পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুধে জল, না জলে দুধ ? কথিত আছে, এক গৃহস্থ একজন গোয়ালাকে জিজ্ঞাস করেন, “বাপু, সত্য কথা বল ত, তুমি কত দুধে পত জল দাও ?” গোপপুত্র রসিক লোক ছিলেন ; ওরে বলিলেন, “মহাশয়, আপনার জিজ্ঞাসা উচিত ছিল আমি কত জলে কতটুকু দুধ দি ।” গগুগোলটেবিল বৈঠকের শেষ পূর। অধিবেশমে {4টশ প্রধান মন্ত্রী র্যামজি ম্যাকডোনাল্ড ভারতবর্ষকে ধে প্রকারের স্বায়ত্তশাসন দিতে চাহিয়াছেন, তাহাতে ঐ গল্পটি মনে পড়ে । কর ব্রিটিশপক্ষের লোকের বলিতেছেন, ভারতবর্ষের লোকদিগকে স্বায়ত্তশাসনরূপ দুগ্ধই দেওয়া হইয়াছে— কেবল তাহার পেটরোগ শিশু বলিয়া ুধের সঙ্গে ব্রিটিশায়ুক্ত ক্ষমতা-রূপ কিঞ্চিং জল মিশাইয়৷ দেওয়া হইয়াছে, কালক্রমে যখন সহ হইবে, তখন তাহাদিগকে কেবল খাটি দুধই দেওয়া হইবে। ব্রিটিশ "ক্ষের একদল লোক বলিতেছেন, স্বায়ত্তশাসনের অধিকার ভারতীয়দিগকে আপাততঃ যথেষ্ট দেওয়৷ হইয়াছে এবং ব্রিটিশপক্ষের হাতে কেবল উতটুকু ক্ষমত বাধ হইয়াছে যতটুকু রাখা ভারতেরই মঙ্গলের জন্য ধবিগুক । অন্য ব্রিটিশ দল বলিতেছেন, ভারতীয়দিগকে সব বা প্রায় সব ক্ষমতাই দেওয়া হইয়া গিয়াছে, ব্রিটিশ থত প্রায় লুপ্ত হইতে চলিল। অবশু, ব্রিটিশ পক্ষের এই সব কথার মধ্যে ভারতীয়দিগের মনে ভ্রান্ত বিশ্বাস &ন্মাইবার অভিপ্রায় থাকিবার সম্ভাবনা আছে । "ভারতীয়দিগকে প্রায় সব ক্ষমতা দেওয়া হইয়াছে।" কিম্বা, “হাম হায় । ভারতে ব্রিটিশজাতির কোন প্রভুত্বই ংল না, ভারতে ব্রিটিশ বাণিজ্য আদিরও সৰ্ব্বনাশ হইতেছে" ইত্যাদি বিলাপধ্বনি হইতে ভারতীয়ের 溢 བླློག་བསོ་ཐེ་ క్షనాక్ట్ర বুকুক যে, তাহারা আকাশের চাদ হাতে পাইতে বসিয়াছে, এই রকম একটা উদ্দেশু থাকিতে পারে। দুই ব্রিটিশ দলের মধ্যে ঝগড় কতট। বাস্তবিক ও আন্তরিক, কতটাই বা রদ্বমঞ্চে যুধ্যমান দুই দল অভিনেতার অভিনয়, তাহ বলা কঠিন । যাহা হউক, ব্রিটিশ একদল বলিতেছেন, ভারতীয়দিগকে সামান্য জল মিশান থাটি দুধ দেওয়া হইয়াছে ; অন্য দল বলিতেছেন, একেবারে থাটি দুধটুকু নিঃশেষে তাহাদিগকেই দিয়া ব্রিটিশ জাতির জন্য কিছু রাখা হয় নাই । অামাদিগকে এখন স্থির করিতে হইবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী যাহা দিবেন বলিয়াছেন তাহার মধ্যে দুধ কত জল কত । ভারতীয়দের মধ্যে মডারেট অনেকে ( সকলে নহে ) মনে করেন, অনেকটা দুধে অল্প জল মিশান হইয়াছে। ভারতীয় অন্য রাজনীতিজ্ঞেরা মনে করেন, অনেকটা জলে অল্প দুধ মিশান হইয়াছে। অর্থাৎ প্রধান প্রধান বিষয়ে আসল ক্ষমতা ব্রিটিশজাতি নিজের হাতে রাখিতে চাহিতেছে ; কেবল ছোটখাট কোন কোন বিষয়ে ভারতীয়দিগকে ক্ষমতা দিবার প্রস্তাব করা হইয়াছে । আমাদেরও মনে হয়, জলে দুধ মিশাইবার প্রস্তাব হইয়াছে। জলে ততটুকু দুধই মিশাইবার ইচ্ছা যাহাতে তরল দ্রব্যটির রংটা দুধের মত হয় । অর্থাৎ পরায়ুত্ত শাসনে কেবল ততটুকু স্বায়ত্তশাসন মিশান হইবে, যাহাতে মিশ্র জিনিবটার চেহারা নয়ন ভুলান স্বরাজের মত হয় । অবস্থান্তর ঘটিবার সময় মিঃ র্যামজি ম্যাক্কডোনাল্ড বলিয়াছেন, বৰ্ত্তমানে ভারতবর্ষে যে-শাসনপ্রণালী প্রচলিত অাছে, তাছা হইতে