পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা } পুরাণে কাল ৬১৩ শ্রাবণ শঙ্ক সপ্তমীতে দক্ষিণায়ন হইত। বৌধায়ন চিহ্ন দ্বারা খ্ৰীষ্ট-পূর্ব, এবং ধন- (+) চিহ্ন দ্বারা খ্ৰীষ্ট-পর শ্ৰেীতসূত্রে ও অন্তান্ত শ্রেীতসূত্রেও এই পাজি । এই তিন পুরাণেও বেদাঙ্গ জ্যোতিষের পাজি ধরা হইয়াছে। পরমদিব ১৮ মুহূত বলাও হইয়াছে। মহাভারতের দুই তিন স্থানে কাল-গণনা আছে। সে গণনাও এই পাজি মতে করা হইয়াছে। অতএব মহাভারত ও এই তিন পুরাণ কিম্বা তিন পুরাণের আদি,. “বেদাঙ্গ-জ্যোতিষে’র পরে প্রণীত হইয়াছিল । পরে তাহ অন্য প্রমাণে বাহির করিতে হইবে । বৈদিক কালের ইতিহাস অন্ধকার গ হায় নিহিত। কিন্তু, তাহার স্থানে স্থানে দুই চারিটি দীপ পাওয়া গিয়াছে । তন্মধ্যে “বেদাঙ্গ-জ্যোতিষ’ নিকটতম দীপ । এই হেতু ইহার কাল-নির্ণয়ে অনেকে যত্নবান হইয়াছেন। এককালে অশ্লেষাদ্ধে রবির দক্ষিণায়ন হইত, এ কথা গগ, বরাহমিহির প্রভৃতি লিখিয়া গিয়াছেন । দুঃখের বিষয়, কত বৎসর পূর্বে হইত, তাহা লিখিয়া যান নাই। বরাহমিহির লিথিয়াছেন, "সম্প্রতি পুনর্বস্ব নক্ষত্রে হইতেছে।” প্রত্যেক নক্ষত্র চারি পাদে বিভক্ত। পুনর্বস্বর কোন পাদে, বরাহ বলেন নাই। মনে করা হয়, তৃতীয় পাদে । কিন্ত পুনর্বমুর অৰ্দ্ধাংশে অর্থাৎ দ্বিতীয় পাদে হইতে পারে। একখানা পাজি দেখিলে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা প্রভৃতি নক্ষত্র বিভাগের নাম পাওয়া যাইবে । ১-এ অশ্বিনী শেষ, ২-এ ভরণী শেষ, ৩-এ কৃত্তিকা শেষ, ইত্যাদি । অশ্লেষা ১-এ শেষ । অতএব অশ্লেষাৰ্দ্ধ, অঙ্কে ৮ ; পুনর্বস্থর তৃতীয় পাদ, অঙ্কে ৬৭০ । অতএব বরাহের সময়ে অয়ন ৮• নক্ষত্র হইতে ৬৮ - নক্ষত্রে, ১ws নক্ষত্র পশ্চিমে সরিয়া আসিয়াছিল। সেকালে অয়নবেগ বতমান অপেক্ষ কিছু মৃদু ছিল, হারাহারি বৎসরে ৫০ বিকল ধরা যাইতে পারে। তদনুসারে ১° অংশ পিছাইতে ৭২ বৎসর, এক নক্ষত্র বিভাগ ( ১৩২০-) পিছাইতে ৯৬০ বৎসর এবং এক পাদ ( ৩-২•*) পিছাইতে ২৪০ বৎসর লাগিত । ১৭০ নক্ষত্র পিছাইতে ১৬৮০ বৎসর লাগিয়াছিল। অকুমান করা হয়, বরাহ ৪৯৯ খ্ৰীষ্টাব্দের কথা লিথিয়াছেন, অতএব—১৬৮• +৪৯৯ - -১১৮১ আবে “বেদাঙ্গ-জ্যোতিষ রচিত হইয়াছিল । ( ঋণ- (-) 8 - קז* কত অন্ধ বুঝিতে হইবে ) । বোম্বাইর শ্ৰীযুত কেতকর এই গণনায় আপত্তি তুলিয়া নানাযুক্তিদ্বারা দেখাইয়াছেন, ধনিষ্ঠ নামে ধনিষ্ঠ নক্ষত্রবিভাগ’ না বুঝিয়। ধনিষ্ঠ। তারা’ বুঝিতে হইবে! ( ১৩৩১ সালের আশ্বিন মাসের “ভারতবর্ষ” ) । ধনিষ্ঠ “তারা’ ধরিয়া সূক্ষ্ম গণিত করিলে -১৪৩৫ অব্দ পাই । অন্য এক কারণে -১৪৪ • অন্ধ মনে হয় । এই দুই গণনায় ২৫৯ বৎসরের প্রভেদ হইতেছে। ইহার কারণ এই ষে, বরাহের নক্ষত্র-চক্রের আদি অজ্ঞাত। তিনি অশ্লেষার অৰ্দ্ধ বলিয়া পুনর্বস্থরও অৰ্দ্ধ মনে করিয়া থাকিতে পারেন । অর্থাৎ তাহার ‘সাম্প্রত’ যে কবে, তাহা জানা নাই। র্তাহার পূর্বে+২৯৯ অধ মনে করিবার হেতু আছে । অর্থাৎ + e • • অন্ধ না ধরিয়া + ৩০০ অব্দ ধরিতে বাধা নাই । এই অবদ ধরিলে বেদাঙ্গ-জ্যোতিষ - ১৩৮১ অব্দে হয় । বেদাঙ্গ-জোতিষের কাল যে -১১৮১ অব্দের পূর্বে, তাহার অন্য প্রমাণ আছে। কুরুক্ষেত্র যুদ্ধ এই পাজির পরে : হইয়াছিল। এই যুদ্ধ -১২৬১ অব্দে হইয়াছিল । অতএব বেদাঙ্গ-পাজি ইহার পূর্বে প্রণীত বলিতে হইবে। একট। সেজি প্রমাণও অাছে । এখন আর্দ্রা নক্ষত্রের প্রায় জারম্ভে রবির দক্ষিণায়ন হইতেছে । যেদিন রবি আৰ্দ্ৰা প্রবেশ করে, সেদিন অম্বুবাচী । ৫-এ আর্দ্র আরম্ভ। অতএব বেদাঙ্গ-জ্যোতিষের কাল হইতে এখন অয়ন ৮॥e-e ~৩॥• নক্ষত্র পিছাইয়। আসিয়াছে । ৩০ নক্ষত্র পিছাইতে ৩৩৬০ বৎসর গিয়াছে। ইহা হইতে বতর্মান ইং ১৯৩৯ সাল বাদ দিলে -৩৩৬• + ১৯৩e = -১৪৩e অব্দ পাই। অতএব বেদাঙ্গ জ্যোতিষ প্রণয়ন কাল যে -১৪৪• অন্ধ, তাহাতে সন্দেহ নাই । (খ ) কৃত্তিকায় বিষুব পুরাণে পুরাবৃত্ত আছে। ষে সময়ে ষে পুরাণ প্রণীত, তাহার বহু পূর্বকালের কথা জাছে। কল্প, মন্থ, যুগম্বারা পে কাল ব্যক্ত করা হুইয়াছে। এ বিষয় পরে দেখা যাইবে । এখন অন্য স্পষ্ট নির্দেশ দেখি ।