পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ათ প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৭ র্তাহাদের চলিত প্রবচনগুলির প্রাচীন রূপ বিস্কৃত হইয়া কবির ভাষাকেই সাদরে গ্রহণ করিলেন এবং ভবিষ্যৎ বংশধরগণকে উত্তরাধিকারস্থত্রে তাহ দান করিয়া গেলেন। নিম্নোদ্ধৃত পঙক্তিগুলি আমাদের কথার সত্যতা প্রমাণ করিবে। ইহাদের মধ্যে অনেকগুলিই আমরা দৈনন্দিন কথাবাত্তার মধ্যে চালাইয়া থাকি । ১। যত আনি ৩৩ নাই, ন ঘুচিল খাই খাই । ২ । নারী যার স্বতন্তরা সে জন জায়স্তে মরা ! ৩ । হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায় । ৪ । মাতঙ্গ পড়িলে দয়ে পতঙ্গ প্রহার করে। ৫ । মস্ত্রের সাধন কিংবা শরীর পাতন ৬। গলে সাপ বান্ধি চাই, তবু অন্ন নাহি পাই। ৭ । বুড় বয়সের ধৰ্ম্ম অল্পে হয় রোষ । ৮ । মাটি মুঠ ধর যদি সোনা মুঠ হবে । ৯ । এক যাব বদ্ধমান করিয়া যতন ১ • যতম নহিলে নাহি মিলয়ে রতন । ১১ । নাচ যদি উচ্চভাধে সুবুদ্ধি উড়ায় হাসে । ১২ । আছিল বিস্তর ঠাট প্রথম বয়সে । ১৩ । বাতাসে পা{হয়। ফাদ কোন্দল ভেঞ্জয় । ১৪। কড়িতে বাঘের দুগ্ধ মিলে । ১০ । লাভ কে করিতে চায় মুল রাখা হল দায় । ১৬ । বাতাস পাতিয়া ফণদ ধরে দিতে পারি টপদ । ১৭ দুদৈব যখন ধরে ভাল কৰ্ম্ম মন্দ করে । ১৮ । তিন কাল গেল মৃেtর এক কাল আছে । ১৯ । বেড়া নেড়ে যেন গৃহস্থের মন বুব। ২৬ । গোড়ীয় কটিয়া মাথায় ফল । 3) 1 লির বাধ ড়ি ক্ষণেকে চাদ । སྨརཱྀ:༤༠, I স্থা চুরি করি গিয়া ই :ে/1র । २२ ॥ মাগে জাগে ভাগে পর । ス?! বে নষ্ট একে রে বধিতে । ২৬ দপ্তমে উৰুণ মিলে অধম অধমে, কোথা’; iসলন হয় অধম উত্তম । বিষ্ণু ভাবি কেবা বৰ্ত্তমানে মরে । ২৮। সে কঙ্গে বিস্তুর মিছ (ধ কহে বিস্তত্ব । ২৯। শিল কলে ভাসি দায় বানরে সঙ্গীত গায় দেখিলেও না হয় প্রতায় । ৩০ । পুরুষের ভার সাহা নারী নাকি পাবে তাত । ৩১ । পিঠে উচিত ছিল প্রতিভা যখন । ৩২ । গুণ হয় ধোয় হইল বিদ্যার পিwitয় । ৩১। হায় বিধি পাকা অাম গড়কাকে খায় । ৩৪ । ছীয়ে ভাড়াইল মায় । ১৫ । যার কৰ্ম্ম তার সাঙ্গে তন্ত্য লোকে লাঠি বাজে । [ ৩০শ ভাগ, २च्च શહ ৩৬। হাত ছোট তাত বড় এ বড় প্রমাদ । ৩৭। ভেকে ভুলাইয়া পদ্মে ভৃঙ্গ মধু খায়। ৩৮। যে জন আপন বুঝে পরদুঃখ তারে স্বঝে। ৩৯ । যার লাগি দুখভাগী সে অভাগী চায় । ৪ এ । ধায় রায়বাঘিনী---... ৪১। নষ্ঠের এ বড় গুণ পিঠেতে মাথায়ে চূণ । ৪২ । ঘরে পোষে চোর, আরো কহে জোর । ৪৩। কুটিলা গস্তানী বড় যে মস্তানী । 88 । দুই নারী বিনা নাহি পতির অাদর। ৪৫ । কাজের মাথায় বার্জ বাচাইতে দায় । ৪ ৬ নষ্ট হই নষ্ঠ সঙ্গে হয়েছে মিলন রাবণের দোষে যেন সিন্ধুর বঞ্চন । 8 ৭ । অসাধ সংসারে সগর শ্বশুরের ধর । ২৮ ! দুঃখ বিনী নহে সুখ । ৪৯। ত্রিভুবনে তুমি ভাল আর সব কাল লো । ৫৮। একে আরস্তিতে হয় গারে অবসর । ১ । সাকার না ভাবিয়া যে ভাবে নিরাকার সোঁনী ফেলি কেবল আঁচলে গিরা সার । ৫ পরশ পরশে লোহা সোনা করিবারে । ৫ । নগর পুড়িলে দেবালয় কি এড়ায় । এইগুলি ছাড়া আরও কতকগুলি পঙক্তি আছে যাহ। মাঝে মাঝে লোকের মুখে শোন ধায় । যথা – ১ । কাঞ্চীপুর বর্ধমান ছয় মাসের পথ ছয়দিনে উত্তরল অশ্ব মনোরথ । কে বলে শরদ শশী সে মুখের তুল৷ পদ নপ পড়ি তার গাছে কতগুলা । ১। যদি কালী কুল দেন কূলে আগমন । b । ভারত কহিছে এ ত জানাজানি গো ! পতি লয়ে ঠ সতীমে হানাহ নি গো ! ইঙ্গার ঠিক প্রবচন নহে। সুতরাং ভিন্নভাবে লিপিবদ্ধ হইল । মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা এই কবি অলঙ্কৃত করিয়াছিলেন , সমাজনীতির মাপকাঠিতে ইহার কাব্যাবলীর স্থান-বিশেষ শ্লীলতা-বিরুদ্ধ বলিয়া বিবেচিত হইতে পারে । কিন্তু আমাদের স্মরণ রাখ। কর্তৃবা যে, তৎকালীন বঙ্গসাহিত্যে নাগরিক কবিতার বিস্তর প্রভাব ছিল । ইহাতে কাব্যামোদী পাঠকের রস উপভোগে কোন ব্যাঘাত ঘটিত না । সুতরাং অশ্লীলতার জন্য ভারতচন্দ্র দায়ী নহেন । তিনি ছন্দের ধে অপূৰ্ব্ব তাজমহল’ সৃষ্টি করিয়া গিয়াছেন, তাহাই আমাদের গৌরবের বিষয় । বাঙালী যতদিন বাচিয়া থাকিবে, এই কবিও ততদিন অমর হইয়া রহিবেন।