পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী-মাঘ, ১৩৩৭ ৩০শ ভাগ, ২য় খণ্ড মুণ্ডুকৃ শহর-বায়ে পাসংগ্রাহান । ঐযুক্ত স্বরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত ) সমাবেশের মতন মনকে মোহগ্ৰস্ত ক’রে তুলছিল । পাসাংগ্রাহানের সামনে অবধি এসে যে মোটর-চলা পথটা শেষ হ’য়েছে, পায়ে-চলা পথে পরিণত হ’য়েছে, সেই পায়ে-চল পথ ধরে আরও উচুতে পাহাড়ের গা দিয়ে সুরেনবাবু আর আম বিকালে একটু বেড়াতে গেলুম। রাস্তার বা ধার দিয়ে একটি পাহাড়ে নদী উদ্ধাম ফেনিল নৃত্য-ভঙ্গীতে নীচে চ’লে গিয়েছে। মাঝে মাঝে কৃষাণদের ঘর, আর সু একটা বড়ো বড়ো বাড়ীও প্ৰায় সব বাড়ীতে মস্ত বঁাশের খাচার আমার চোখে প’ড়ল । চুবড়ীতে ঢাকা লড়াইয়ে মোরগ, তাদের সু-উচ্চ আওয়াজে পাৰ্ব্বত্য গ্রামটা মুখরিত। কুকুরের দল আমাদের দেখে কোথাও কোথাও ঘেউ ঘেউ ক’রে উঠল, আর গ্রামকন্যাদের চকিত দৃষ্টি থেকেও আমরা বঞ্চিত হ’লুম না। খানিকটা ঘুরে আমরা বাসায় ফিরলুম। সন্ধ্যা হয়-ইর, পাহাড়ে' জায়গা, আমাদের বেশ একটু শীত-শীত ক’রছে। কিন্তু এখানে বলিদ্বীপীয়দের দেখলুম, এদের পরিধেয় সেই দক্ষিণ বলির সমতল ভূমিরই মতন, মতন স্ত্রী-পুরুষ উভয়েরই সেই রকম থালি গা । পাহাড়ে' নদীটীতে যথারীতি গ্রামের মেয়ের জল নিতে আসছে, বৈকালিক স্নান বা গা ধোয় সার তে আসছে। সন্ধ্যায় পাসাং গ্রাহানের বারান্দায় ব’সে কবির সঙ্গে নান। বিষয়ে কথা বাৰ্ত্ত হ’ল । মিস্ মেয়োর বই 'মাদার ইণ্ডিয়া তখন সপ্তাহ কতক হ’ল বিলেতে বেরিয়েছে, আর তা নিয়ে হৈ চৈ-এর সূত্রপাত হ’য়েছে । নিউস্টেটুসমান কাগজে সমালোচনা বেরিয়েছে, মিস মেয়োকেই সমর্থন ক’রে, আর সঙ্গে সঙ্গে মিস মেয়োর মিথ্যা কথা উদ্ধার ক’রে রবীন্দ্রনাথ শিশু-বিবাহের পক্ষপাতী, এ রকম ঈঙ্গিতও করা হয়েছে ; আর র্তার মত ব'লে এমন সব কথা বলা হ’য়েছে যা যে কোনও সাধারণ উচ্চশিক্ষিত লোকের পক্ষেও বলা লজ্জাকর । আমরা বললুম, তার তরফ থেকে এ সব কথার একটা প্রতিবাদ বেরুনো উচিত । কবি অনিচ্ছুক হ’লেও এই সমালোচনার একটি উত্তর লিখতে রাজী হলেন । 'মাদার ইণ্ডিয়া তিনি বা আমরা কেউ তখনও দেখিনি। বলিদ্বীপে মুণ্ডুকে বসে তার লেখা এই সমালোচনার উত্তর যথাকালে ইউরোপে