পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহাকে এইভাবে দাড়াইয়া থাকিতে দেখিয়া, মায়ার পায়ের নীচের মাটি যেন টলিতে আরম্ভ করিল। দেবকুমার তাহা হইলে সত্যই মায়াকে হৃদয় হইতে বিদায় দিয়াছে ? এতদিন পরে, এত ভয়াবহ বিচ্ছেদের পর আজ তাহাদের সাক্ষাৎ হইল, কিন্তু মায়াকে সে একটা কথাও বলিতে পারিল না । এই কি তাহদের ভালবাসার পরিণাম হুইল ? ইহারই বেদন উপভোগ করিবার জন্য কি ভগবান তাহাকে বিস্মৃতির সাগর হইতে টানিয়ু তুলিলেন ? দেবকুমার চাহিয়া দেখিল, মায়ার সমস্ত শরীর ক্টাপিতেছে, প্রাণপণ শক্তিতে সে দেওয়াল ধরিয়ু৷ দাড়াইবার চেষ্টা করিতেছে । তখন আর সে স্থির থাকিতে পারিল না । বিবেচন। হিতাহিতজ্ঞান সব ভুলিয়, দ্রুতপদে মায়ার কাছে গিয়া, তাহাকে দুই হাতে ধরিয়া ফেলিল। তাহার মুখের উপর ঝুকিয় পড়িয়া জিজ্ঞাসা করিল, “কি হয়েছে মায়, একল কেন তুমি মেমে এসেছ ?” - মায়! কোনও মতে নিজেকে সামলাইবার চেষ্টা করিতেছিল, কিন্তু হৃদয়ের প্রচণ্ড আবেগে তাহার যেন চেতন ক্রমেই আচ্ছন্ন হইয়া আসিতেছিল। দেবকুমারের বুকের উপর মাথা রাখিয়াই সে অস্ফুট কণ্ঠে বলিল, তুমি আমাকে ভুলে যাওনি ?” দেবকুমার ধেন নিজের শ্রবণশক্তিকে বিশ্বাস করিতে পরিল না। অারও সবলে তাহাকে বক্ষের কাছে চাপিয়া পরিয়া জিজ্ঞাসা করিল, “আমাকে জিগ গেয করছ তুমি ? থামাকে চিনতে পেরেছ ?” মায়ার দুই চোখ জলে ভরিয়া উঠিল, সে মুখ তুলিয়া ১হিল । বলিল, “আমাকে কোথাও নিয়ে চল, আমার ড়ের কথা জানবার আছে, তোমাকে বল্বার আছে।” ༄ང་། ༤༤ भश्tभ्रश्यां bze S দেবকুমার চারিদিকে চাহিয়া দেখিল । তাহার পর বলিল, “বাগানে চল, সেইখানেই সবচেয়ে ইনটারাপশেনএর সম্ভাবন কম।” দেবকুমারের হাত ধরিয়া কম্পিজ পদে মায় হলের সিড়ি দিয়া নামিয়া বাগানে চলিল। নিরঞ্জন তখন হাত মুখ ধুইয়া, খাইবার ঘরে যাইবার জন্য বাহিরে আসিতেছিলেন, মায়া এবং দেবকুমারকে দেখিয়া তিনি আবার পিছাইয়া গেলেন। ভাবিলেন, “এই সবচেয়ে ভাল হ’ল । দেবকুমারের মুখে শুনলেই তার আঘাত সকলের চেয়ে কম লাগবে ।” - বাগানের ভিতর একটা লোহার বেঞ্চিতে ছুইজনে আসিয়া বসিল । মায়ার দুই হাত নিজের হাতের মধ্যে টানিয়া লইয়। দেবকুমার বলিল, “মায়, তোমাকে প্রথম যেদিন নিজের ব’লে জেনেছিলাম, সেদিনকার আনন্দের চেয়েও আমার আজকার আনন্দ বেশী । মৃত্যুর পার থেকে যেন তুমি আবার আমার বুকে ফিরে এসেছ ” মাঃ বলিল, “সব আমি তোমার মুখ থেকে শুনতে চাই । আর কারও কাছে শুনবার সাহস আমার নেই । ভগবান এইটুকু দয়া আমাকে করেছেন যে স্মৃতি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় তোমাকে আমি পেয়েছি । বেশী দেরি হ’লে আমি বঁাচতাম না । এতবড় ভয়ানক শাস্তি আমার কেন হ’ল জানি না, কিন্তু তুমি যখন আমাকে ভুলে যাওনি, আমি সহ করবার শক্তি পাব ।” দেবকুমার মায়াকে নিজের একান্ত কাছে টানিয়া আনিয়, দুই হাতে তাহার মুখ তুলিয়া ধরিয়া বলিল, “কি জানতে চাও বল ?” ক্রমশঃ つる ཨོཾཛྙཱ་ཛཱངྒ།། جه بخ سمم هة ه لا