পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(G8 প্রবাসা—মাঘ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড এদের ইচ্ছেটা যে আমাদের সঙ্গে কথা কয় । আমর দাড়িয়ে গেলুম, ভাঙা ভাঙা মালাইয়ে এদের সঙ্গে আলাপ ক’রতে লাগলুম । এরা আমাদের দেখে অধাকৃ—কোন দেশের লোক, কেন এসেছি, সব শুনতে চাইলে । এদের সঙ্গে সমানধৰ্ম্ম। শুনে ভারী খুশী হ’ল । এর ব’ললে যে বঞিআতিস গ্রামে দাহ হ'চ্ছে, তবে খুব ঘটার ব্যাপার নয়। সুরেনবাবু এদের ছবি নিলেন। খুব হাসি মুখে এরা আমাদের বিদায় দিলে । বড়ো রাস্তার দুধারে বাঞআতিস গ্রামের সারি সারি বাড়ী । এ গ্রামটিও বেশ সম্পন্ন ব’লে বোধ হ’ল । প্রায় সব বাড়ীতেই উচু কাঠের মাচার উপরে ধানের মরাই ; কাঠের মরাইগুলি, তাতে সুন্দর সুন্দর নানা রঙীন চিত্র আঁকা। কতকগুলিতে স্ত্রী দেবতা মূৰ্ত্তি তাক, বলিদ্বীপীয় পদ্ধতিতে, শুনলুম সেগুলি শ্ৰীদেবীর । দু একটা মোটরের ‘গারাজ’ও আছে । রাস্তায় যে সব লোক ছিল, তাদের মধ্যে কেউ কেউ কৌতুহলী হ’য়ে আমাদের সঙ্গ নিলে ; আমি দু' চার জনের সঙ্গে আলাপ ও যথাসম্ভব করতে লাগলুম । আমরা হিন্দু ব’লে সকলেরই প্রীতি-মিশ্র বিস্ময়ের কারণ হ’য়ে উঠলুম। এরা আমাদের মুণ্ডুকের পথে । শ্রীহরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত ) বাএ আতিস্-এর দাহ-স্থানে সমাগত ব্যক্তিগণ (খ্ৰীযুক্ত হরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত