পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা]

  • ---میس۔---سہیہ -- ہے یہی

ফ্রেস্কো উমাকতে ভাল জানা থাকা আবশ্বক। তা না হ’লে তুলি অযথা ঘসড়ানোর দ্বারা বালির গা ঘোলা ঘোলা দেখাবে। ভাল পোচ দিয়ে আঁকা অভ্যাস থাকলে বালির গায়ে রেশমি কাপড়ের জলুল হবে। অনেক সময়ে একই . তুলিতে দুটা রং নিয়ে কাজ করা যাবে। যেমন একটা মোট স্বস্থাগ্র তুলি পাতলা হলদে রঙে ভরে সেই তুলির ডগায় অল্প মোট লাল রং লাগিয়ে টান দিলে দুটে। রঙের বেশ মিলান হয়। ইহাতে রং ভুল লাগালে বদলান যায় না। পুছলে খানিকট উঠে যায় বটে, কিন্তু, ইহাতে বালিটী ঘসে যায় ব’লে বড় অপরিষ্কার দেখায়। সেজন্য দৃঢ়হাতে একমনে কাজ করা উচিভ। ব্যস্ত হ’লে ছবি নষ্ট হতে পারে, এমন কি ছবিতে ভুলক্রমে বা হঠাৎ যদি কিছু রং পড়ে ধায় সেইরূপ রেখে দেওয়া পদ্ধতি । ছবিতে ধে রঙের পোচ একবার লাগাবে সেটা দ্বিতীয়বার বদল করা মনের দুৰ্ব্বলভার পরিচায়ক হবে । সেইজন্য ধিনি দেয়ালের উপর সোজাস্বজি ভেবে রং না দিতে পারবেন তাকে পূৰ্ব্ব হ’তে ঐ সব রঙের একটা খসড়া তৈয়ার করতে হবে, এবং সেট। সামনে ঝুলিয়ে রাখতে হবে। উপস্থিত পূজনীয় শ্ৰীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের অঙ্কন-পদ্ধতি ফ্রেস্কোর উপযোগী মনে হয় ও চীনা-পদ্ধতি অনুসারে পোচ দিয়ে জাকাও বেশ হয়। সাদা রং লাগাবার SSAS SSAS SSAS SSASAS AAA AAAA S AAAAAMMAAAA SAS SSAS SSAS SSAS SSAS -- .۔- ----------- ফ্রেস্কো গেলে শিল্পীর তুলি-চালনার কৌশল つ 1、" *" , ; نهادها পর মোটে সাদা দেখায় না ; তবে একটু শুকালে বুঝ যায়। সেজন্য সাদার মিলান শিল্পীর.অভিজ্ঞতার উপর নির্ভর করছে। যদি কোথাও বিশেষ ভুল হয়ে পড়ে তবে সেই জায়গাটার অল্প বালি তুলে নৃতম বালি লাগিয়ে কাজ করা ভাল। একটু বালির জোর থাকলে তত মারাত্মক নয়। - কাজের সময়—বর্ষার সময় অনেকক্ষণ ধরে কাজ চলে । গ্রীষ্মের সময় খুব ভোর ছটা হ’তে কাজ স্বরু ক'রে বেলা এগারটা পৰ্য্যন্ত কাজ বেশ চলে। কাজ করতে করতে ছবি ছেড়ে বেশীক্ষণ যাওয়৷ মোটে চলে না। একলাগাড় কাজ কর চাই। বিশেষ দরকার পড়লে একটা মোট কাপড় ভিজিয়ে নিঃড়ে অস্তরের উপর ঢাকা দিয়ে রাখলে মিনিট দশ-পনের অপেক্ষ করা চলে । সকাল ছৰ্টী হ’তে কাজ স্বরু করতে হলে সাড়ে চারটা, পাচটা হতে বালির কাজ আরম্ভ করতে হবে। খুব ভরাট মিলান কাজ করতে হলে অল্প দেড়-দুই, ফুট জায়গাই একদিনের পক্ষে ভাল। ছবির একটি একটি জোড়ের মাথা অনুযায়ী যালি লাগানো ভাল। কারণ পরের দিনের কাজের সঙ্গে অল্প তফাৎ হওয়ায় একটা জোড়ের দাগ হয়ে পড়বে। এই ফ্রেস্কো পদ্ধতি আধুনিক ফ্রান্সের শিল্পী ঐযুক্ত Saint Hubert-এর নিকট হতে শ্ৰীমতী প্রতিমা দেবী শিক্ষা করে আসেন, এবং আশ্রমের শিল্পীদের মধ্যে ইহার প্রচলন করেন। ఆఫ్గన్స్డ్స_ ! WWWW A W No.