পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা] ह्यांद्भ-खिङ bునె “তার আসবার কথা তো তাদের বলা হয় নি।” “স্কুলে গিয়েছিলে—চল মালী, তোর করবী দেখাৰি झन्। ...?? :

    • অাগে ? তোমার একটা r”

দি মইনা বলিল—“না।" শেখর #: জিনিষে এত লোভ কেন *लिनां ? द्द्रिः" মলিনা হো হো করিয়া হাসিয়া উঠিল—“শুমা, দিদির জিনিব বুঝি পরের জিনিষ হ’ল ? বুদ্ধি যা হোকু ” শেখর উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল এবং লজ্জিত হইয়া পড়িলেও মলিনার দিদি না হাসিয়া পারিল না। বলিল— “কি হচ্ছে ছেলেমাহুষের সঙ্গে ?” শেখর বলিল—“খুব স্লা দিলে তো দিদি—ওঁদের বলব—“ভুলে গিয়েছিলাম’ ? নিজের স্ত্রী সম্বন্ধে এত ভুল, আর সে স্ত্রী আবার ওঁদেরই মেয়ে—তার চেয়ে यल८जदे ह्ब्र-” - শচী বিরক্তির ভান করিয়া বলিল—“দেখ দিক্ষিন পাগলামিঃ কে আলচে তার ঠিক নেই, ক্ৰমাগতই বাজে কথা । আমার বোনটিরই দোষ দিচ্চ, কিন্তু এসেছ পৰ্য্যন্ত তো দেখচি তার কাছে মনটি পড়ে আছে ঃ টান কার বেশী তা তো বুঝতে পারলাম না।” বলিয়া-মুখের দিকে চাহিয়া কুয়ভাবে হাসিল । কথাটা সত্য । মোটরের ভাবনাটা মনের মধ্যে জাৰিয়া থাকায় শেখর যে রাগতই স্ত্রীর প্রসঙ্গ চালাইয়া আসিতেছে সে-বিষয়ে/তেমন সতর্ক ছিল না, একটু নপ্রতিভও টা পড়িল । - মলিন ফুলের তোড়া বাধিতেছিল, গভীর মুখে গোলাপ দেখুন—তুলে আনি বলিল—“ম বলছিলেন না, দিদি-জাহা ছটিতে মনের

बत्र श्णि चोद्दइ-छणयाएनन्त्र हेटझक्नु' ।”

শেখরের লজার পালা পড়িয়াছে— ‘ cघश्छ८ब्र छüौब्र कैं८ष ५क*ि श७ निम्नां निर्मि বলিল—“জার বলছিলেন—মলিনায়ও ঐ রকম• একটি पानन्त्र श्रिजव्र बग्न इङ्ग–” 翻 “थT९”-बलिम्रा बनिना मांथ नैौकू कब्रिण । শচী বলিল—“চল, এবার গজার ধারে ঘাই—বাৰ বোধ হয় ঐদিকে গিয়েই বসেচেন ।” - মলিন বলিল—“বাঃ, আর তোমার ব্ল্যাকগ্রিন্স দেখালে না—কি ক’রে বলবেন যে—” সরলপ্রাণা ভগ্নী আর চতুর ভগ্নীপতি মিলিয়া সখের ফুল দেখাইবার মত তাহার আর অবস্থা রাখে নাই। • শচী লজ্জিত ভাবে বলিল—“না, থাকৃ গিয়ে ।” প্ৰভী আবার ধরিয়া বলিল—“না-না, দেখাবে চল ; আচ্ছা বাৰু, আমি বলচি আমার হিংসে হবে না, ভয় নেই।” দিদির ত্রীড়াভারাক্রান্ত চোখ দুটা অবাধ্যভাবেই একবার ভগ্নীপতির মুখের উপর পড়িল। চকিতে সে-ফুটাকে ভূমিনত করিয়া বলিল—“পোড়ার স্থানর মেয়ে ” to: শেখর হাসিতে হাসিতে বলিল—“তোমার হিংসের ভয় করবেন না, মলিনা, উনি ভয় করচেন বোধ হয় আমাদের হিংসের ।” - “না, আমি চললাম। তোমরা দুই রসিকে থাক।” বলিভকত্রিম রাগ দেখাইয়া শচী জাগাইয়া পা বাড়াতেই, উপস্থিতির একটা দীর্ঘ হৰ্ণ দিয়া গেটের সামনে একটা মোটর আসিয়া দাড়াইল । "কে এলে ?” বলিয়া শচী গ্রীব ঘুরাইয়া দাড়াইল । মলিনা "ওম, মেজদিদি যে - বলিয়া জাগে সংবাদপৌছাইবার জন্ত বাড়ির দিকে ছুটিল । শেখর বিশ্বয়েরভান করিয়া বলিল—“দেখলে তো দিদি ” শুালিকা রহস্ত ভেদ করিবার চেষ্টা করিয়া একটা তীক্ষ দৃষ্টি হানিল। পরমুহূর্তেই বলি—“পাড়াও ভাই, আগে নামাই গিয়া ওদের” বলিয়া ক্রতপদে জাগাইয়া গেল । শেখর দু-একটা গাছের আড়ালে শাড়ালে একটু গা ঢাকা দিয়া ধীরে ধীরে অগ্রসর হইল । भल्लेौ चक्रलांब्र ८कोण इहेष्ठ छजिदक जहेण, भल्ले ब्र शङ शब्रिब्रा नामाहेल, डांशब्र नब्र उधैौ८क वनिण-“७न, •জগ্রদূত তোমার হাজির।”