পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-b-e


- - - - - * -

প্রবাসী—চৈত্র, ১৩৩৭ [ e०* छां★, २ग्न थ७ এইটুকু বল চলে যে, দক্ষিণ ভারতের দুর্গ ও অন্যান্ত দেবীদিগের হাতে প্রায়ই শুক দেখা যায়। ( باد - هدهد) ۹۰ : ۶ সহরি বহুলোলে হিন্দু দেবালয়ের অনেকগুলি হারীতি ভগ্নাবশেষ আছে । তাহীর মধ্যে প্রধানতঃ কয়েকটী ক্ষুদ্রায়তনের দেবমূৰ্ত্তি দেখা যায়। মূৰ্ত্তিগুলি সুন্দরন্ধপে वै ७ छूभिप्नबौद्र नशडारण विकू ক্ষোদিত ; দেখিয়া খুব প্রাচীন বলিয়া মনে হয় না । ইহাদের মধ্যে একটা স্থম্পষ্ট লক্ষ্মী-মূৰ্ত্তি দেখা যায়। ভাঁটায় বৈষ্ণবদিগের যে কয়েকটা মূৰ্ত্তি আছে, তাহাদের মধ্যে লক্ষ্মী, গজ, শঙ্খ এবং চক্রের চিত্র পাওয়া যায়। রংপুরে লক্ষ্মীর একটা মূৰ্ত্তি দেখা যায়, তিনি পদ্মপাণি ও বিষ্ণুর দক্ষিণভাগে অবৰিতা। & .ه র্তাহার দুইটি ভুজ। তিনি প্রথমত একটী পদ্মের উপর একটু উদ্ভট ভঙ্গীতে উপবিষ্ট। তাহার দুইদিকে দুইটা করিয়া সহচরী, র্তাহারা বিবসনা। ঠিক লক্ষ্মীর পাশ্বেই যে দুইজন সহচরী আছে, তাহার প্রত্যেকেই এক হাতে একটা করিয়া কলসী ধরিয়া আছেন। আর দুষ্টজন সহচরীর বামহাতে এমন কোন জিনিস আছে, যার সম্বন্ধে স্পষ্ট ধারণা হয় না। পশ্চাদিকে দুইটা হস্তীর নিদর্শন, দেখা যায়। উহাদের একটী লক্ষ্মীর দক্ষিণ পাশে তাহার মাথার কলসী হইতে জল-সেচন করিতেছে। অপরটা ঠিক ঐরুপ একটী কলসী লক্ষ্মীর বামদিকে অবস্থিত৷ একজন সহচরীর হস্ত হইতে শুণ্ডদ্বারা গ্রহণ করিতেছে । ওসিয়ার মন্দিরট যখন ব্যবহার হুইত, তখন বহুবার ইহাতে চুনকাম পড়িয়াছিল বলিয়া বোধ হয়। এই চুনকামের ফলে এখানকার অনেক মূৰ্ত্তির উপর এমন ঘন প্রলেপ পড়িয়াছে যে, তাহাদিগকে আর বুঝিবার যে নাই । প্রবেশদ্বারের চৌকাঠের উপর গরুড়ের একটা মূৰ্ত্তি আছে। তাহার উপরিভাগে নবগ্রহ ; এবং উৰ্দ্ধে কাণিসের নীচে নয়ট সারিবদ্ধ কোটর বা কুলুঙ্গী আছে, তাহার প্রত্যেকটাতেই কোন-না-কোন মূৰ্ত্তি আছে, মধ্যবর্তী কোটরের মুক্টিট লক্ষ্মী-নারায়ণের বলিয়া প্রতীতি হয় । সম্প্রতি মসরুরের পর্বত-ক্ষোদিত মন্দির খননকালে একটা সুন্দর লিণ্টেল আবিষ্কৃত হইয়াছে, ইহাতে লক্ষ্মীর অভিষেকের একটী অতি মনোরম চিত্র আছে । শিবের সহিত দেবীর সমৃদ্ধ জ্ঞাছে এ কথা ৰন্থস্থান হইতে জানিতে পারা যায়। বিষ্ণু ও শ্রদ্ধার সহিত দেবীপূজার সম্বন্ধ আছে। বিষ্ণুর সন্ধিনীদের মধ্যে লক্ষ্মীই প্রধান। "স্বধা লাভ করিবার আশায় দেবগণ वथन नभूश भइन कtब्रन, बझ् छ्न छ जबा गयूब इहेण्ड উঠিয়াছিল। লক্ষ্মীও সমুত্র হইতে উখিত হইয়াছিলেন। ইনি পরে বিষ্ণুর পত্নী হ’ন। বিষ্ণু লক্ষ্মীকে তাহার পাঙ্গে शन ब्रिारश्न । उिनि डी, श्रद्मा ७ कथण नात्পরিচিত। তিনি পদ্মের উপরে উপৰিষ্ট এবং তাহার দুই হাতে পদ্ম আছে। তিনি পদ্ম-মালাতে বিভূষিতা,