পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] এমন কত অাছে—তবে ভালে{ ” এই অবলুপ্তির জন্য বেদন প্রকাশ করব কি না বুঝতে সূরি নি। ঘোড়াদের দিকে এগিয়ে গেলাম। অন্ধকারের মধ্যে মনে হল তাদের পাজরার হাড়গুলোর যেন অন্ত নেই অগুনতি । হঠাৎ আমার সঙ্গীটি ব’লে ওঠেন, “এই ঘোড়াদের চেহার দেখেই লোকে চায় যে ট্রাকৃসিতে টাকৃসিতেই রাস্ত ছেয়ে যাক ৷” কোচম্যান মাথা নাড়লে –এদের গায়ে না কি মাংস ছিল না কোনোদিনই। দান থেয়েও তাজা হয় নআজকাল-যদিও খেতে পায় পেট ভরেই—জিনি সবিধে ময় অবিশুি । " আর তোমার ভাগে বুঝি তাও জোটে না ?” আবার সে চাবুকট। তুল্ল, নিতান্তই উদাস ভাবে उ उ, গেলে – “এ কাজ ছেড়ে যে অন্য কিছু করব তার ও উপায় ...ই থার । শেষ পর্যাপ্ত ভিক্ষের ঝুলি " বার । ইji, *পস্থ। খুবই পারiপ বটে । তার নিজের ত কোন দোষ . , কিন্তু চলবে এইভাবেই - একটা আসে আর ৫টাকে তাড়িয়ে দেয় ধাক্কা দিয়ে । দুনিয় চলে। তাদের দিন ফুরিয়েচে তাঙ্ক ব’লে নালিশ করবার ত কিছু নেই । মহারাজ ছত্রসাল বুন্দেলা ক্রমেই ক’মে আসূচে এই যা ש ף তিনবারের বার সে চাবুক তুললে । “আচ্ছা, তোমার ভাড়ার ওপর যদি আর আট আন তোমায় দেওয়া যায় তা হ’লে কি কর ?” থতমত খেয়ে সে নীচের দিকে তাকিয়ে বললে, “কি আর করি—কিছুই ন!! করার অাছেই বা কি ?” “তবে এই যে বললে, তোমার জান বেঁচে গেল ?” ধীরে ধীরে সে উত্তর দিল---“তা’ বলেচি বটে, হুজুর । মনটা বড় যেন দ’মে গেচে ; ভাবনা যেন জোর ক’রে ঘাড়ে চেপে বসে, নড়তে চায় না---যদিও চাই নিজের অবস্থার কথা ভুলে থাকৃতেই ৷” এইবারে ছোট্ট একটি “সেলাম, হুজুর” বলে সে ঘোড়ার পিঠে চাবুক লাগাল । হঠাৎ যেন ঘুম থেকে চম্কে জেগে উঠে তারা গাড়ী টানতে স্বরু করলে । গাছের ছায় ও গ্যাসের আলোর ঝিলিমিলি-ভরা রাস্ত দিয়ে ধীরে ধীরে গাড়ী এগোতে থাকল। মাথার উপরে তমিশ্র আকাশের বুকে পরিবর্তনের গন্ধে ভরা বাতাসে পাল তুলে সাদা মেঘের ভেলা সারি সারি ভেসে চলেচে । গাড়ীটা চোখের আড়াল হ’য়ে গেচে, কিন্তু হাওয়ায় ব’য়ে অ{সচে ৪র মন্থর-গতির মিশিয়ে যাওয়া আওয়া জু ৰু

  • গল্সোধাদি ।

মহারাজ ছত্রসাল বুন্দেল৷ অধ্যাপক শ ক’*ি****•, কানুনগো, এম-এ ৭২ খৃষ্টাব্দে কুমার ছত্রপাল ২২ বৎসর বয়সে মাত্র জন অশ্বারোহী ও ৩০০ পদাতিক সৈন্য লইয়া সম্রাটু ৪ংগজেবের বিরুদ্ধে যুদ্ধে নামিলেন। * *স্থ ঔরঙ্গজেবের দম ফেলিবার অবকাশ ছিল না । দক্ষিণাত্যে শিবাজী, পঞ্চাবে তেগ বাহাদুর, বর্তমান উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে খুশহাল খ খাটক, দিল্লীর “প্রজায় সৎনামী সম্প্রদায় - সকলেই তাহাকে ব্যতিব্যস্ত ’বি তুলিয়াছিল । ইহাদের তুলনায় ছত্রসাল ক্ষুদ্র s *१ १२~~- : ४br ० শত্রু বলিয়া উপেক্ষিত রহিলেন । তাহাকে দমন করিব।” ভার বুন্দেলখণ্ড ও মালবের স্থানীয় মোগল ফৌজদার গণের উপর পড়িল । সিরোঞ্জের ফৌজদার হাশিম খ: পরাজিত করিয়া ছত্রসাল সমস্ত জেলা লুঠ করিলেন । ছত্রসালকে দমন করিতে আসিয়া ধামোনীর ফৌজ. খালিথ নিজেই ধরা পড়িল । কেশে রায় ছত্রসলিকে চেীথ দিতে অস্বীকার করায় প্রাণ হারাষ্ট্র। প্রতি যুদ্ধের পর ছত্রসালের সৈন্যবল দশগুণ ব: ;

  • ; ;