পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tఫిషి প্রবাসী—ফাল্গুন, లరిగి [ ७०* उां★, २ग्न थ७ কিছুতেই বন্ধ করতে চায় না কিন্তু শাস্তি চাই বলে সকলে মিলে স্থাক পাড়ে। এই জন্তেই সকল সাম্রাজিক দেশেই অস্ত্রশস্ত্রের র্কাটাবনের চাষ অম্লের চাষকে ছাপিয়ে বেড়ে চলেছে। এর মধ্যে আবার কিছুকাল ধরে রাশিয়ায় অতিভীষণ দুভিক্ষ ঘটেছিল—কতলোক মরেচে তার ঠিক নেই। তার ধাক্কা কাটিয়ে সবে মাত্র আট বছর, এর নূতন যুগকে গড়ে তোলবার কাজে লাগতে পেরেছে, বাইরের উপকরণের অভাব সত্ত্বেও । কাজ সামান্ত নয়—য়ুরোপ এশিয়া জুড়ে প্রকাণ্ড এদের রাষ্ট্ৰক্ষেত্র ৷ ‘ প্রজামণ্ডলীর মধ্যে যত বিভিন্ন জাতের মাহুষ আছে, ভারতবর্ষেও এত নেই। তাদের ভূপ্রকৃতি মানবপ্রকৃতির পার্থক্য অনেক বেশি । বস্তুত এদের সমস্ত। বহুবিচিত্র জাতি-সমাকীর্ণ, বহুবিচিত্র অবস্থা সস্কুল বিশ্বপৃথিবীর সমস্তারই সংক্ষিপ্ত রূপ। তোমাকে পূৰ্ব্বেই বলেচি, বাহির থেকে মস্কে শহরে যখন চোখ পড়ল দেখলুম যুরোপের অন্ত সমস্ত ধনী শহরের তুলনায় অত্যস্ত মলিন । রাস্তায় যারা চলেচে তারা একজনও সৌখীন নয়, সমস্ত শহর আটপৌরে কাপড়-পরা । আটপৌরে কাপড়ে শ্রেণীভেদ থাকে না, শ্রেণীভেদ পোষাকী কাপড়ে। এখানে সাজে পরিচ্ছদে সবাই এক। সবট। মিলেই শ্রমিকদের পড়া— যেখানে দৃষ্টি পড়ে সেখানেই ওরা। এখানে শ্রমিকদের কৃষাণদের কি রকম বদল হয়েচে তা দেখবার জন্তে লাইব্রেরীতে গিয়ে বই খুলতে অথবা গায়ে কিম্বা বসতিতে গিয়ে নোট নিতে হয় না। যাদের আমরা “ভদর লোক’ বলে থাকি তারা কোথায় সেইটেই জিজ্ঞাস্য । এখানকার জনসাধারণ ভদ্রলোকের আওতায় একটুও ছায়া-ঢাকা পড়ে নেই, যার যুগে যুগে নেপথ্যে ছিল তারা আজ সম্পূর্ণ প্রকাশ্বে। এরা যে প্রথম ভাগ শশুশিক্ষা পড়ে কেবলমাত্র ছাপার অক্ষরে হাংড়ে বেড়াতে শিখেছে এ ভুল ভাঙতে একটুও দেরি হ’ল না। এরা মানুষ হয়ে উঠেছে এই কটা বছরেই। নিজের দেশের চাষীদের মজুরদের মনে পড়ল । মনে হ’ল আরব্য উপন্যাসের যাদুকরের কীৰ্ত্তি । বছর দশেক আগেই এর ঠিক আমাদেরই দেশের জনমজুরদের মতই নিরক্ষর নিঃসহায় নিরশ্ন ছিল, তাদেরই মত অন্ধসংস্কার এবং মূঢ় ধাৰ্ম্মিকতা। দুঃখে বিপদে এর দেবতার দ্বারে মাথা খুড়েচে, পরলোকের ভয়ে পাণ্ডাপুরুংদের হাতে এদের বুদ্ধি ছিল বাধা আর ইহলোকের ভয়ে রাজপুরুষ মহাজন ও জমিদারের হাতে, যার এদের জুতো পেট করত তাদের সেই জুতো সাফ করা: এদের কাজ ছিল । হাজার বছর থেকে এদের প্রথাপদ্ধতির বদল হয়নি, যান বাহন চরক ঘানি সমস্ত । প্রপিতামহের আমলের, হালের হাতিয়ারে হাত লাগাতে বললে বেঁকে বস্ত । আমাদের দেশের ত্রিশকোটির পিঠের উপরে যেমন চেপে বসেছে ভূত কালের, চেপে ধরেচে তাদের দুই চোথ—এদেরও ঠিক তেমনিই ছিল । কটা বছরের মধ্যে এই মূঢ়তার অক্ষমতার পাহাড় নড়িয়ে দিলে যে কি করে সে কথা এই হতভাগা ভারতবাসীকে যেমন একান্ত বিস্মিত করেচে এমন আর কাকে করবে বল ? অথচ যে-সময়ের মধ্যে এই পরিবর্তন চলছিল সে সময়ে এ দেশে আমাদের দেশের বহু-প্রশংসিত law and order क्लिश নী । তোমাকে পূর্বেই বলেছি এদের জনসাধারণের শিক্ষার চেহারা দেখবার জন্যে আমাকে দূরে যেতে হয়নি কিম্বা স্কুলের ইনস্পেক্টরের মত এদের বানান তদন্ত করবণর সময় দেখতে হয়নি “কান’-এ "সোনা’য় এরা মূৰ্দ্ধণ্য ণ লাগায় কি না। একদিন সন্ধ্যাবেল মস্কেী শহরে একট। বাড়িতে গিয়েছিলুম, সেটা চাষীদের বাসা, গ্রাম থেকে কোনো উপলক্ষ্যে মথন তারা শহরে অাসে তখন সস্তায় ঐ বাড়িতে কিছুদিনের মত থাকতে পায়। তাদের সঙ্গে আমার কথাবাৰ্ত্ত হয়েছিল । সে রকম কথাবাৰ্ত্তা যথন আমাদের দেশের চাষীদের সঙ্গে হবে সেইদিন সাইমন কমিশনের জবাব দিতে পারব। আর কিছু নয় এটা স্পষ্ট দেখতে পেয়েচি সবই হতে পাৱতু few gyfa–al cztę winni costaf law and order. আমাদের ওখানে সাম্প্রদায়িক লড়াই ঘটে বলে একটা অখ্যাতি বিশেষ ঝোক দিয়ে রটনা হয়ে থাকে -এখানেও ছিদি সম্প্রদায়ের সঙ্গে খৃষ্টান সম্প্রদায়ের লড়াই আমাদের