পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] তাহারই মধ্য দিয়া আমাদের উভয় জাতির সংস্কৃতির ও ঞ্চের চিরন্তন আদর্শ ও সত্যগুলিকে শিক্ষা দিতে পারা যায়। খ্ৰীষ্টান মিশনারীদের মতন আলোকদানের স্পৰ্দ্ধা zēni, Superiority Complex- og goizë zềg বলিদ্বীপে সংস্কৃত-শিক্ষক যেন না যান। যাওয়ার অন্তরায়ও অনেক। ডচ সরকারের অঙ্গুমোদন না হইলে কিছুই হইষে না ; এবং মালাই ও বলিভাষায় তথা ডচে কিঞ্চিৎ wtae (3*tw i cañò *«rl-Historical Sense * ইতিহাস-বোধ যাহার নাই, এমন ব্যক্তি কোন উপকার করিতে পারিবেন না । বলিদ্বীপে ইংরেজী জান দুই চারি জন শিক্ষিত লোক আছেন । ডাক্তার খোরিস লিখিয়াছেন— ‘ভারতবর্য হইতে হিন্দু ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে বই পাইলে ইহাদের সাহায্যে উপযোগী পুস্তক বা প্রবন্ধ বলি ভাধায় বা মালাইয়ে অনুবাদ করাইয় প্রকাশিত করা যায়—ইহুদ্ধিারা বলিদ্বীপীয়গণ ভারতবর্ষে তাহদের হিন্দুভ্রাতৃগণ যে যে বিষয়ে আলোচনা করিয়াছেন বা জ্ঞান-সাধনের পথে অগ্রসর হইয়াছেন সেই সেই বিষয় সম্বন্ধে খবর পাইবে । এই সকল মহামায়া సిరి میایی عین حساحتی معمحعبیبیسی سعصحح-------" পুস্তক বা প্রবন্ধ সংক্ষিপ্ত জাকারে বা সম্পূর্ণ অনুবাদে বলিভাষার মাসিক পত্রিকায় প্রকাশিত হইতে পারে, এবং ষে পুস্তক বা প্রবন্ধ হইতে এই সকল অনুবাদ বা সার-সংকলন গৃহীত হইবে, তাহার পূর্ণ উল্লেখ থাকিবে। পাটনায় বিগত নিখিল-ভারতীয় প্রাচ্যবিদ্যাবিদগণের (ষষ্ঠ ) সন্মিলনীতে কীৰ্ত্তি’-র কার্য্যাবলীর প্রতি আমাদের দেশের প্রাচ্যবিদগণের দৃষ্টি আকর্ষণ করিয়াছি। সম্মিলনীতে কীৰ্ত্তি"-র প্রতি স্বাগত ও অভিনন্দন বাণী জ্ঞাপন করিয়া এবং ‘কীৰ্ত্তি’-র সহিত সহযোগিতা করিবার জন্য ভারতের তাবৎ প্রাচীন সংস্কৃতি ও সাহিত্য আলোচনাকারী মণ্ডলীর নিকট অনুরোধ জানাইয় একটা প্রস্তাব গৃহীত হয়। ‘কীৰ্ত্তি’-র সহিত পুস্তকাদি বিনিময়ের ব্যবস্থা তাবৎ মণ্ডলী করিতে পারেন। কলিকাত বিশ্ববিদ্যালয়ের সহিত এই সংযোগ স্থাপিত হইয়াছে। কীৰ্ত্তি"-র বাৎসরিক চাদাও বেশী নহে-টাকা আটনয়ের sfers zētą Ri i šętą f§ ffai–Kirtya LiefrinckVan der Tuuk, Singaradja, Bali, Netherlands India. আশা করি ভারতবর্ষ হইতে যথাযোগ্য সাহায্য লাভে এই নবীন পরিষৎ বঞ্চিত হইবে না। মহামায়া স্ত্রীসীতা দেবী 8Վ) দেবকুমার মায়াকে লইয়া ফিরিয়া আসিবামাত্র সমস্ত বাড়িতে সাড়া পড়িয়া গেল। নিরঞ্জন অন্য একটা গাড়ীতে কন্যার সন্ধানে বাহির হইয়াছিলেন, তাহাকে খবর দিয়া ফিরাইয়া আনিবার জন্য তৎক্ষণাৎ একজন চাকর সাইকেল চড়িয়া বাহির হইয়া গেল। ইন্দু, আয়, চাকরবাক্ষর সকলে ভিড় করিয়া দরজার কাছে আসিয়া দাড়াইল । মোটরের দরজা খুলিয়া দেবকুমার নামিয়া পড়িল । 8 و مع۔ جeb < ইন্দুকে সামনে দেখিয়া বলিল, “পিসীমা, মায়া ত অজ্ঞান হয়ে পড়েছেন, ওঁকে এখনি উপরে নিয়ে যেতে হবে।’ ইন্দু ব্যস্ত হইয়া উঠিল, বলিল, “ওম! আবার অজ্ঞান হয়ে গেল ? কি রোগেই যে ধরল মেয়েটাকে, আবার একটা ভালমন্দ কি হয় কে জানে”, তারপর গাড়ীর কাছে আসিয়া মায়ার দিকে চাহিয়া সে একেবারে শিহরিয়া উঠিল।” দেবকুমারের দিকে ফিরিয়া বলিল, “এ যে ডিজে চুবচুব করছে । জলে পড়ল কি করে ” * - দেবকুমার একটু যেন বিরক্ত হইয়া বলিল, “সবই