পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] এক জন চৈনিক চিত্রকর এসেছিলেন– তার চিত্রপ্রদর্শনী খুব ভাল লেগেছে । “যুযুৎস্থ দেখাতে যারা গিয়েছিল, তাদের যুযুৎস্থ সকলেরই খুবই ভাল লেগেছিল ।” তাহার। লাহোরে মহিলা কনফারেন্সে যুযুৎস্থ দেখাইতে নিম স্ত্রত হইয়াছে । মুসিম শিক্ষা কনফারেন্স মুক্সিম শিক্ষা কনফারেন্সের অধিবেশন বারাণসীতে হইয়াছিল । স্যার সৈয়দ আহমদের পৌত্র হায়দরাবাদ রাজ্যের শিক্ষাকৰ্ম্মাধ্যক্ষ ডক্টর রস মাসুদ সভাপতি নিৰ্ব্বাচিত হইয়াছিলেন । বক্তৃত। প্রসঙ্গে তিনি বলেন, “আপনি বা আমি ইহা পছন্দ করি বা না-করি, পূদ প্রথা প্রচলিত থাকার বিরুদ্ধে আৰ্থিক ও অন্যান্য যে সব শক্তি কায্য করিতেছে তাহা এত প্রবল যে, বিনা আশঙ্কায় এই ভবিষ্যদ্বাণী উচ্চারণ করা যায়, যে, ভারতবর্ষে অবরোধ-প্রথার মৃত্যু নিশ্চিত ।” তিনি নিম্নলিখিত মন্মের কথা বলিয়া বস্তৃত। শেষ করেন :– এবার “ভারতবর্ষ যদি কেবল একটি ভাষা ও একটি কালচার বা কুষ্টির দেশ হইত তাহা হইলে আমাদের দেশের বহু সমস্যার সমাধান অপেক্ষাকৃত সহজ হইত। কিন্তু তাহ যখন নয় এবং যখন আমরা মুসলমানেরা বিশ্বাস করি, যে, অতীতের মত ভবিষ্যতেও আমাদের কৃষ্টি আমাদের মাতৃভূমি ভারতবর্ষের মহতী সেবা করিতে পরিবে, তখন আমাদের দেখা উচিত, যে, আমরা যে বৈচিত্র্যসম্পদ দ্বারা পরিবেষ্টিত তাহ আমাদের সম্প্রদায়ের জীবনকে মহা বিশৃঙ্খল অবস্থায় পরিণত না করে । “জীবনের মুসলমান আদর্শসমূহের সংরক্ষণের মানে এ নয়, যে, যাহাদের আদর্শ অন্ত প্রকার, আমাদিগকে তাহাদের সহিত সৰ্ব্বদা যুদ্ধ করিতে হইবে। আমি সৰ্ব্বদাই বিশ্বাস করিয়া আসিয়াছি এবং আজ যত দৃঢ়তার সহিত বিশ্বাস করি তার চেয়ে বেশী কখনও করিতাম ন, যে, বিদ্বেষের ভিত্তির উপর স্থায়ী কিছু গড়িয়া তোলা যায় না। অধিকন্তু যে সম্প্রদায়ের নিজের উপর বিবিধ প্রসঙ্গ—শ্ৰীমতী কমলা নেহর ¢ፃ¢ ۔۔۔م.v-م. تم م۔م۔م۔۔-- বিশ্বাস আছে ও যাহা নিজেদের কৃষ্টিকে খাটি মনে করে, তাহা তাহার প্রতিবেশীদের সহিত সৰ্ব্বদা ঝগড় করিবার অভ্যাস অবলম্বন করে না । “আমাদের ভারতীয় মুসলমানদের ইহা প্রকাশ ভাবে স্বীকার করা উচিত, যে, আমরা হিন্দু সভ্যতার নিকট হইতে তত পাইয়াছি যত আমরা তাহাকে দিয়াছি। যিনি যাহাই বলুন, চিন্তা-জগতেই হউক বা ললিতকলা ও শিল্পের জগতেই হউক, আমাদের জীবনের হিন্দু উপাদানই আমাদিগকে পৃথিবীর অন্যান্য দেশবাসী মুসলমানদিগ হইতে পৃথক্ করিয়াছে।” - -. শ্ৰীমতী কমলা নেহরূ বস্তুত: কয়েকটি পরিবারের কোন-না-কোন ব্যক্তি শ্ৰীমতী কমলা নেহর জেলে না থাকিলে যেন সরকারী জেল বিভাগ অচল হয়, এইরূপ অবস্থা দাড়াইয়াছে ! মহাত্মা গান্ধী জেলের গৌরব বৰ্দ্ধন করিতেছেন। এখন