পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আসিয়া যোগদান করিয়াছে এবং কাৰ্য্যক্ষতির ভয়ে সাহেব হরিশবাবুর শ্বালককে বিভূতির পদে নিযুক্ত করিয়া হরিশবাবুৰ দারুণ দুশ্চিম্বা দূর করিয়া দিয়াছেন । বিভূতিকে সাহেব ভালবাসিতেন সত্য, কিন্তু হরিশবাবু তাহাকে যে মূৰ্বে বুঝাইয়া দিলেন, অতর্কিত আঘাতে সে চিরদিনের জন্ত কৰ্ম্মক্ষমতা হারাইয়াছে, প্রত্যাবর্তন Ե-ԳՏ) সেই মুহূৰ্বে তিনি নুতন কশ্মিষ্ঠ লোক নিয়োগ করিয়াছেন । so যন্ত্ৰ-দানব কম্মের মূল্যে স্নেহ ভালবাসার পণ্য ক্রয় করিয়া থাকে । ভে-ভো করিয়া বঁাশ বাজিহে লাগিল । বিভূতি কখন ঘুমাইয়। পড়িয়াছে, কে জানে ? প্রত্যাবর্তন শ্রীপ্রভাতমোহন বন্দ্যোপাধ্যায় প্রথম যেদিন ঝাপ দিয়েছি এই মামুষের স্রোতে মা প্রকৃতির স্নেহকোমল শু্যামল বক্ষ হ’তে সেদিন হঠাৎ সজল চোখে অভিমানের ভরে চিরদিনের বন্ধুর মোর সবাই গেল সরে’। সেদিন হ’তে পাইনি সময় দেখতে মেলে আঁখি কোন বনে কোন ঋতু এল,—কোন গাছে কোন পার্থী ধূপছায়া আর স্নালো আঁধার - সকাল সাঝের ছবি আমার কাছে এক নিমেষেই মিলিয়ে গেল সৰি ; অন্ধকারের তারা গেল—জোৎস্ব রাতের চাদ । প্রাণের নদীর ছকুল বেধে মানুষ দিল বাধ। লুকিয়ে গেল আমার কাছে নিখিল বস্থদ্ধরা, রাত্ৰিদিবা হ’ল কেবল মুক্ষুিধ দিয়ে ভরা। কেবল চিত্ত - কেবল কাৰ্য্য,—কেবল কোলাহল, শত্ৰু, মিত্র, তর্ক, দ্বন্দ্ৰ—চলল অবিরল। হঠাৎ যেদিন রাগের মাথায় স্রোতের থেকে তুলে মানুষই ফের বন্দী করে ফেললে জামায় কুলে চারিদিকে পাচিল যেদিন উঠল আকাশ ঘিরে হারিয়ে যাওয়া বন্ধুরা মোর সেদিন এল ফিরে । , চাদের জালে পড়ল এসে লোহার শিকের ফাকে ; चत्रएनएख् छांकून भाषैौ कनप्रणादहब्र नारष ? লাগল ভালো আঞ্চাশজুড়ে আষাঢ় মেঘের মায়া ; লাগল ভালো ভোরের আলো; রাতের কালো ছায়। বাইরে যারা ডুব দিয়েছে ভিতরে আজ হাসে ; কারার প্রাচীর ভেদ ক’রে কোন বনের বাতাস আসে ! আসে সে কোন পাগড়পুরীর জলের কলগীতি! রাঙ্গামাটির বুকে সে কোন শামল শালের বীথি ! দীঘির জলে পদ্মপান, নদীর জলে ভেলা ; বালুর চরে, ধানের ক্ষেতে সন্ধ্যা সকালবেলা ; আসে সে কোন দূর সাগরের তরঙ্গগর্জন ; পলাশ বনে কালবোশেৰ্থীর বিপুল আয়োজন ; নিশীথরাতের বঁাশী সে কোন সন্ধ্যারাতের শাখ ; দুপুর রোদে ছাতিমতলায় ক্লাস্ত ঘুঘুব ডাক ; আসে সে কোন বীণার ধ্বনি,—বৈতালিকের গান ; কোন প্রকৃতির প্রাণের প্রতি—খেয়ালখেলার দান! চোখের দেখা যাদের সাথে নয় আজি সম্ভব মাঠের হাসি, ফুলের গন্ধ,--জলের কলরব ; তর্কদ্বন্দ্ব, ভালোমন্দ,—সবার অতীত যারা— জ্যোৎস্নারাতের চাদ সে আমার আঁধার রাতের তারা ! 8*1बो१ि = সেন্টাল জেল