পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] حب--عت*بر نہ ہ.حیحیہ یہی وے معمہ একটি বিধি প্রণীত হয়। অবিলম্বেই ভারতবর্ষের পক্ষ হইতে ইংরেজ গবন্মেন্ট তাহাতে সায় দেন। কিন্তু তাহার আগে, তাহার সঙ্গে সঙ্গে, বা তাহার অনেক বৎসর পরেও ইংলণ্ড এবং অন্য ইউরোপীয় বহু পণ্যদ্রব্যোৎপাদক দেশ ঐ ব্যবস্থা নিজ নিজ দেশে চালাইতে প্রস্তুত হন নাই । আফিং উৎপাদন, বিক্রী ও সেবনের জন্য ভারতবর্ষের একটা বদনাম আছে । চীনে আফিং চালাইবার জন্য গবন্মেটি ভারতবর্ষের ব্যয়ে যুদ্ধ পৰ্য্যন্ত করিয়াছেন । ঔষধার্থ এবং বৈজ্ঞানিক ব্যবহারের নিমিত্ত ভিন্ন আফিং উৎপাদন ও বিক্ৰী যাহাতে কোন দেশে না হয়, সেইরূপ অন্তর্জাতিক ব্যবস্থ করাইবার জন্য আমেরিক জেনিভাতে বিশেষ চেষ্টা করেন। কিন্তু ভারত গবন্মেণ্ট কত্ত্বক নিযুক্ত ক্যাম্বেল নামক একজন ইংরেজ ভারতবর্ষের প্রতিনিধিরূপে ( ! ! ! ) আমেরিকার এই চেষ্টার ব্যাঘাত উৎপাদন করিতে চেষ্টা করে । অথচ ভারতবর্ষের লোকের নেশার জন্য আফিং উৎপাদন, বিক্রী ও ব্যবহারের সম্পূর্ণ বিরোধী । লীগ অব নেশুন্সে অন্তর্জাতিক নানা ব্যাপারের আলোচনা ও ব্যবস্থা হয় । পৃথিবীর অধিকাংশ স্বাধীন দেশ এবং ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত ডোমীনিয়ন অর্থাৎ স্বশাসক রাষ্ট্রগুলি এই লীগের সভ্য । ( বোধ হয় ব্রিটিশ সাম্রাজ্যের একটি ভোট বাড়াইবার জন্ত ) ব্রিটিশ মন্ত্রীরা ভারতবর্ষকেও ইহার সভ্য করিয়া লইয়াছেন । প্রতি বৎসর সেপ্টেম্বর মাসে এই সব দেশের যে-সকল প্রতিনিধি মনোনীত হন, জেনিভায় তাহাদিগকে লইয় লীগের অধিবেশন হয় । প্রত্যেক দেশের প্রতিনিধির সেই দেশের গবন্মেটি কর্তৃক মনোনীত হয় । কিন্তু অন্ত সব দেশের গবন্মেণ্ট ও অধিবাসীবৃন্দের মধ্যে সেরূপ পার্থক্য নাই, যেরূপ পার্থক্য ভারতবর্ষের গবন্মেটি ও অধিবাসীবৃন্দের মধ্যে আছে। এইজন্ত অন্যান্য দেশ ংইতে প্রেরিত প্রতিনিধিরা সেই সব দেশের লোকদের প্রকৃত প্রতিনিধি এবং উহাদের স্বদেশবাসীদিগের মত, ব্যক্ত করিয়া থাকেন। ভারতবর্ষ হইতে যে-সব প্রতিনিধি লীগে ধান, তাহার। গবষ্মেন্টের প্রতিনিধি, বি প্রসঙ্গ—বড়লাটের হাতে অন্যান্য “রক্ষিত” বিষয় -ی --- ૨૧ SSAAAASAASAASAASAASAASAASAASAAMe eASA SAMAJSeMSJS S .یہ یمسهیمی۔ یہ حم. আমাদের নহে। যদি ভবিষ্যতে ভারতবর্ষের বাহ রাষ্ট্রীয় বিষয় সকলের ভার বড়লাটের হাতে থাকে, ব্যবস্থাপক সভার নিকট দায়ী কোন ভারতীয় মন্ত্রীর হাতে না থাকে, তাহা হইলে ভবিষ্যতেও এখনকারই মত লীগে যাইবার জন্য এরূপ লোক নিৰ্ব্বাচিত হইবে, যাহারা ইংরেজ গবন্মেন্টের মতাচুবৰ্ত্তী কিন্তু ভারতীয় লোকমত ব্যক্ত করিতে অসমর্থ। তাহা হইলে, তাহার লীগের সভায়, এখনকারই মত, এমন কোন কোন বিষয়ে মত দিবে যাহা ভারতীয় লোকমতের বিরুদ্ধ। অথচ ভারতবর্ষকে লীগের ব্যয় নির্বাহাৰ্থ খুব বেশী টাকা দিতে হয়। টাকা দিবার বেলায় ভারতবর্ষ, যে-সব দেশ লীগের সভ্য, তাহাদের মধ্যে ষষ্ঠস্থানীয়, অথচ লীগে ভারতবর্ষের লোকদের মত-প্রকাশের কোন অধিকার ও সুযোগ নাই । লীগকে তাহার সভ্য প্রধান প্রধান দেশ কত অর্থ দেয়, তাহার তালিকা নীচে দিতেছি । চাদার পরিমাণ স্বর্ণ-ফ্রাঙ্কে দেওয়া হইল । এক হাজার স্বর্ণ-ফ্রাঙ্ক বৰ্ত্তমান বিনিময়ের হারে প্রায় ১,০৬৭ টাকার সমান । রাষ্ট্র বার্ষিক চাদ গ্রেট ব্রিটেন \ర్మిరిలషి,ు చి & ফ্রান্স ఇ&రిః,టాe জামে নী ર,&૭8, ઝહ ૦ ইটালী ১,৯২৫, ২ ও ২ জাপান ১,৯২৫,২৪২ ভারতবর্ষ సి, గిఫెట్ళtrtఅ চীন 2,8 ηά, δυτη স্পেন ১,২৮৩,৪৬৮ কানাডা ১,১২৩,৪৩৫ পোল্যাণ্ড ১,৪২৬,৭৭৪ আগেণ্টাইন సెN, 8 চেকোস্লোফাকিয়া సె\ని & 8 অষ্ট্রেলিয়। b\్మునిes হল্যাণ্ড ৭৩৭,৯৯৪ এই প্রকার নানা কারণে ভারতবর্ষের বাহ রাষ্ট্রীয় ব্যাপার সকলের ভার নিশ্চয়ই ব্যবস্থাপক সভার নিকট