পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] স্বরেন বাবু, ধীরেন বাবু, ত্রেউএস, আমি আমরা আগে একথান গাড়ী ক’রে বেরিয়ে পড়লুম, কবি পরে বাকেদের সঙ্গে আসবেন । এবার শেষ বারের জন্ত বলিদ্বীপের অসীম সৌন্দর্য্যের মধ্যে দিয়ে চ’ললুম। মুণ্ডুক-থেকে পশ্চিমে খানিক, তারপর উত্তরে গিয়ে আমরা সমুদ্রের জtহণঞ্জে গোর তোলে। । ঐ ৫ বাকে কর্তৃক গৃহীত ) ধারে পড়লুম—সমুদ্রের ধার দিয়ে দিয়ে পূব মুখে। বুলেলেঙ পৰ্য্যন্ত পথ। পাহাড় ছাড়িয়ে সমতল সমুদ্রের ধারে পথ । ক্রমাগত কাচ পাক। ধানের ক্ষেত, না'রকল গাছ, আর বঁ। দিকে নীল, ঘন নীল সমুদ্র। প্রভাতের চোখ-ঝলসানো আলোয় সমস্ত উদ্ভাসিত, সমুদ্রের হাওয়ায় রোদুর ততটা কড়া বলে বোধ হচ্ছিল না। বেলা দশটায় বুলেলেঙ-এ পউছুলুম । জাহাজের আপিসে গিয়ে আমাদের টিকিট আর ক্যাবিন ঠিক ক'রে নেওয়া হ’ল । হাতে এখন ঘণ্টা দুই সময় । দ্রেউএস্ বুলেলেণ্ড থেকে রাজধানী সিংহরাজায় গেলেন, আমরা বাজারে একটু ঘোরাঘুরি করলুম, স্থানীয় মণিহারী জিনিস পাই কিনা দেখবার জন্ত। পাতিমার কথা আগে বলেছি । তার বাড়ীতে গিয়ে আমরা কিছু জিনিস নিলুম। দেড়শ দ্বীপময় ভারত یہ-ی۔سی۔سی۔بی۔۔۔۔موسم۔-ب تمہ-اے--TarunnoBot (আলাপ) ১৬:৫৯, ১৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি) গিলডার দামের, হাতলে সোনার রাক্ষসমুৰ্ত্তি-যুক্ত সেকেলে একটী ক্রীস বা তলওয়ার দেখালে, বড় লোভ হ’চ্ছিল সেটার জন্য, এমনিই চমৎকার কাজ তার । স্বরেনবাবু এদেশের জরীর কাপড় নিলেন । মোষের চামড়ায় নিপুণ হাতে কাট, রঙচঙে wajang ওয়াইঅাং বা ছায়ানাট্যে ব্যবহৃত একটা চতুভূজ শিবের মুক্তি আমি কিনলুম। টুরিস্ট্‌-এজেন্ট রুপভেন্ট-এর আপিসে গিয়ে কিছু ফোটোগ্রাফ কিনলুম। জাহাজ-ঘাটায় । তারপরে বেলা সাড়ে এগারোট, তখনও কবি বুলেলেণ্ড-এ এসে পৌছন নি—এদিকে বারোটায় জাহাজ ছাড়বে। এমন সময়ে বলি-লম্বকের রেসিডেণ্ট শ্ৰীযুত কারন সাহেবের সঙ্গে কবি এসে পৌছুলেন,—রেসিডেণ্ট স্বয়ং তাকে জাহাজে তুলে দিতে { }ة ti( Eگی আমরা নেীকো ক’রে জাহাজে চ’ড়লুম। ছোটো gfzfg, zijs Van Neck off7{-cztz | K. P. M. কোম্পানীর জাহাজ, কবিকে নিয়ে যাচ্ছে সম্মানিত অতিথি রূপে, আর আমাদের সকলকে আধা ভাড়ায় । জাহাজ বারোটায় না ছেড়ে ছাড়লে সেই বিকেল পাচটায় । এই কয় ঘণ্টা ঠায় দাড়িয়ে দাড়িয়ে মাল তুলতে লাগল । প্রায় চার শ' গোরু যাচ্ছে এই জাহাজে, যবদ্বীপে, লাল লাল গোরুগুলি, বেশীর ভাগ নাক ফোড়, চাষের কাজে