পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—সেন্সসের বিরুদ্ধাচরণ A ©ᏬᎽ আরম্ভ হয়। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি শাস্ত্রের মিণ্টে অধ্যাপক ডক্টর প্রমথনাথ বন্দোপাধ্যায় সভাপতি নিৰ্ব্বাচিত হন । র্তাহার সুচিন্তিত অভিভাষণের অন্য অনেক কথার মধ্যে তিনি বলেন, যে, ভারত গবন্মেণ্টের সামরিক বিভাগের ব্যয় দশ বৎসরের মধ্যে কুড়ি কোটি টাকা কমাইয় ফেলা উচিত । তিনি আরও প্রস্তাব করেন, যে, জীবনধারণের জন্য আবশ্যক দেশের সব জিনিষেরষ্ট দাম যখন কমিয়া গিয়াছে তখন সিবিল সাবিসের কৰ্ম্মচারীদের বেতনের হার এখন কমাইয়া দেওয়া উচিত। যদি রাজনৈতিক কারণে এখন ইউরোপীয় কৰ্ম্মচারীদের বেতন কমান সম্ভবপর না হয়, তাহা হইলে তিনি বলেন কেবল ভারতীয় কৰ্ম্মচারীদেরই বেতন কমান হউক । কমান উচিত, আমাদেরও তাহ৷ মত বটে । বেতন কিন্তু তিনি বেতন কমাইবার যে কারণ দেখাইয়াছেন, সে-সম্বন্ধে কিছু বক্তব্য আছে । জিনিষপত্রের দর কমিয়াছে বলিয়। যদি বেতন কমাইতে হয়, তাহা হইলে সেই কম দর দীর্ঘকালস্থায়ী হইবে কি না, বিবেচনা করিতে হইবে । ইউরোপীয় সিবিলিয়ানদের বেতন না কমাইয়া কেবল দেশী সিবিলিয়ানদের বেতন কমাইলে, তাহাতেও আপত্তির কারণ ঘটিবে । স্বেচ্ছায় কেহ অল্প বেতন লইলে বা বিনা বেতনে কাজ করিলে তাহাতে র্তাহার সম্মান বাড়ে। নতুবা সচরাচর লোকে কম বেতনের লোককে কম যোগ্য মনে করিয়া থাকে। দেশী কৰ্ম্মচারীরা কম বেতন পান বলিয়া তাহাদের যোগ্যতা কম, এরূপ ধারণ জন্মিতে দেওয়া ঠিক নয় । ইহাও মনে রাখিতে হইবে, যে, দেশী সিবিলিয়ানদের খরচ ইংরেজদের চেয়ে কম নয় । কাহারও কাহারও বেশীও হয় । কারণ, একদিকে উ:হাদিগকে বিলাতী ধাঁচে থাকিতে হয়, অন্ত দিকে ভারতীয় প্রথা অচুসারে আত্মীয়স্বজনকেও টাক দিতে হয় । ইংরেজ ও ভারতীয় উচ্চপদস্থ কৰ্ম্মচারীদের বেতন কমাইবার প্রধান কারণ এই, যে, এই পরাধীন দরিদ্র দেশের ঐ সকল কৰ্ম্মচারী আমেরিকার মত ধনী স্বাধীন দেশের তদ্রুপ পদস্থ লোকদের চেয়ে বেশী বেতন পান । এদেশের গবন্মেণ্টের মোট রাজস্ব আমেরিকার তুলনায় অনেক কম এবং এদেশে জীবনধারণের বয় আমেরিকার জীবনধারণের ব্যয় অপেক্ষাও অনেক কম ; সুতরাং উচ্চ কৰ্ম্মচারীদের বেতনও কম হওয়া উচিত। জাপানের লোকদের মাথা-পিছু গড় আয় ভারতীদের চেয়ে বেশী, জাপানের মোট রাজস্বও ভারতের রাজস্বের চেয়ে বেশী ; অথচ জাপানের প্রধান মন্ত্রীর মত রাজপুরুষেরও বেতন ভারতবর্ষের প্রথম শ্রেণীর জেলা ম্যাজিষ্ট্রেটের চেয়ে কম। প্রকৃত কথা এই যে, ভারতবর্ষে উচ্চ পদগুলির বেতন ইংরেজদের খাই অনুসারে এবং তাহাদিগকে ঘুব লওয়া হইতে বিরত রাখিবার জন্য নিৰ্দ্ধারিত হইয়াছিল । ভারতবর্ষ - স্বরাজ পাইলে বেতনের হার কখনই এত বেশী রাখিবে না, রাখিতে পরিবে না । প্রমথ বাবু যে বলিয়াছেন, যে, এ সময়ে নূতন ট্যাক্স ধাৰ্য্য করিলে লোকের মনে অসন্তোষ বাড়িবে এবং ভারতবর্ষে নূতন শাসনপ্রণালী প্রবৰ্ত্তিত হইলে তদনুসারে কাজ চালান বিঘ্নসঙ্কুল হইবে, তাহ সত্য কথ। । সেন্সসের বিরুদ্ধাচরণ শীঘ্রই ভারতবর্ষের লোকসংখ্যা গণনা করা হুইবে । দশ দশ বৎসর অন্তর ইহা হইয়া থাকে। কংগ্রেস আইন অমান্য করিতে এবং সরকারী আদেশ লঙ্ঘন করিতে বলিয়াছেন, অতএব সরকারী সেন্সসের বিরোধিতা করা উচিত, এই ধারণার বশবৰ্ত্তী হইয়৷ কোথাও কোথাও লোকসংখ্যা গণনার বন্দোবস্তে কংগ্রেসওয়ালার বাধা দিতেছেন । নিখিল-ভারতীয় কংগ্রেস কিংব। ভাহার কোন নিখিল-ভারতীয় কমিটি সেন্সসে বাধা দিতে বলিয়াছেন বলিয়া আমরা অবগত নহি । কংগ্রেসের এরূপ কোন সিদ্ধান্ত থাকিলেও আমরা এবিবয়ে বাধাপ্রদাননীতির বিরোধী। সত্য বটে, লোকসংখ্যা গণনায় ভূল থাকে, এবং সেন্সসের অপব্যবহারও গবন্মেণ্ট করিয়; 4:5:৪:২• । ভারতবর্ষে, বাস্তবিক যত ভাষা আছে, যত জাতি ও জাত (caste ) আছে, যত “অস্পৃশ্ব” ও “অনাচরণীয়’ লোক আছে, তাহদের সংখ্যা এমন ভাবে সেন্সসে লেখা হইয়া আসিয়াছে, যাহার দ্বারা ভারতবর্ষের જૂ o, §