পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to 8 স্বধী—ঐঅনাদিনাথ মুখোপাধ্যায়। কমলা বুক্‌ ডিপো লি:, ১৫ কলেজ স্কোয়ার, কলিকাতা। আট আন । বইটির ছাপা ও বাধন মৰ্ম্ম নহে ; কিন্তু ভিতরের বস্তু চলনসই। ইহা একখানি পদ্য-পুস্তক। পদগুলিতে অনেক নীতি-কথার অবতারণা করা হইয়াছে। পদ্যে গল্পস্থলে নীতিকথা বলিষার রীতি আছে, কিন্তু আলোচ্য পদ্যগুলিতে তাহা গল্পস্থলে বলা হয় নাই । পদ্যগুলি ছোট ছোট। এরূপ জিনিষ আধুনিক কালে চলিবে বলিয়। মনে হয় না। তাহা ছাড়া, পদাগুলিতে ছন্ম ও মিলের দোষ আছে। তবে কয়েকটি পদ্য, ছন্দে মিলে ও ভাবে মৰ্ম্ম হয় নাই। স্নেহধারী—ঐদ্বিজেন্দ্রনাথ বসু। লিলি বুক কোম্পানী, ২৭, কর্ণওয়ালিস্ ঠুট, কলিকাতা। এক টাকা। কবিতায় বই । ইহাতে মাত, পিতা, পুত্র, কন্য। প্রভৃতির স্নেহঐতি সম্বন্ধে অনেকগুলি কবিতা আছে। কবিতাগুলি আধুনিক কালোপযোগী ছন্দে ও ভঙ্গীতে রচিত না হইলেও, বহুস্থলে বেশ আন্তরিক-ভাব-পূর্ণ। তবে লেখকের মনে রাখা উচিত, তাহার ব্যবহৃত চুমা বাংলা সাহিত্যে ক্রমে ক্রমে অচল হইয়া যাইতেছে এবং তাহা বিভিন্ন রূপ ধারণ করিতেছে। পথের বঁাশী—ঐ প্রবোধচন্দ্র মৈত্র। ইণ্ডিয়ান পাবলিশিং হাউস, ২২১, কর্ণওয়ালিস্ট্রীট, কলিকাতা। এক টাকা। কবিতা-পুস্তক। এই পুস্তকের কবিতাগুলি পড়িয়া আমরা অনিন্দলাভ করিয়াছি । ভাবে ছন্দে ও ভাষায় কবিতাগুলি তাল হইয়াছে,-কয়েকটি মুনীর হইয়াছে। শ্রীপ্যারীমোহন সেনগুপ্ত একালের দৈত্য ও পরী---এঁহেমেন্দ্রনাথ ঘোষ, এম-এ, বি-এল সম্পাদিত। প্রকাশক-মাকৃমিলন এও কোম্পানি লিমিটেড, কলিকাতা । মূল্য তিন আন। এই ছোট বইখানিতে কয়েকটি বস্তু-বিজ্ঞানের জটিল কথা চিত্তাকর্ষক ক’রে বলা হয়েছে। ছেলেমেরের দৈত্য ও পরীর অদ্ভুত অদ্ভুত কাহিনী যেমন আগ্রহ করে শোনে, তেমনি এই বইখানির আলোর পর, তুর্য্যলোকের পর, খনির পত্নী, কাচ পর, বাপদৈত্য, বাতাস ও জোয়ার দৈত্য প্রভৃতির কথাও তারা খু্য আগ্রহসহকারে পড়বে ও সেই সঙ্গে অনেক জ্ঞানলাভ করবে। বইখানির পরিকল্পনাটি সুন্দর, ভাষা সরল ও মনোরম । ছাপা প্রভৃতিও ভাল । কয়েকখানি ছবিও আছে । এই বই প্রত্যেক ছেলেমেরের হাতে দেওয়া উচিত। কলাম্বাস—শ্ৰীগঙ্গাচরণ দাসগুপ্ত, বি-এ, বিটি প্রধত। প্রকাশক-মাক্‌মিলান এও কোং লিমিটেড, কলিকাতা। মূল্য ১। এই বইখানিতে কলম্বসের জীবনী, তথা আমেরিক-অবিষ্কারের কথা, ছেলেমেয়েদের উপযোগী ক'রে লেখা হয়েছে। আমেরিক আজ এত বড়, কিন্তু চারশ বছর আগে তার অস্তিত্বও কেউ জানতে না। এই দেশের আবিষ্কার কাহিনী গল্পের মতোই মনোরম আর যিনি এই প্রবাসী—মাঘ, ১৩৩৭ SAAAAAA AAAAJJJSJAJJSMMJAMMSSSMSSSMSSSLSSSMSJJJAAS AAASASAAAAASA SSASAS SSJ .۳x.م.w.جی [ ७०* छां★, २झ ५७ দেশ আবিষ্কার করে গেছেন, তার জীবনী যে-কোনো বীরপুরুষের জীবনীর মতই শিক্ষা ও আদর্শপুর্ণ। কলম্বসের জীবনীতে সবচেয়ে একটি বড় জিনিষ এই পাওয়া যায় যে, শুধু কেবল সঙ্কল্পের দৃঢ়তা এবং অধ্যবসায় থাকলে জগতে কত বড় কাজই না মানুষ করতে পারে। উদ্যম ও অধ্যবসায় থাকলে সুযোগ ও সম্পদ আপনিই এসে পড়ে। এই ধরণের বই আমাদের এই দরিদ্র দেশের ছেলেমেয়েদের খুব বেশী করে পড়ান দরকার । যইখানি পুরু কাগজে বড় টাইপে পরিষ্কার করে ছাপা, ১১ খানি সুন্দর ছবি আছে। কাপড়ের মজবুত বাধা । মলাটের ছবিটিও সুন্দর। ছেলেমেরেদের বই এই রকম পরিপাট হওয়াই উচিত। ঐযামিনীকান্ত সোম চিকিৎসকের কৰ্ত্তব্য—ডা: শ্ৰীমণ্ডিতশঙ্কর দে। হোমিওপ্যাধিক সার্ভিং সোসাইট (ইণ্ডিয়া), ৫ নং ভিক্টোরিয়া রোড,পোঃ বরানগর, কলিকাতা । ৪৮ পূঃ মূল্য ॥৮• মাত্র। এই ক্ষুদ্র পুস্তকখানিতে সুচিকিৎসক হইতে হইলে কি কি গুণের অধিকারী হওয়া উচিত ও কোন কোনু দোষ বর্জন করিতে হইবে লেখক তাহার আলোচনা করিয়াছেন। অল্প কয়েকপানি পৃষ্ঠার মধ্যে তিনি ইহা ছাড়া রোগী পরীক্ষা করিবার সময়ে যে যে বিষয় চিকিৎসকের জানা প্রয়োজন, তাহাও বিশদভাবে লিখিয়াছেন । চিকিৎসা-বিদ্যাধীদের ও তরুণ চিকিৎসকদের এই পুস্তক পাঠ জ্ঞানলাভ হইবে । শ্রীঅরুণকুমার মুখোপাধ্যায় সাধনী ও পরমানন্দ—ঐদেবেন্দ্রমোহন চক্ৰবৰ্ত্তী প্রসূত । গ্রন্থকার কর্তৃক ৫৩-বি মসজিদবাড়ি ষ্ট্রীট, কলিকাতা হইতে প্রকাশিত । মূল্য এক টাকা মাত্র । এই গ্রন্থে লেখক সাধনার বিভিন্ন স্তর ও তাহদের ক্রম ধারাবাহিকভাবে বিশদ করিয়া বিশ্লেষণ করিয়া দেখাইয়াছেন এবং কেমন করিয়া সাধনায় সিদ্ধি, অর্থাৎ আনন্দ লাভ করা যাইতে পারে তাহ পুথিগভ বিদ্যা ও নিজের সহজাত জ্ঞানের দ্বারা সহজভাবে বুঝাইতে চেষ্ট। পাইয়াছেন এবং এই দুরূহ কার্য্যে তিনি সাফল্য লাভ করিয়াছেন। পড়িতে পড়িতে স্থানে স্থানে মনে হয়, লেখক শুধু পণ্ডিত নহেন, ভক্তও বটে। আমাদের বিশ্বাস, বইখানি আধুনিক শিক্ষিত লোকের মনেও তৃপ্তি দিতে পারিবে । আমর। সচরাচর সাধণ ও আনন্দ সম্পর্কিত যে-ধরণের বই দেখি এটি তাহা হইতে অদ্য ধরণের । সহজ বুদ্ধিকে বিসর্জন দিয়া শুধু তত্ত্বকথার সমাবেশ ইহাতে লাই। স্থানে স্থানে মুদ্রণকর-প্রমাদ ও ছাপার ছোটখাট ক্রটি বাদ দিলে বইখানি জমাদর লাত করিবে বলিয়াই আমাদের বিশ্বাস। -