পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুকি সংস্কার সমস্য শ্ৰীলাল তুদাই রায় যুগযুগাস্তের মোহনিদ্র। আজ বুঝি ভাঙিল। জাগরণের ললিত রাগিণী আঞ্জ সারা ভারতময় ধ্বনিত হইতেছে । মানবসভ্যতার আদি জনক ভারত সত্যই জাগিল কি ? বিশ্বনিয়ন্তার নির্দেশ,—উন্নতির পর অবনতির পর উন্নতি । সবল দুৰ্বল, উন্নত অবনত, কাহারগু ক্ষমতা নাই এ নিয়তির গতিরোধ করে । ইতিহাস তাহার সাক্ষ্য দিতেছে । যদি সময় আসিয়া থাকে তবে ভারত জাগিবেই। তার এ গতি কোনো শক্তিই রোধ করিতে পরিবে না। ভারতের বিরাট দেঙ্গে সত্যই প্রাণের চেন্না জাগিয়াছে। তাই বুঝি দুৰ্গম পাৰ্ব্বত্য দেশেও জাগরণের একটু সাড়া আজ পাঞ্চয়! যাইতেছে। গতানুগতিক জীবনযাত্রায় কুকিরা আজ সন্তুষ্ট থাকিতে পারিতেছে ন! । হইবার, উন্নতি করিবার একটা আকাজক্ষ, আজ প্রায় সৰ্ব্বত্রই দথা যাইতেছে। উন্নতির পথে ছোট বড় ভারতের সকল জাতিই চলিবে, আর কুকি জাতি বসিয়া থাকিবে, তাহ হইতে পারে না। তাহারা বসিয়া থাকিতে পারে না । চলিবে, তাহদের চলিতেই হইবে । হয়ত অন্যান্য জাতির বহু পশ্চাতে তাহারা চলিবে । যাত্রাকে নিয়মিত, সংযত, শুদ্ধ করিতে কেহ যদি না আসে, তবুও তাহার। চলিবে । পথে, অপথে, কুপথে তাহার। চলিবে । হয়ত নিজে কষ্ট পাইবে, পরকেও বহুদিন কষ্ট দিবে। কুকি সমাজও বিরাট হিন্দুসমাজের একটি ক্ষুদ্র, উপেক্ষিত অঙ্গ নয় কি ? শরীরের যে নগণ্য অংশটি আজ কাহারও চোখে পড়িতেছে না, বিষাক্ত হইলে তাহাই হয়ত মহা অমিষ্টের কারণ হইয় দাড়াইতে পারে। কুকির পূৰ্ব্বে যে-ভাবে ছিল, সে-ভাবে থাকিলেও দেশের शिक श्हे८ङ उऊ ऋडिकब्र झईङ माँ 1 किढ़ क्रिानै - في منصــ قرارا অবনতি, ভাল やEi葛iび研。 ধৰ্ম্ম, হাবভাব, আচার-ব্যবহার, পোষাক-পরিচ্ছদ গ্রহণ করাতে দেশের পক্ষে একটু ক্ষতিকর হইয়া দাড়াইতেছে সন্দেহ নাই । ভারতের সর্ববিধ উন্নতির পরিপন্থী হিন্দু মুসলমান সমস্যার মত আর একটি খ্ৰীষ্টান সমস্ত ধীরে ধীরে মাথা তুলিতেছে । এ দেশের নিম্নশ্রেণীর হিন্দু বা ঘেদিন ইসলাম ধৰ্ম্মে দীক্ষিত হইয়াছিল, সেদিন দেশের নেতার স্বপ্নেও কি ভাবিতে পারিয়াছিলেন যে, বহুশতাকীর পর ইহাই দেশের কণ্টক-স্বরূপ হইয়া দাড়াইবে । ভারতে পরস্পরবিরোধী বহু ধৰ্ম্ম আছে, কিন্তু কোথায় ? হিন্দু-মুসলমান সমস্যার মত ব্যাপার কখনও ত ভারতের ইতিহাসে দেখা যায় নাই। ইহার কারণ ধৰ্ম্ম নয়। যাহার। মুসলমান হইয়াছিল, তাহার ভারতীয় সভ্যতা হইতে সম্পূর্ণ বিভিন্ন আর একটি ভাব, আর একটি সভ্যতা গ্রহণ করাতেই তাহাদিগকে এত শতাবী পরেও এদেশের সঙ্গে খাপ খাওয়াইতে পারা পাঠকগণ লক্ষ্য করিবেন, ভারতের যেখানেই লোকে খ্ৰীষ্টধৰ্ম্ম গ্রহণ করিতেছে, সেখানেই ধৰ্ম্মের নামে পাশ্চাত্য ভাবষ্ট গ্রহণ করিতেছে বেশী । ইহার বিষময় ফল আজ হউক, আর বহু শতাব্দী পরেই হউক, একদিন ভোগ করিতেই হইবে স্বতরাং শুধু কুকি কেন, দেশের প্রত্যেক অকুন্নত, অবজ্ঞাত জাতিকে আজি টানিয়া লইতে হইবে । আজ যাহাকে আবর্জন মনে করিয়া দূরে নিক্ষেপ করিতেছ, অন্যেরা তাহাই সযত্নে কুড়াইয়া তোমার মারণ অস্ত্র প্রস্তুত করিতেছে ন। কি ? কুকি জাতির প্রকৃত সংস্কার কি ভাবে হইতে পারে, তাহাই আজ আলোচনা করিব । যে-কাৰ্য্যটি গ্রহণ করিড়েছি, আমি জানি, আ ম তাহার সম্পূর্ণ অনধিকারী। জাতির ইতিহাস বা বৰ্ত্তমান অবস্থা বর্ণনা করা বরং যাইতে পারে, কিন্তু মুক্তির উপায় যাইতেছে না।