পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\b(\ు প্রবাসী—ফাল্গুন, ృ9లa 3. [ ৩০শ ভাগ, ২য় খণ্ড চিতোরকে বহু শতাব্দী ধরিয়া সতীত্বের মহাতীর্থে পরিণত করিয়াছে, সেই চিতোর-লক্ষ্মীকে ইতিহাস হইতে বিদায় দিতে মিবারের অন্নজলপুষ্ট বৃদ্ধের মনে হৃদয়গ্রস্থিচ্ছেদতুল্য কষ্ট হইবে,- ইহাতে আশ্চর্যা কি ? কিন্তু যতদিন পৰ্য্যস্ত পদ্মাবত-রচনার, অর্থাৎ ১৫৪০ খৃষ্টাব্দের, পূর্ববর্তী কোনো ইতিহাস, কাব্য কিংবা চারণ-কথার দ্বারা পদ্মিনীর অস্তিত্ব প্রমাণ না হয়, ততদিন ইতিহাস-বিজ্ঞানের বিচারধারা মানিয়া আমরা বলিব—পদ্মিনী মালিক মহম্মদ জ্যায়সীর কল্পনা-দুহিত, সত্যকার রাণী নহেন। রতন সিংহের ঐতিহাসিকত্ব সম্বন্ধে সন্দেহ করিবার কোনো কারণ নাই। মহামহোপাধ্যায় গৌরীশঙ্কর ওঝ তাহার হিন্দী রাজপুতানার ইতিহাসে রাণাবত মহেন্দ্র সিংহ কর্তৃক আবিষ্কৃত উদয়পুরের দরবার অপ্রকাশিত শিলালেখের প্রতিলিপিক্ষ উদ্ধৃত করিয়াছেন। এই শিলালেখ হইতে প্রমাণিত হয় যে, রতন সিংহের পিতা সমর সিংহ ১৩৫৮ বিক্রম সম্বতের মাঘ মাসের শুক্ল দশমী পৰ্য্যন্ত জীবিত ছিলেন । সুতরাং রতন সিংহের রাজ্যারোহণ কাল ১৩৫৮ বিক্রম সম্বত মাঘ মাস হইতে ১৩৫৯ বি. স. মাঘ মাসের মধ্যবৰ্ত্তী কোনো সময়ে নিদ্ধারিত করা যায় । কবি ও ঐতিহাসিক আমীর খসরু আলাউদ্দীনের চিতোর অভিযানে উপস্থিত ছিলেন ; তিনি স্বরচিত তারিখ-ইআলাই’ গ্রন্থে লিখিয়া গিয়াছেন – “সোমবার ৮ই জমাদি-উস্সানী হিঃ সঃ ৭০২ [ বি. স.

  • "সম্বত ১৩৫৯ মাঘ] মুদি বুধদিনে অস্তেহ শ্রমেদপাটমণ্ডলে সমস্তরাজাবলীসমলস্কৃতমহারাজকুলীয়তন সিংহদেবকল্যাণ বিজয়রাজ্যে তন্নিযুক্তমহং শ্ৰীমহনসৗহ সমস্তমুদ্রাব্যাপারাণি পরিপন্থয়তি...।” ( Ojha, i. 482n. )

রাবল রতন সিংহ বোধ হয় এক বৎসর কয়েক মাস রাজত্ব করিয়াছিলেন । ভাটদের খাতে তাহার রাজত্বকালের মন-গড়া সময় নির্দিষ্ট হইয়াছে। কারণ ভাটের নিজেদের পুস্তকে বাপ্পা রাবলের রাজ্যারোহণকাল বি. স. ১৯১ লিথিয়াছেন—যাহা প্রকৃতপক্ষে ৭৯১ বি. স. । সুতরাং প্রকৃত তারিখে ও ভাটদের নির্দিষ্ট তারিখের মধ্যে ছয়শত বৎসরের তারতম্য। এই ৬০০ বৎসরকে মিবার-রাজবংশে যত রাজার নাম জানা অাছে তাহদের মধ্যে ভাগাভাগি করিয়া দেওয়া হইয়াছে। কিন্তু তাহাতেও নামের অকুলান হওয়ায় রাবল রতন সিংহের খুল্লতাত শাখার উৰ্দ্ধতন ১• পুরুষকে তাহার নামের পশ্চাতে বংশাবলীভুক্ত করা হইয়াছে (Ojha, i, 808). ১৩৫৯ মাঘ শুক্ল নবমী - ২৮এ জানুয়ারি, ১৩০৩ ] তারিখে সুলতান আলাউদ্দীন দিল্লী হইতে সসৈন্য চিতোরঅভিমুখে যাত্রা করেন। ছয় মাস অবরোধের পর সোমবার ১১ই মহরম ৭০৩ হি: ( বি. স. ১৩৬০ ভাদ্রপদ শুক্ল চতুর্দশী =২৬এ আগষ্ট ১৩০৩) চিতোর-দুর্গ হস্তগত ठूशू ।” আমীর খস্রু মিবারের রাজার নামোল্লেখ করেন নাই ; পদ্মিনী, গোরা বাদল ইত্যাদি কাহারও কোনো উল্লেখ নাই * আলাউদ্দীনের চিতোর-বিজয়ের একমাত্র চাক্ষুষ বর্ণনা আমীর খস্রুর গ্রন্থেই পাওয়া যায়। তিনি একাধারে কবি ও ঐতিহাসিক । পদ্মিনী উপাখ্যানের মত সরস কাব্যের উপকরণ হাতের কাছে থাকিলে তিনি যে দেবল দেবী খিজর খী পরিণয়ের মত কবিতা রচনা করিবার লোভ ংবরণ করিবেন, এ কথা মনে হয় না । তোগলকদের সময়েও কবি জীবিত ছিলেন। তখন নিঃসঙ্কোচে তিনি পদ্মিনী-উপাখ্যানের ইঙ্গিত কোনো প্রকারে করিতে পারিতেন । ঐতিহাসিক জিয়াউদ্দীন বারাণী তারিখ-ইফিরোজশাহী’ গ্রন্থে আলাউদ্দীনের রাজত্বের বিস্তৃত বিবরণ দিয়াছেন । তিনি অন্ততঃ ১৩৬০ খৃষ্টাব্দ পর্য্যস্ত জীবিত ছিলেন এবং তাহার কাক আলা-উল মুলকের মুখে (ইনি আলাউদ্দীনের সময় দিল্লীর কোতোওয়াল ছিলেন ; আলাউদ্দীনের রাজত্বের অনেক কথাই শুনিবার স্বযোগ পাইয়াছেন। বারাণী আলাউদ্দীনের স্তাবক নহেন, বরং নিন্দাই করিয়াছেন । কিন্তু কোথাও তিনি পদ্মিনীর কথার ইঙ্গিত, কিংবা রতন সেন, লাক্ষ্মসিংহ, গোর বাদল কাহারও উল্লেখ করেন নাই ॥৭

  • fifii sq &fittaga-The Rai fled, but afterwards Surrendered himself, and was secured against the lightning of scimetar......After having ordered the massacre of thirty thousand Hindus, he bestowed the government of Chitor on his son Khizr Khan, and named the place Khizrabad...” (Elliot and Dowson, iii. 77.)

+ fosi sãfootton—The Sultan then led forth an army and laid siege to Chitor, which he took in