পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q○○ প্রবাসী—মাঘ, ১৩৩৭, [ ৩eশ ভাগ, ২য় খণ্ড ক’রলুম। তারতবর্ষ কত দূরের দেশ, আমাদের দেশে পুরাণ বর্ণিত নগর নদী পৰ্ব্বত প্রভৃতি কোথায় কোথায় আছে, আমাদের ভাষা কি, অক্ষর কি রকম, লঙ্কাদ্বীপ কোথায়, আমাদের দেশে যেতে কতদিন লাগে ; ইত্যাদি কথা ম্যাপ আর ছবি এ কে আর অক্ষর প্রভৃতি লিখে দেখিয়ে বোঝাবার চেষ্টা ক’রলুম। এদেশে শিষ্ট ভাষায় মধ্যম-পুরুষে ‘আপনি ব’লে উল্লেখ না ক’রে, ‘মহাশয়,’ ‘শ্রীচরণ' ইত্যাদির মতন শব্দ ব্যবহার করে ; “ আপনার কাছে নিবেদন এই ঘে’ না ব’লে ব’লবে, "পাদুকায় নিবেদন এই যে ; আর এই রকম ব্যবহারের ফলে আমাদের সংস্কৃত padocka পাদুকা' শব্দ এদেশে ‘আপনি' পদবাচ্য হ’য়ে প’ড়েছে। আমার প্রতিও এইরূপ পাদুকা’ প্রয়োগ ও হ’চ্ছিল ; আর আমার হাতে দণ্ড ছিল, আর জাতিতেও ব্রাহ্মণ, সুতরাং "পদণ্ড’ বা দণ্ড-ধারী আখ্যাও জুটে গিয়েছিল। এদের সঙ্গে আধ পূণ্টাটাক কাল এই ভাবে কাটিয়ে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লুম। পথে একখানা চলতি লরা পাওয়ায়, বা আতিস থেকে মুণ্ডুক চটপট ফেরা গেল। রাত সাড়ে আটটায় স্থানীয় একজন পুঙ্গব তিনজন অম্লচর সহ কবির দর্শনের জন্ত হাজির হ’লেন । সুশ্রী যুবক ; কবি আসছেন কাগজে প'ড়েছেন, এত শীঘ্র তার দেশের কাছে এসে প’ড়বেন সে ধারণা ক’রতে পারেন নি ; তার মুণ্ডুকে অবস্থানের কথা, পাসাংগ্রাহনে টেলিফোন আছে পাসাংগ্রাহানের মান্দুরের কাছে ফোন ক’রে জেনেই, নিজের মোটরে চ’লে এসেছেন দেখা করতে। পাদুক' ব’লে কবিকে সন্মানের সঙ্গে উল্লেখ করতে লাগলেন। ইনি ডচ জানেন, মালাইও জানেন । দ্রেউএস্ দোভাষীর কাজ করতে লাগলেন । এই পুঙ্গবট নিজের পরিচয় দিলেন--আমার খাতায় নিজের নামটী লিখে দিলেন— Ida Gede Soanda, Poenggawa district Bandjar ইড গড়ে সে আন্দ, বাঞ্জার জেলার পুঙ্গব’ । ব’ললেন যে তিনি জাতিতে ব্রাহ্মণ । ভারতবর্ষ সম্বন্ধে অসীম কৌতুহল। কতকগুলি খবর জিজ্ঞাসা করলেন। কাল-ই আমরা মুণ্ডুক থেকে বুলেলেঙ হ’য়ে বলিদ্বীপ ত্যাগ করছি শুনে আপশোশ করতে লাগলেন। এ রং , মহাভারতের পূরে আঠারো পৰ্ব্ব চাই। আদি পর্বের ‘গোধৰ্ম্ম’ ব’লে কি অংশ আছে,–কথাটা আমরা ভালে৷ বুঝতে পারলুম ন—সে বিষয়ে প্রশ্ন করলেন । অমুলোম নোকায় করিয়া জাহাড়ে চড়!--সামনে টপী মাথায় মুলেন বালু শ্ৰীযুক্ত বাকে কর্তৃক গৃহীত ) প্রতিলোম বিবাহ হওয়া উচিত কি না, যজ্ঞোপবীতধরণের রীতি কি—এই সব বিষয়েও প্রশ্ন হ’ল । তলা গুপ্রবাসী যবদ্বাপীয় কবি আর পণ্ডিত Noto Soeroto ‘নত-স্বরত কর্তৃক লিথিত শান্তি-নিকেতন বিদ্যালয় বিষয়ে ডচ পুস্তক, আর শীঘুক্ত। অানী বেসান্তের রচিত যোগ ; পুনজমু বিষয়ে ছোটে। দুখানি ইংরিজী বইয়ের উচ অতুবাদ-মুরা বায়ার সিন্ধী বণিক শ্ৰীযুক্ত লোকুমন্ধে দেওয়া বইয়ের মধ্য থেকে— আমি এ কে দিলুম। আমার ঠিকান। ইনি নিলেন। সংস্কৃত পড়বার জন্থ ভারতবর্ষ শিক্ষক আস্তে পারে শুনে ভারী খুশী । এই রকমে থানিক আলাপ আর শিষ্টাচারের পরে রাত সওয়া নটায় পুঙ্গব সোআন্দা বিদায় নিলেন । { ১২ ] বুলেলেঙ—বলিদ্বীপ থেকে বিদায়। বৃহস্পতিবার ৮ই সেপ্টেম্বর – সকালে মুণ্ডুক-থেকে বুলেলেঙ যাত্রা । বুলেলেণ্ড-এ দুপুরে জাহাজ ধ’রে যবদ্বীপে প্রত্যাবর্তন করতে হবে