পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—ফাল্গুন, ১৩৩৭ [ ৩•শ ভাগ, ২য় খণ্ড স্বাধীনত উৎসবের মিছিল মনোমুগ্ধকর পুষ্পনিচয়ের শোভন-সন্নিবেশ দশকের দৃষ্টি বিশেষ ভাবে আকর্ষণ করে। দিবাপেক্ষ রাত্রিকালে উহাদের সৌন্দর্য্য যেন শতগুণ বৃদ্ধি পায় । বিচিত্র আলোকে আলোকিত পথ ও সৌধসমূহ, রেডিও নিঃস্থত স্বমধুর সঙ্গীত ও ঐকতানবাদ, বহুবিধ সুগন্ধি দ্রবোর সৌরভ, এই সমস্ত উৎসবটিকে প্রকৃতই আনন্দময় করিয়া তুলিয়াছে। ৪ঠা আগষ্ট হইতে আলোক দেওয়া আরম্ভ হইয়াছে এবং বর্তমান বৎসরের ( ১৯৩৯ ) শেষ পর্যন্ত এই প্রকার আলোকমালায় শহরটিকে আলোকিত রাখা হইবে। ৪ঠা আগষ্ট তারিখেই উৎসবের প্রথম মিছিল বাচির হয়। ঢাকার জন্মাষ্টমীর মিছিল ও কলিকাতার জেলেপাড়ার সঙের সহিত ইহার কতকটা তুলনা চলে। জন্মাষ্টমীর মিছিলের লুtয় এই মিছিলে নানা-প্রকার চৌকী বা গ্যালারি প্রদর্শন করা হয় । বেলজিয়মের এক এক বিভাগ হইতে এক একটি চৌকী এই প্রদর্শনীতে বাহির করা হইয়াছে। প্রথম দিন আমার বন্ধুবর মিঃ রুডলফ ক্লেভ ও তাহার ভগিনী মিস মার্গ ক্লেভের সহিত আমি এই মিছিল দেখিবার জন্য বাহির হইতে বেশ একটু দেরি করিয়া ফেলিয়াছিলাম। রাস্তায় আসিয়া চারিদিকের অবস্থা দেখিয়া আমাদিগকে প্রথমত একরূপ হতাশ হইতে হইল। মিছিল উপলক্ষ্যে ক্রসেলের লোকসংখ্যা প্রায় চতুগুণ বাড়িয়া গিয়াছে প্রতি বিভাগ হইতে ছোট বড় সব রকম লোকই এখানে আসিয়াছে। অনেকে বেলা ১২টার সময় হইতে জায়?