পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\')SNoy সঙ্গে সঙ্গে বাংলা ভাষা শিক্ষা করিতেছে, ভারতীয় পোষাক, খাদ্য, আদবকায়দায় অভ্যস্ত হইতেছে । বাঙালী ও কুকিবালকেরা একসঙ্গেই বাস করিতেছে। শুধু বালকেরা নয়, বালকদের অভিভাবক, আত্মীয় কুটুম্ব রাও আশ্রমে গেলে বিশেষ আদরধত্ব পাইয়া থাকেন । ইহাতে বাঙালীর প্রতি কুকিদেব কুধারণ দূর হইয়। ক্রমশ: একটা প্রীতি ও শ্রদ্ধার ভাব জাগিতেছে। শ্রদ্ধেয় রামানন্দবাবু *কয়েক বৎসর পূৰ্ব্বে শিলচর রামকৃষ্ণ আশ্রমে পদার্পণ করিয়া, কুকি বালকদের মধ্যে বাংলা শিক্ষা দেওয়া হইতেছে দেখিয়া ভূয়সী প্রশংসা করিয়াছিলেন। ইহার পর তিনি প্রবাসীতে দুইবার এই আশ্রমের প্রশংসা করিয়াছেন। আজকাল চারিদিক হইতে কুকিবালক এই আশ্রমে আসিবার জন্য আবেদন করিতেছে । কিন্তু আশ্রমের অর্থসামথ্য সেরূপ না থাকাতে র্তাহারা বেশী ছাত্র রাখিতে পারেন না । এই -খন্ত্রোবাসের কার্যা-প্রণালীটি বড় সুন্দর। প্রত্যেক বৎসরই কয়েকটি বালক সেখান হইতে শিক্ষালাভ করিয়া সমাজে যাইতেছে, আবার নূতন ছাত্র তাহাদের স্থান অধিকার করিতেছে সৰ্ব্বদ অ্য গ্রমে বাস করাতে কুকি-বালকদের চরিত্র, চালচলন অতি-মার্জিত ও চমৎকার হইয়। উঠিতেছে । আমি নিজেও শিক্ষা সম্বন্ধে এই আশ্রম হইতে বিশেষ সাহায্য প্রাপ্ত হইয়াছি। গত পৌষ মাসের ভারতবর্ষে দেখিলাম খাসিয়া পাহাড়েও এই রামকৃষ্ণ আশ্রমগুলি ভাল কাজ করিতেছে । আমাদের বিপদ আসন্ন, উপায়ও নাই। তাই এই বহুসংখ্যক প্রবাসী—ফাল্গুন, ১৩৩৭ { ৩eশ ভাগ, ২য় খণ্ড রামকৃষ্ণ আশ্রমের উপর একান্ত নির্ভর না করিয়া আমি দেশবাসীর নিকট কৃপা প্রাথী হইয়াছি । এই রামকৃষ্ণ আশ্রম যে ভাবে কার্য্য করিতেছেন, সেই ভাবেই শিক্ষাবিস্তারের জন্য ব্যাপকভাষে চেষ্টা করিতে পারিলে আগু কল্যাণ অাশ করা যায় । আমার পূর্ব দুইট প্রবন্ধ প্রকাশিত হইবার পর হইতে বহুব্যক্তি আমাকে পত্রদ্বার। নানা উপদেশ, উৎসাহ ও পরামর্শ দিয়াছেন । সকলের উত্তরই অতি সংক্ষেপে লিপিবদ্ধ করতে প্রয়াস পাইয়াছি । একটু অপ্রাসঙ্গিক হইলে ৪ এক ট কথা বলা দরকার মনে করিতেছি । কেহ কেহ আমাকে লি থয়াছেন,—আমার লেখার ভাষা না-কি চমৎকার এবং ইহা অামার নিজের লেখা কি-না জিজ্ঞাসা করিয়াছেন । এ সম্বন্ধে আমি কি বলিব ? লেখার পরীক্ষা দিবার জন্য বা কোনো রকম বাহাদুরী করিবার জন্ত আমি প্রবন্ধ লিখিতে চেষ্টা করি নাই । আমার লেখার ভালমন্দ ও ক্ষমতার বিচার না করিয়া পাঠকগণ কুকিদের কথা ভাবিতেছেন দেখিলে আমি বিশেষ আনন্দিত হইব । কুকিদের সম্বন্ধে আমার যাহা বক্তব্য ছিল তাহ। এখানে শেষ করিলাম ! অরণ্যবাসী হইলেও আমি রোদন করিতেছি দেশের মহাপ্রাণ মনীষিগণের নিকট । এই নিরাশ্রয়, কুপথগামী, নাবালক জাভি দেশবাসীর নিকট হইতে তাহদের মুক্তির সন্ধান অচিরেই পাইবে,—এরূপ আশা আমরা করিতে পারি না কি ?