পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] মেয়ের মান JS(t আক্রমণ করিয়া অনেক শক্র ধ্বংস করেন। এইজন্ত মহারাণ রায়মল উক্ত শৃঙ্গের নাম গৌরশৃঙ্গ রাখিয়াছিলেন। শূরশ্রেষ্ঠ গেীর ম্লেচ্ছকুধিরম্পর্শ-পাপ স্বৰ্গ-গঙ্গায় ধৌত করিবার জন্য পরলোকগমন করেন ।*

  • “কশ্চিদেগীরে বীরবর্যাঃ শকোথং যুদ্ধেমুখিন প্রত্যহং সংজহার । তন্মাদেতন্নাম কামং বঙ্গর প্রাকারাংশশ্চিত্র কুটেকশৃঙ্গং । ,

אנג 家 家 ঐতিহাসিকের অরণ্যে রোদন মাত্রই সার। শুনিতেছি, বর্তমানে মিবারের চারণের জ্যায়সীর হীরামন তোতাটিকে উড়াইয়া দিয়া ঐ স্থানে শাস্ত্রোক্ত হংসকে বসাইয়াছে। নিঃশেষীকৰ্ত্ত মমিছু ব্রজতি স্বরসরিদ্ধারিণি স্নাতুকামঃ ॥ ( See Ojha, ii. 640 m.) মেয়ের মান শ্রীসীতা দেবী ছিল নিতান্তই সাদাসিদ। বাঙালী তাহার ভিতর আশ্চযা স্নখ আনন্দ ও কিছু ছিল না, নিদারুণ দুঃখযন্ত্রণ ও কিছু ছিল না । বাড়িতে বিধবা মা, স্ত্রী এবং দুইটি কন্যা । আপিসে দশটা পাচট খাটুনি, মাসান্তে পঞ্চাশ টাকা মাহিন এবং পাড়াতে তাসখেলার সঙ্গী দুই চারিঞ্জন । মাসের ত্ৰিশটা দিন, বৎসরের বারোট। মাস, একই তালে ছন্দে কাটিয়া বাইত, বৈচিত্র্য বলিয়া কোথাও কিছু ছিল না । গঙ্গাচরণ ইহাতেই সুখী ছিলেন, গৃহিণী সুরবালাও মোটেব উপর অসুখী ছিলেন না । কেবল মেয়ের জন্ম দিতেছেন বলিয়া, শাশুড়ীর নিকট মাঝে মাঝে গঞ্জন লাভ করিতেন বটে, তবে সেটাকে তিনি ধৰ্ত্তব্যের মধ্যেই আনিতেন না । শ্বশুরশাশুড়ীর সংসারে অমন একটু আধটু সব মেয়ের অদৃষ্টেই জোটে, তা মোটের উপর শাশুড়ী-ঠাকরুণ মানুষ মন ছিলেন না । স্বামীরও বিশেব দোযক্রটি কিছু ছিল না ; সংসারের খোজখবর বড়-একট। রাখিতেন না বটে, তেমনি বদখেয়ালও কিছু নাই। মাহিনার টাকা, দেশের জমিজমার আয় সব নিঃশেষে মায়ের হাতে তুলিয়া দেন, হাতখরচ বলিয়াও কিছু রাখেন না। মেয়ে দুটি, হিরন্ময়ী আর কিরণময়ী, ক্রমেই বড় হইয়া উঠতেছিল, একটি দশ বৎসরের আর একটি আট বৎসরের। গঙ্গাচরণের মায়ের এই একটা বিষয়ে দুঃখের অবধি ছিল না, তাহার একটি মাত্র ছেলে, বউয়ের ত 6११ यांग्र ८भरध्न उिग्न किङ्कहे श्ण न । ङिनि७ उ গঙ্গাচরণের সংসারট। সংসার । বুঢ়ী হইয় পড়িয়াছেন, নাতির মুখ না দেখিয়াই কি মরিবেন ? কিন্তু ভগবান তাহার এ দুঃখও ঘুচাইয়া দিলেন। আট বৎসর পরে সুরবালা আবার সস্তানের জননী হইলেন, এবার কোলে আসিল থোকা । এমন সুন্দর ছেলে, দেখিলে দুই চক্ষু যেন জুড়াইয়া যায়। ঠিক যেন কনকচাঁপার কুঁড়ি। যে দেখিল সে-ই দশমুখে প্রশংসা করিল। কিন্তু মেয়ের প্রায় সকলেই মন্তব্য করিল, “বেট ছেলের এত রূপের কি-ই বা দরকার ছিল ? মেয়ে দুটির একটির যদি এই চেহারা হত, তাহলে বিয়েষ্ণুভাবন আর ভাবতে হ’ত না, লোকে যেচে নিয়ে যেত। তা মেয়ে দুটিই ত হল শ্যামবর্ণ।” সত্যই মেয়ে দুটির পাশে খোকাকে দেখিলে এক ম৷ বাপের সস্তান বলিয়া বোধ হইত না । বুড়ী ঠাকুরম ত নাতি কোলে করিয়া আনন্দে দিশেহারা হইয়া যাইতেন, তাহার আর ঠাকুরের কাছে চাহিবার কিছু ছিল না। মা কাজকর্শ্বের ফাকে ফাকে আসিয়া ছেলেকে আদর করিয়া যান, এমন কি গঙ্গাচরণের সংসারের ঔদাসীন্যই অনেকটা যেন কমিয়া গিয়াছে । আপিস হইতে ফিরিয়াই থোকার ডাক পড়ে, খোকার দিদির আনন্দ-উদ্বেল হৃদয়ে তাহাকে আনিয়া পিজার দরবারে হাজির করে । নিজেরা যে স্নেহ যে জাদর হইতে তাহারা বঞ্চিত, শিশু ভ্রাতার ভিতর দিয়া তাহ যেন উহারাও হৃদয় ভরিয়া পান করে। নিজের চিরদিন