় গ্লসে গ্লাসে স্পর্শ কর নিয়ম | কিন্তু উৎসবকারীদের তাহাতে শনাক্টতে ছিল না । তাহারা বোতলে ঠোকাঠুকি করিয়া চীৎকার করিতে লাগিল, দীর্ঘজীবী বোতলে “নেপোলিয়ন চোন ! ফার্ডিনণ্ডের মৃত্যু হোক, গ্যালিসিয়া ধ্বংস হোক יין গাসিয়া আশা করিতে লাগিলেন যে, স্বাস্থ্য পান করিলে ত হাদয় চীৎকার ‘ব ছু কমিবে । তিনি বিষাদপূর্ণ কণ্ঠে ডাকিলেন “ক্যালিডোনিও ” তাহার কেরাণী কালিডোনিও দরজার বাহির হইতে উকি মারিয়া দেখিল, কিন্তু ঘরে ঢুকিতে সাহস করিল না। ডাক্তার শান্তভাবেই বলিলেন, “কালিডোনিও, কাগজ আর কালিকলম নিয়ে এস।” কেরাণী লিখিবার সমস্ত সরঞ্জাম আনিয়া রাথিয়া গেল । তাছার প্রভু তাহাকে ডাকিয়া বলিলেন, "এইখানে বসে। আমি তোমায় যা-যা বলি তা লিখে রাথ। কতব গুলি অঙ্কপাত করতে হবে। ফুলার করে লেখ । একট। সারের উপরে লেখ “জমা” আর একটার উপরে লেগ ‘ খরচ ” কেরাণী, কঁাপিতে কঁাপিতে বলিল, “মহাশয়, দরকার কাছে একদল লোক জুটে ভয়ানক গোলমাল করছে । ‘ডাক্তারকে মেরে ফেল’ বলে তারা খুব ষ্টেচাচ্ছে । দরজাট ভেঙে ভেতরে ঢুকবার জন্যে তারা ঠেলাঠেলি कब्रएछ ।” * o: -

  • চিকিৎসক বলিলেন, "তাদের চেঁচাতে দাও মত খুশি