পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ψ8 & প্রবাসী—ফন্তুন, ১৩৩৭ SAASAASAASAAeeAMS eeAMMASAASAASAASAASAAMMAMMAMSAMMMAMMASAAMMMAMMAAMMAMMSMAAASAASAASAASAASAASAASAAAS [ ৩•শ ভাগ, ২য় খণ্ড স্বাধীনতা উৎসবের মিছিল অধিষ্ঠিত হন । রাজা হইয়া ইনি প্রথমত রাজ্য বিস্তৃতির দিকে মনোনিবেশ করেন এবং তৎপর প্রভূত উন্নতিসাধন কবেন । র্তাঙ্গাবষ্ট রাস্ত্র ত্বকালে আফ্রিকার কrঙ্গ। দেশ বেলজিয়মের অধিকারে আসে। "অধিকার’ কথাটি এখানে যথার্থ অর্থ প্রকাশ করিতেছে না, কাবণ এক্ট কঙ্গে দেশ বেলজিয়ম-রাঞ্জের নিজস্ব সম্পত্তি চিল । তিনি উহা নিজ অর্থে ক্রয় করিয়াছিলেন । বেলজিয়মের উন্নতিসাধনের জন্য তিনি তাহ বেলজিয়মবাসিগণকে উপহার দেন। কঙ্গে দেশের মূল্যবান খনিজ পদার্থ বেলজিয়মের আর্থিক অবস্থার প্রভূত উন্নতিবিধান করে এবং এখনও করিতেছে। প্রকৃতপ্রস্তাবে কঙ্গো বহু লোক-হিন্তকর কার্যা ও ব্যবসায়-বাণিজ্যে বেলজিয়মের উন্নতি ও সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করিয়া দেয় । দ্বিতীয় লিওপোল্ডই বিশ্ববিখ্যাত “Palais du Justice” নিৰ্ম্মাণ করেন। ইহা সমগ্র ইউরোপের মধ্যে বৃহত্তম অট্টালিকা। অ্যাণ্টোয়াপের বন্দরকে তিনি আরও বৃহৎ আকার দান করেন এবং বহু বুলভার ( দুই পাশ্বে সারি সারি বৃক্ষসমন্বিত বিস্তৃত রাজবত্ব ) নিৰ্ম্মাণ নগরের শোভা বৃদ্ধি করেন । র্তাহার ইচ্ছা ছিল ব্রুসেলকে সমগ্র ইউরোপের মধ্যে প্রধান ও সুন্দরতম রাজধানী করিয়া তোলেন। তঁহারই রাজত্বকালে পঞ্চাশং বার্ষিকী উৎসব হয় এবং তাহার স্মরণার্থ Cinquantenaire নিৰ্ম্মিত হয় । স্যাকাস্তেনেয়ার কথাটির অর্থ পঞ্চাশ বৎসর। বেলজিয়মের ইতিহাসে করিয়া