পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা । পদ্মিনী উপাখ্যান ও তাহার ঐতিহাসিকতা o श्रृंद्रिानौ-शठ्ठल বাজপুত্রও সি ধ কাটে । একদিন সিদ্ধ কাটিয়া পদ্মাবতার মহলে প্রবেশ করিবার সময় রতন সেন ধরা পড়িলেন । ধরঞ্জামাই হইয়া কিছুকাল সিংহলদ্বীপে বাস করিবার পর হঠাৎ তাহার নাগমতীর কথা মনে পড়িল । সংসারাসক্তির আকর্ষণে তিনি মোক্ষধাম ত্যাগ করিয়া পার্থিব রাজ্য চিতোরে প্রত্যাগমন করিলেন । একদিন পদ্মাবতী অন্তঃপুরের গবাক্ষ হইতে ভিক্ষুকগণকে ভিক্ষাদান করিতেছিলেন । সেই সময় তাহার অনুপম রূপরাশি রাঘবচেতন নামক এক পাপিষ্ঠের চোখে পড়িল । রাঘবের কাছে পদ্মিনীর সৌন্দর্য্যের কথা শুনিয়া তাহাকে লাভ করিবার জন্য স্থলতান আলাউদ্দীন খিলজী চিতোর আক্রমণ করিলেন । পদ্মিনীর বিনিময়ে রতন সেনকে চন্দেরী রাজ্য দিবার প্রস্তাব করিয়া আলাউদ্দীন দূত পাঠাইলেন। লাঙ্গুলমদিত সিংহের স্থায় মিবার-রাজ ক্রোধান্ধ হইয়া বলিলেন, “জীবন্ত সিংহের শ্মশ্র-উৎপাটনে ہ S --س-8 مb কে সাহসী হইয়াছে ? যদি গৃহের গৃহিণীই ত্যাগ করিতে হয় তবে চিতোরই কি, চন্দেরী রাজ্যই ব৷ কি ?” “জে পৈ জাই ঘরনি ঘর কেরী কা চিতউর কী রাজ চদের ॥" পদ্মাবত, পৃঃ ২৪২ এদিকে রাজা রতন সেনের সাহায্যাৰ্থ তেঁাবর পবার গহলোং, বাঘেলা, চৌহান, চদেল, গহরবার, পুরিহর ইত্যাদি রাজপুতগণ চিতোরে উপস্থিত হইল । মুসলমানসেনা আট বৎসর দুর্গ অবরোধ করিয়াও শত্রুপক্ষের কিছু মাত্র বলক্ষয় করিতে পারিল না। এমন সময়ে স্থলতানের কাছে সংবাদ পৌছিল পশ্চিমী হরেৰগণ ( পীতবর্ণ মোঙ্গল )—যাহারা পরাজিত হইয়া পলায়ন করিয়াছিল, তাহারা আবার দিল্লীরাজ্য আক্রমণ করিয়াছে। আলাউদ্দীন ছলনা করিয়া সন্ধি প্রার্থনা করিলেন । গোরা প্রভৃতি সামন্তগণের কথা অগ্রাহ করিয়া রতন সেন