পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పి38 প্রবাসী—চৈত্র, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ২য় খণ্ড ফ্রেস্কোর যা যা রং আমরা ভারতরর্বেই পাই, তার নাম নিম্নে একটি তালিকায় দিলাম । ১ । গেরি—লাল গেরি বা সোনাগেরি, মেটেগেরি । সোনাগেরি মান্দ্রাজে পাওয়া যায় । a I qr faffè ( yellow ochrc )—c<• δεύτ দেখে নে:ব । ৩ । সবুজ পাথর (হরা পাথর—জয়পুরে পাওয়া शांग्न ) । ৪ । তুষাকালি, হাড়পোড়া কয়লা, সাধারণ কয়লা । ৫ । নীলা পাথরের গুড়া ( লাজবদর্শ) • I cotyl Niña or (Burnt Sienna) quota পাওয়া যায় । ফ্রেস্কোর উপযোগী রং তৈয়ার করতে গেলে যভটা গুড়া রং ততটা গুড়া চুণ একসঙ্গে মিশিয়ে পাতলা কাপড়ে ছেকে চিনেমাটির বা মাটির বাটিতে সাজিয়ে রাখ। যতটা রং কাজে লাগবে ততটা একট। চামচে ক’রে ভিন্ন চিনেমাটির বাটিতে নিয়ে যতট রং তার পাচ ছর গুণ জল মিশাও । রং গুলে দিলে জল উপরে খিতিয়ে থাকবে । ফ্রেস্কোতে ঘন রং ( পাতলা ক্ষীরের মত ) লীগে না, পাতলা ঝোলের মত লাগে । কাজ করবার সময় একটা কাঠি দিয়ে মাঝে মাঝে ঘুলিয়ে দিতে হয়। প্রত্যেক রঙের কিছু কিছু নমুনা ভিন্ন বাটিতে বা ছোট ছোট শিশিতে বন্ধ ক’রে রাখা চাই। ঐ দেখে ছবির গায়ের রং ধাৰ্য্য হবে, শুকুন নমুনা রঙের শিশির গায়ে একট। নম্বর থাকা চাই, সেটা আবার ঐ রঙের ভিজা বাটির গায়ে লেখা থাকবে। কারণ রং ভিজান হ’লে সেটা কি রং আর চিন্‌বার উপায় थोंक८ब नीं । তুলি—তুলি নরম লোমের ভাল। ইহাতে ৰালির উপরে রং লাগাবার সময় বালি না ঘাটিয়ে রং লাগানো যায়। বিলাতি "সেবেল” লোমের তুলি ভাল, জাপানি বা চীনা তুলি আরও ভাল। একটি দেড় ইঞ্চি চওড়া চেপটা তুলি ছবির জমি করবার পক্ষে ভাল, তা না পেলে একটি মোট ক্যামেল লোমের তুলি হ’লে চলবে। আর ছু কড়ে আঙুলের মত মোট লেবেল লোমের তুলি এৰ তিন নম্বরের লম্বা লোমওয়ালা সেৰেল লোমের তুলি লাইন টানবার জাপানি তুলি। ঐ সঙ্গে খানিক পরিষ্কার পুরনো কাপড় রাখৰে । আঁকবার সময় হাতে রাখবে। মাঝে মাঝে তুলি পুছবার দরক হবে । ছবি অঁাকা—প্রথমে একটি পুরু কাগজের উপর ছ:ি রেখাপাত ( outline drawing ) ক’রে পরে একটি চ পুরু নরম কাপড়ের উপরে নক্সাট ( drawing } বিছি একটা সরু চুচ খাড়াভাবে ধরে রেখাগুলি ছিদ্র কা ফেল। অবশ্য এই ছিদ্র-করা কাগজ ফ্রেস্কোর জমি ভৈয় করবার পূৰ্ব্বে তৈয়ার থাকা চাই। এখন তৈয়ার-ক জমির উপর দুজনে ঐ ছিদ্রকরা কাগজটি যথাস্থা লাগিয়ে একটি সবুজ রঙের গুড়ার একটা পাতলে কাপ ছোট পু টুলি বেঁধে কাগজের ছিদ্র-কর রেখার উপর দিয়ে দিয়ে ড্রয়িংটা দেয়ালে তুলিয়া লণ্ড । সাবধা ছিদ্রকরা কাগজটা সরে না যায় । রং লাগান –রং লাগাতে গেলে প্রথমে দেখt হবে বালির অস্তরটির উপর তুলি করে রং দিলেই সে ব্লটিং কাগজের মত শুযে নিচ্ছে কি না । অস্তরের এই গ্রহণ করবার অবস্থাটি ধরা দুএকটি দেয়ালে ছবি অঁাকে বেশ পরিষ্কার বুঝা যাবে, বলে বুঝানে। বড় শক্ত। বাঃি এইরূপ অবস্থা বতক্ষণ থাকবে শিল্পী রং লাগাতে ব আনন্দ পাবে । to রং লাগানো সব সময়ই হালকা রং হতে কুরু ক’রে । রং করতে হবে । সময় সময় একটি রঙের উপর অ একটি রং লাগিয়ে রং মিশিয়ে ভিন্ন রং করা যায়। এক চওড়া রঙের জমি একেবারেই যদি তুলি দিয়ে সমান লাগানো যায় তবে ফোটা বা ছ্যাচক লাইন দিয়ে যে চোস্ত করে নিতে হবে। একটা জায়গায় রং লাগা: হ’লে তখনই সেটির উপর আবার রং নাও ধরতে পা: ততক্ষণ · অপর জায়গায় কাজ সেরে বালি আবার স্ত্ৰ লাগাবার উপযুক্ত হলেই পূর্বের জায়গায় কাজ ধ করতে হবে -