পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনযাপনের নূতন সরকারী উপায় বর্তমান সময়ে ভারতবর্ষ শাসনের পলিসি বা নীতি এরূপ চমৎকার আকার ধারণ করিয়াছে, যে, অনেক সচ্চরিত্র ও স্বশিক্ষিত ব্যক্তিকে জেলে যাওয়া ব্যতীত জীবনধারণের অন্ত কোন উপায় বেশী দিনের জন্ত অবলম্বন করিতে হইতেছে না ; তাহাদিগকে পুনঃপুনঃ জেলে যাইতে হইতেছে । বিঠলভাই পটেলের কারামুক্তি ভারতীয় ব্যবস্থাপক সভার ভূতপূৰ্ব্ব সভাপতি শ্রযুক্ত বিঠলভাই পটেলের স্বাস্থ্য জেলে অত্যন্ত খারাপ হওয়ায় গবন্মের্ণ র্তাহাকে তাহার মিয়াদ উত্তীর্ণ হইবার পূর্বেই খালাস দিয়া স্ববুদ্ধির কাজ করিয়াছেন । তিনি গুজরাটের মাকুম । অথচ তাহাকে প্রথমে কয়েদ করিয়া রাখা হয় পঞ্জাবের অম্বালা জেলে । সেখানে পীড়িত অবস্থায় তাহার যথোচিত চিকিৎস ও পথ্যের ব্যবস্থা হয় নাই । তখন তাহাকে মন্দ্রিাজ প্রেসিডেন্সীর কোইম্বার্টুর জেলে বদলী করা হয় – গুজরাটের কোন জেলে নহে ! সেখানেও তাহার স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় এবং যথোচিত চিকিৎসার বন্দোবস্ত হইষার সম্ভাষন না থাকায় সরকার বহিদুর র্তাহাকে ছাড়িয়া দিয়াছেন । ভারতবর্ষের মঙ্গলাকাজী প্রত্যেক ব্যক্তির প্রার্থনা, তিনি শীঘ্র স্বস্থ হইয়া লোকহিতব্ৰত পালনে আবার প্রবৃত্ত হউন । সর্দার পটেল বন্দী শ্ৰীযুক্ত বিঠলভাই পটেল যেমন কারামুক্ত হইয়াছেন, তেমনি আবার তাহার ভ্রাতা সর্দার পটেল নামে পরিচিত শ্ৰীযুক্ত বল্লভভাই পটেল কারারুদ্ধ হইয়াছেন। ইনি যখন কারামুক্ত হইবেন, তখন বা তাহার পূৰ্ব্বে হয়ত তাহার ভ্রাতা বিঠলভাই আবার বন্দী হইবেন ! “সাহিত্য বিচারে রবীন্দ্রনাথ” সাহিত্য ও চিন্তার অন্যাস্য বিভাগের ন্যায় সাহিত্যসমালোচনা ক্ষেত্রেও রবীন্দ্রনাথ অসামান্য প্রতিভার পরিচয় দিয়াছেন । আজকাল বাংলা কোন মাসিক কাগজেই ভাল করিয়া সাহিত্য সমালোচনা হয় না । তাহা কিরূপ হওয়া উচিত, রবীন্দ্রনাথের কোন কোন লেখা পড়িলে তাহা বুঝা যায়। ইহা আরও ভাল করিয়া বুঝা যাইবে, যদি প্রেসিডেন্সী কলেজের রবীন্দ্রপরিষদ “সাহিত্য বিচারে রবীন্দ্রনাথ” বিষয়ে ভাল প্রবন্ধ পান । রবীন্দ্র-পরিষদ সৰ্ব্বোৎকৃষ্ট দুটি প্রবন্ধের জন্য যথাক্রমে সুবর্ণ পদক এবং রবীন্দ্রনাথের কতকগুলি বহি পুরস্কার দিবেন। “যে-কোন কলেঞ্জের ছাত্র ও রিসার্চ ষ্টুডেণ্ট এই প্রতিযোগিতায় যোগদান করিতে পারেন ।” প্রবন্ধ পাঠাইবার শেষ দিন ২৯শে মাঘ ; পাঠাইবার ঠিকানা—অধ্যাপক স্বরেন্দ্রনাথ দাশগুপ্ত, ১০৪ বকুলবাগান রোড, ভবানীপুর, কলিকাতা, কিংবা রবীন্দ্রপরিষদের সম্পাদক, ষ্টুডেন্টস্ কমন-রুম, প্রেসিডেন্সী কলেজ, কলিকাতা । জাৰ্ম্মেনীতে চিত্রাঙ্গদার অভিনয় জাৰ্ম্মেনীর মুনিক বিশ্ববিদ্যালয়ের বাঙালী ছাত্রের দরিদ্র জামান ছাত্রদের সাহায্যার্থ স্বতঃপ্রবৃত্ত হইয়া রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার অভিনয় করিয়াছিলেন। অভিনয়