পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-ԳԵ প্রবাসী—চৈত্র, ১৩৩৭ [७०* छां★, २ग्न थ७ ইহাতে র্তাহার নিদ্রাবিষ্ট মূৰ্ত্তি বেশ স্পষ্ট ধারণা করিতে পারা যায়। অনন্ত-নাগের পার্থে বিষ্ণুর পদমূলে নতজানু, বিষ্ণুর পূজাৰ্চনানিয়তা লক্ষ্মীদেবীর সমুজ্জল মূৰ্ত্তি বিরাজিত। লক্ষ্মীর সম্মুখে নাগ-পাশ্বে আরও দুইটা মূৰ্ত্তি আছে। এই দুইটা মূৰ্ত্তি ব্ৰহ্মা ও শিবের অথবা জয়৷ এবং বিজয়ার বলিয়া বোধ হয় । অনন্ত-নাগের উপরে উপবিষ্ট মুষ্টির নাম বৈকুণ্ঠনারায়ণ । জাতু-গ্রস্থির উপরে বাম-হস্ত এবং নাগের মস্তকের উপরে মুষ্টির দক্ষিণ হস্ত প্রসারিত রহিয়াছে। পশ্চাতের বাহু দুটতে শস্থ এবং চক্র বিরাজমান। মূৰ্ত্তিটা মণি-রত্ন-শোভিত এবং ইহার পার্থে লক্ষ্মী এবং পৃথ্বীর মূৰ্ত্তি। বিষ্ণুর লক্ষ্মী-নারায়ণ মূৰ্ত্তির বামভাগে, পাশ্বদেশে অথবা উরুর উপরে লক্ষ্মীকে উপবিষ্টা থাকিতে দেখা যায়। র্তাহার দক্ষিণ হস্ত দিয়া তিনি বিষ্ণুর কণ্ঠদেশ বেষ্টন করিয়া থাকেন এবং তাহার বামহস্তে পদ্ম থাকে। বিষ্ণুর দক্ষিণ হস্ত লক্ষ্মীর কটিদেশ-বেষ্টিত 鸣忆夺1 পদমপুর জমিদারীতে নরসিংহনাথের মন্দির আছে। সম্বলপুর জেলায় পদমপুরের ২০ মাইল দক্ষিণ-পশ্চিমে ইহা অবস্থিত। মন্দিরটর মুখ পূৰ্ব্বদিকে, ইহাতে একটা স্ববৃহৎ মন্দির আছে । জগমোহন মণ্ডপের প্রাচীরগুলি পুনরায় প্রস্তুত হইয়াছে একথা নিঃসন্দেহে বলা যাইতে পারে। আগে মণ্ডপটীর পূৰ্ব্বে, উত্তরে এবং দক্ষিণে দ্বার ছিল, কিন্তু এক্ষণে ছুইটী মাত্র দ্বার আছে, তৃতীয় দ্বারটা একেবারে রুদ্ধ। সেইজন্ত পার্থের প্রাচীরট বিসদৃশ হইয়াছে। উত্তরদিকে গজলক্ষ্মীর মূৰ্ত্তি আছে। লক্ষ্মীদেবী পদ্মাসনের উপরে উপবিষ্টা । তাহার দক্ষিণ পদ সিংহাসনে এবং বাম পদ নিম্নে স্থাপিত একটী কাষ্ঠাসনের উপরে। তাহার উভয় পার্শ্বে চামর-বাজন হইতেছে এবং দুইটা হস্তী শুণ্ড দ্বারা পানপত্র ধারণ করিয়া আছে। দক্ষিণ দিকের প্রাচীন মন্দিরের দ্বারের উপরে গজলক্ষ্মীর মূৰ্ত্তি আছে। ওড়িশার প্রাচীন মন্দিরে গজলক্ষ্মী দেখা যায়। কটকের প্রাচীন গুহায় এই প্রকার ভাস্কর্ধোর বহু द्विनानि शृ७िघ्वीं श्वांश्च । মন্দিরের স্বারেও গজলক্ষ্মীর মূৰ্ত্তি থাকিতে দেখা যায়। (Arch Sur. Rept, p. 121, 122, 123 ) ধৰ্ম্মনাথের ( ধমনারের ) মন্দির বিষ্ণুকে উৎসর্গ করা হইয়াছে কি না তাহা ঠিক বলা যায় না। তবে পশ্চাতের প্রাচীরে গদা, মালা, চক্র ও শঙ্খধারী কৃষ্ণের মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায়। পার্শ্ব-দ্বারের উপরে বিষ্ণু এবং লক্ষ্মী আছেন। বিষ্ণুর উপরের দক্ষিণ হস্তে গদা এবং বামদিকের বাম হস্তে চক্র আছে। বাম দিকের হাতখানি লক্ষ্মীর কটিদেশ বেষ্টন করিয়াছে, দক্ষিণ দিকের হাতখানি সম্বন্ধে ঠিক কিছু বলা যায় না । সোমপল্লীতে কয়েকট তাম্রমূৰ্ত্তি পাওয়া গিয়াছে। প্রধান মূৰ্চিটর নাম ছিন্নকেশবম্বামী, কৃষ্ণপ্রস্তরে ইহা সুন্দরভাবে ক্ষোদিত ; প্রতিদিন ইহার পূজাৰ্চনা হয়। মন্দিরের পূজারীর গৃহে তিনটা তাম্রমূৰ্ত্তি আছে। ইহাদের মধ্যে একটী ছিন্নকেশবম্বামীর এবং অপর দুইটা লক্ষ্মী ও ভূদেবীর। কোন পর্কোপলক্ষে ইহাদিগকে বাহিরে আনিয়া পূজা করা হয়। উক্ত তীর্থস্থানের উপরে ইষ্টকের একটী (অধুনালুপ্ত) চুড়া আছে। कधली ( नखजन्ही ) ( বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ ) পশ্চাদিকের প্রাচীরের বহির্ভাগে প্রতিমা রাখিবার জন্ম একটী ক্ষুদ্র স্থানও নির্দিষ্ট আছে। বঙ্গীয়-সাহিতা-পরিষদে একটী কমল-মূৰ্ত্তি আছে :