পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

仓及8 مید. . مس ۹٫۶۷ متر و عمر ب. م. AJAMAMSMSMAJeAMSJeAeeSeASAAAA ^***۶ ه. به عری دید.۰ - ۰ م গৃহলক্ষ্মীর মত হাসিমুখে তাহার-জন্ত চা জানে, গয় করে, কারে কি রায় হইবে রোজ জিজ্ঞাসা করে, সারাদিনের বাসার ঘটনা বলে। বলে, ফিরে এসো, হজনে আজ মহাবলী বিন্দন আর দলীপসিংএর কথাটা পড়ে শেষ করে ফেলবোঁ । বার দুই অপু তাকে সিনেমায় লইয়া গিয়াছে, ছবি কি করিয়া নড়ে অপর্ণ বুঝিতে পারে না, অবাক ংইয়া দেখে,গল্পটাও ভাল বুঝিতে পারে না। বাড়ী আসিয়া অপু বুঝাইয়া বলে । চায়ের বাটতে চুমুক দিয়া অপু বলিল—এবার তো তোমায় নিয়ে যেতে লিখেচেন শ্বশুরমশায়, কিন্তু জাপিসের ছুটীর যা গতিক—রাম এসে কেন নিয়ে যাক না? তারপর আমি কাষ্ঠক মাসের দিকে না হয় ছু চার দিনের জন্যে যাব ? তা ছাড়া যদি যেতেই হয় তবে এসময় যত সকালে যেতে পারা যায়—এসময়ট বাপ মায়ের কাছে থাকা ভাগ, ভেবে দেখলাম। অপর্ণ লজ্জারত্তমুখে বলিল-রাম ছেলেমানুষ, ওকি নিয়ে যেতে পারবে ? তা ছাড়া মা তোমায় কতদিন দেখেন নি, দেখতে চেয়েচেন । —তা বেশ চল আমিই যাই । রামের হাতে ছেড়ে দিতে ভরসা হয় না, এ অবস্থায় একটু সাবধানে ওঠা নামা করতে হবে কি না ? দাও তো ছাতাটা, ছেলে পড়িয়ে আসি। যাওয়া হয় তো চল কালই যাই। হ, দ্যাখে, তুমি তো লাল জাট ছাড়া খেতে পার না, আমাদের ওখানে জাতার আট পাওয়া যাবে না, অমনি একসের আট কিনে নিয়ে এস, সঙ্গে করে নিয়ে যাব। ভুলো মা যেন ? ছেলে পড়াইয়া আসিয়া অপু দেখিল উপরের রুগ্ন ভদ্রলোকটির ছোট মেয়ে পিণ্ট, তাহদের ঘরের এক কোণে ভীত, পাণ্ড মুখে বসিয়া আছে। বাড়ীশুদ্ধ হৈ চৈ । অপর্ণ বলিল, ওগো এই ੋਂ গাজুলীদের ছোট খুকিকে নিয়ে গোলদিঘীতে বেড়াতে বেরিখেছিল। ও বুদ্ধি চীনে বাদাম খেয়ে কলে জল খেতে গিয়েছে, আর ফিরে এসে দ্যাখে খুকি নেই, তাকে আর খুঁজে পাওয়া যাচ্চে না। ওর মা তো একেই জুজু হয়ে থাঞ্জে জাহী সে প্রবাসী-মাঘ, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ২য় খণ্ড ASAMJAAA AAAASAASAASAASAASAASAA eAJSAAS0 GMSAASAASAASAASAASAASAASAASAASAAASJSHAAAASASASS বেচারী তো নবুমী পাটার মত কঁপিচে আর মাথা কুটুচে আমি পিণ্ট কে এখানে লুকিয়ে রেখে দিয়েচি, নইলে ওর মা ওকে আজ একেবারে গুড়ো করে দেবে। আর গাজুলী-গিনী যে কি কাণ্ড করচে জানই তো, তাকে তুমিও একটু দেখ না গো ! গাজুলী-গিয়ী মরাকান্নার আওয়াজ করিতেছেন কানে গেল । ওগে। আমি দুধ দিয়ে কি কালসাপ পুষেছিলাম গে ! আমার এ কি সৰ্ব্বনাশ হল গো মা, ওগো, তাই আপদের বিদেয় হয়েও হয় না আমার ঘাড় থেকে—এতদিনে মনোবাঞ্ছা—ইত্যাদি। অপু তাড়াতাড়ি বাহির হইয়া গেল, বলিল-পিণ্ট খেয়েচে কিছু ? —খাবে কি ? ও কি ওতে আছে ? গাজুলী-গিৰী দাতে পিষচে, আহ ওর কোনো দোষ নেই, ও কিছুতে নিয়ে যাবে না, সেও ছাড়বে না, আর তাকে আগলে রাখা কি ওর কাজ ! সকলে মিলিয়া খুজিতে খুজিতে খুকিকে কলুটোলা থানায় পাওয়া গেল। সে পথ হারাইয়া ঘুরিতেছিল, বাড়ীর নম্বর, রাস্তার নাম বলিতে পারে না, একজন কনষ্টেবল এ অবস্থায় তাহাকে দেখিতে, পাইয়া থানায় जझेब्र ग्निप्रांछ्लि । বাড়ী আসিলে অপর্ণ বলিল—পাওয়া গিয়েচে ভালই হল, আহা বোঁটাকে আর মেয়েটাকে কি করেই গাজুলীগিরী দাতে পিবেচে গো ! মাহুষ মানুষকে এমনও বলতে পারে! কাল না কি এখান থেকে লৰ বিদেয় হতে হবে— হুকুম হয়ে গিয়েচে । অপু বলিল-কিছু দরকার নেই। কাল আমরা স্তে চলে যাচ্চি, আমার তো আসতে এখনও চার পঃ দিন দেরী। ততদিন ওরা রুগী নিয়ে আমাদের ঘরে এসে থাকুন, আমি এলেও অস্থবিধে হবে না, আমি না হয় এই পাশেই বরা বাবুদের মেসে গিয়ে রাত্রে শোব। তুমি গিয়ে বলে বৌঠাকরণক্ষে। আমি বুঝি, অপর্ণ । জামার মা আমার বাবাকে নিয়ে কাশীতে আমার ছেলেবেলায় ওই রকম ৰিপদে পড়েছিলেন-তোমাকে সে সৰ কথা কখনও স্থিমপর্ণ। বাবা মারা গেলেন, হাতে একটি পিন্ধি