পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোলন্দাজের শ্রবণেন্দ্রিয়— যুদ্ধকার্য্যে উড়ো জাহাজের ক্ষমতা দিনে দিনে এত বাড়িয় চলিয়াছে যে তাঁহাদের দৌরাত্ম্য হইতে জাত্মরক্ষার সমস্ত সকল দেশের পক্ষে একটা বিষম গুরুতর প্রস্থ হইয়া দাড়াইয়াছে । আর্টিলারির একটি বিশিষ্ট বিভাগ উড়ো জাহাজ হইতে আত্মরক্ষার কাজে ব্যাপৃত—তাহার নাম anti-aircraft বিভাগ। বহু দূরে খাঞ্চিতেও এয়োপ্লেনের আওয়া ধরিবার জন্ত ফ্রান্সে নীচের ছবিতে প্রদর্শিত যত্নটি আবিষ্কৃত হইয়াছে। সে আওয়াজ ধরা পড়িলে এরোপ্লেনের দূরত্ব এবং উচ্চতা বলিয়া দেওয়া যায়। এই যন্ত্রটি সম্বন্ধে বিস্তারিত কোন খবর বাহির হইতে দেওয়া হয় নাই । তবে এ পর্য্যন্ত জানা গিয়াছে যে, ২০ মাইল দুরের এরোপ্লেনের আওয়াজও এই কলের দ্বারা ধরিতে পারা যায়। এই জাতীয় কল অবহু ইতিপূর্বেও তৈরী হইয়াছে, কিন্তু এই যন্ত্রটির বিচিত্র রচনা সকলকে বিশেষভাবে আকৃষ্ট করিয়াছে । পাখার দ্বারা চালিত রেলগাড়ী— সম্প্রতি জাৰ্ম্মানী হইতে একটি নুতন যানের আবিষ্কারের খবর আসিয়াছে। যানটি কার্য্যকারিতার পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে। ... এরোয়েনের গতিবিধি ধরিবার নুতন যন্ত্র