পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] , হাসি পড়ে গেল,—“তার পর ?’ —“হিতবাক্য সকলকেই শোনালুম। শেষ বললুম, এখানে তৃগু যখন রয়েছেন আপনাদের তো খুব কুবিধে । একবার দেখিয়ে পাওনাটা whole life ( ওপারে ) Endowment ( "to ) of Paid up policy ( of:থালাসী ) যা ভাল বোঝেন তাই ক’রে নিয়ে নিশ্চিস্ত হ’ন। ভূগুদর্শনী আমাদের কোম্পানীই দেবে। দেখচি কোনো ঘুঘু ভৃগুতেও ঘেড়ায় না ! করবে কি, অনেকেই যে ছত্রপতি—ছত্রই ভরসা । যাকৃ—বসে থাকলে ’তে চলবে না-যাই মাথ মুড়েবার জায়গাট কাছেই, কাল একবার প্রয়াগটা ঘুরে আসি।” নেপেন বললে, “এখন চলে!—গঙ্গাস্নান ক’রে নিজের মাথাটা তো ঠাণ্ড করে ।” ব্রাহ্মণ-কন্য। হুগন্ধি তৈলের একটা বোতল ঠক্‌ ক’রে সামনে রেখে চলে যাচ্ছিলেন,–নিবারণ বললে, “এ কোথা থেকে এলো—কার ?” প্রিন্স বললেন, “কার আবার কি ;–এসে যখন গেছে ও আমাদেরই । চলে...’’ ‘বলুন তো আপনি?—ব’লে, তিনি আর দাড়ালেন না, হাসিমাখা চোখে চলে গেলেন। সকলেক্ট নিবারণের দিকে চাইলে । নিবারণ বললে, “এর পয়সা সাজার-তবিলে নেই ;– ত! ব’লে দিচ্চি ’ "ত কি জানি না, ও তুমিই দেবে।” “লা—ঠাট্ট নয় নেপেন ।” তেল মেখে তেলের স্বখ্যাতি করতে করতে সকলে বেরিয়ে পড়লো । রান্নাঘরের দোয়ে এক জোড়া চাপলি-চটি রয়েছে দেখে নেপেন বললে, “এ কার চটি ? যারই হোক, আমি পরে চললুম।” “যান না-ও আপনাদেরই । দয়া ক’রে ফেলে না এলেই হ’ল ’ বামাস্বর রন্ধনশালা থেকেই এলো । নেপেন সবিস্ময়ে—“ওঃ, আমি মনে করেছিলুম......" "$श्न७ ठँ भग्न शश्न नः।। 1 ।ङ्श श्य न !” বিচিত্র ৬০১ JSAASAASAASSAAAASS SAA AA ASASASA AAAAASAAAAMMAeSAASAASAASAASAAAS ---- “ন, আমার যে আবার হারানো রোগও অাছে।” “যতই থাক, আমাদের চেয়ে বেশী নয়, আপনি প’রে যান ।” নিবারণ বোধ হয় কিছু ভুলে গিয়েছিল। ঢুকেই বললে, “কি হে এখনও দেরি করছে। কেন ? এ কি, এ চটি যে-..” “ষ্ঠ্যা তোমারই, তা একবার পরল্মই বা ” নিবারণ আর কথা বাড়ালে না, বা বাড়াতে সাহস পেলে না । “বেশ, এখন যাচ্ছ কি,-ন আমিই এগুই ?” “তবে আর ফিরলে কেন,—চলে| ” 緊 家 - 豪 স্বানান্তে নেপেন রান্নাঘরের সামনে চটি খুলতে খুলতে বললে, “হারাইনি—এই রইলো ।” ঠাকরুণ দ্বারের কাছে উঠে এসে হাসতে হাসতে বললেন, “এই যে ঠিক আছে। আমি তো বলেছিলুম আপনার হারান না,—বদলান--” তার পর সোরগোল আর ইলিস মাছের ঝোল অস্বল এক সঙ্গেই চললে । চিনিপাত৷ দধিটা নিবারণ স্বয়ংই বিতরণ করলে । ব্রাহ্মণ-কন্যার যত্ন আত্তিতে সকলেই দেড় চালান দিয়ে বসলো । প্রশংসার প্রস্রবণ বয়ে গেল । এতক্ষণে মাথা তুলে ব্রজেশ্বর স্নেহম্বরে বললে, “কই তুমি বসলে না, নিবারণ ?” নেপেনের মন ঘোলাচ্ছিল, সে বললে, “সে কি, ম্যানেজার বসবে কি ? তোমাদের কৰ্ত্তবাজ্ঞান তো খুব । এইবার যাও ভাই আর দেরি করো না-রান্না ঘরে ব’স গিয়ে । ঠাকরুণ .. ” স্বহস্ত-প্রস্তুত একথালা পান আর বাদলরামের বাস্তুজরদা পেস ক’রে দিয়ে ঠাকরুণ চলে গেলেন । ব্ল্যাক-প্রিন্স বললেন, “এই দরদী জাতটা না থাকলে জগতটা একদিনেই আলুনী মেরে যেত। ভোজনটা কেবল পশুর মত চৰ্ব্বণেই শেষ হ’ত । এই ষে স্নেহযত্ব, ওটার মধ্যে কোনদিন এতটুকু খাদ পাবে না । হোটেলের ‘খান’ দাড়ি বয়ে আসে-এ আসে নাড়ি বয়ে। নাও, এখন সৰ একটু গড়াও—আর বসবায় বল নেই।” --