পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] সয়দ নেই আমাদের,সেখানকার দু-একজন লোক কিছু কিছু সাহায্য করলে, হবিয্যির খরচ জোটে ন—মাতে আমাতে রাত্রে শুধু অড়রের ডাল-ভিজে থেয়ে কাটিয়েচি । একদিন কি বিপদ হ’ল জানে, আমি তখন ছেলেমাতুয, বছর দশেক মোটে বয়েস— আচ্ছ, বলব এখন অন্ত সময় । গরীব হওয়ার কষ্ট যে কি, তা আমার বুঝতে বাকী মেই—কাল সকালেই ওঁর এখানে আমুন। অপর্ণ যাইবার সময় পিণ্ট,র মা খুব কাদিল। এ বাড়ীতে বিপদে আপদে অপর্ণ রোগীর সেবা করিয়া যথেষ্ট করিয়াছে। ছেলেমেয়েকে দেখিতে সময় ভিয়েনার নব্য ছায়ানাট্য QミQ SAASAASAASAASAA AAAAMAMMAMMAAASAASAASAAAS ۔حتvم xہی یہ متہمہمہمہم۔ امیہ مص-محم পাইভ না, তাহদের চুল বাধা, টিপ পরানো, থাবার পাওয়ানে, সব নিজের ঘরে ডাকিয়া আনিয়া অপর্ণ করত। পিন্ট, তো মাঙ্গীমা বলিতে অজ্ঞান, সকলের কানা থামে তো পিণ্ট কে আর থামানে যায় না। বউয়ের বয়স অপর্ণার চেয়ে অনেক বেশী। সে কাদিতে কাদিতে বলিল, চিঠি দিও ভাই, ছুটে দু-ঠাই ভালয় ভালয় হয়ে গেলে আমি মায়ের বাড়ী পূজো দেবো । ঘরের চাব পিন্টর মায়ের কাছে রহিল। (ক্রমশঃ) ভিয়েনার নব্য ছায়ানাট্য মেরী, জোসেফ ও যীশু ছায়ানাট্য বা পুতুল-নাচ প্রাচ্য ও পাশ্চাত্য উভয়েরই অতি প্রাচীন আমোদের উপায়। ইংলণ্ডের রাস্তাঘাটে আজ পর্য্যস্তুও মাঝে মাঝে “পাঞ্চ ও জুড়ির" নাচ দেখিতে পাশ্ৰয়া যায় । আমাদের দেশেও বিশ বৎসর আগে পৰ্য্যন্তও এই ধরণের পুতুল নাচ প্রায়ই দেখা যাইত। 8*—S > এখন অনেকটা বিরল হইয়া আসিরাছে, তবু বোধ করি একেবারে লোপ পায় নাই । কিন্তু এই সকল প্রাচীন পুতুল নাচকে সৌন্দৰ্য্য ও কারুকৌশলের দিক হইতে বর্তমান যুগে যে নূতন ধরণের পুতুল নাচের প্রবর্তনের চেষ্টা হইতেছে তাহার