পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆశీ সংখ্যা ] যে, সেখানকার অনেক মুসলমানের বড় ਾਂ হইয়াছে। কারণ, হিন্দুরা মুসলমানদের গাড়ী চড়ে না, মুসলমান রাজমিস্ত্রী, দরজি, মজুর ডাকে না, মুসীমানের নিকট হইতে কোন জিনিষ কেনে না। এখন অবস্থা কিরূপ হইয়াছে, খবর পাই নাই । কিন্তু একট{Nগ্ৰশ্ন আমাদের মনে উদিত হইয়াছে । তাহা এই— যে-ষে শ্রেণীর মুসলমানদের অন্নকষ্ট হইয়াছে বলিয়৷ খবর পাইয়াছিলাম, সেই সেই শ্রেণীর অনেক লোক লুট করিয়াছিল। লুষ্ঠিত সম্পত্তির মূল্য অনেক লক্ষ টাকা । নগদ টাকা, নোট, অলঙ্কার অনেক লুষ্ঠিত হইয়াছিল। সেই সব টাকাকড়ি ও অন্য লুষ্ঠিত সম্পত্তি কোথায় গেল, কে লইল, যে, লুটের কয়েকদিন পরেই বিস্তর মুসলমানের অন্নকষ্ট হইল ? এরূপ অনুমান করিবার কোন কারণ আছে কি, যে, যাহাদের অন্নকষ্ট হইয়াছে তাহারা লুটে দাঙ্গা হাঙ্গামায় যোগ দেয় নাই ? লুট যেই করিয়া থাকুক, বহুসংখ্যক মুসলমানের অন্নকষ্টে । প্রমাণ হইতেছে, যে, লুটের দ্বারা একটা সমগ্র সমাজ সঙ্গতিপন্ন হয় না, যদিও বদনামটা সমগ্র সমাজের হয় । আরও এই একটা কথা প্রমাণিত হইতেছে, যে, লুট করিয়া যদি বা কেহ কেহ ধনী হইয়া থাকে, তাহারা গরীব জাতভাইদের কোন সাহায্য করিতেছে না । সৰ্ব্বশেধে জিজ্ঞাস্ত এই, ঢাকার কংগ্রেসবিরোধী ও হিন্দুবিরোধী মুসলমানদের নেতা নবাব কেন গরীব জাতভাইদিগের দুঃখ দূর করেন না ? তিনি ত খুব ধনী ও খুব প্রভাবশালী । বঙ্গের ও অন্যান্ত্য প্রদেশের সংবাদপত্র ঐযুক্ত বাসন্তী দেবী পিকেটার ছাত্রদিগকে সম্বোধন করিয়া যাহা লিখিয়াছিলেন, তাহা প্রকাশ করায় কলিকাতার ছুটি ইংরেজী দৈনিকের সম্পাদকদ্বয় দণ্ডিত হন । কিন্তু তাহ অপেক্ষা সত্যাগ্রহে উৎসাহজনক বক্তৃত৷ বঙ্গের বাহিরে অনেক কংগ্রেস-নেতা করিয়াছেন ও তাহা তথাকার খবরের কাগজে বাহির হইয়াছে, অথচ ঐ সব কাগজের কোন শাস্তি হয় নাই। সম্প্রতি দিল্লীতে কারারুদ্ধ বিঠলভাই পটেল, বিধানচন্দ্র রায়, লাল দুনীটাদ এবং রাজা রাওয়ের স্বদেশবাসীদের প্রতি অনুরোধ বঙ্গের বাহিরের কাগজে প্রকাশিত হইয়াছে। কংগ্রেস কাৰ্য্যনির্বাহক কমিটির সভ্যদের গ্রেপ্তারের আগে পর্য্যস্ত তাহার যে-সব প্রতিজ্ঞ ধাৰ্য্য করেন, তাহাও প্রকাশিত হইয়াছে। প্রকাশকারী কাগজগুলির কোন শাস্তি হয় নাই। এগুলি কলিকাতার কোন কাগজে দেখি নাই । >>v一ー。> বিবিধ প্রসঙ্গ-বাঙ্গল ও আসামে অবনতশ্রেণীদের শিক্ষা సెళీ4 এই প্রভেদের কারণ কি ? অর্ডিস্তান্সের ব্যাখ্যা ও প্রয়োগ বঙ্গে যেভাবে” হইতেছে, অন্য অনেক প্রদেশে সেভাবে হইতেছে না। _ ংবাদ প্রকাশিত না হওয়ার অনিষ্টকারিতা মেদিনীপুর জেলার কাথি মহকুমার অনেক গ্রামে যাহা ঘটিয়াছে, তাহার সংবাদ খবরের কাগজে বাহির হইতেছে না ; যাহ বাহির হইতেছে, তাহাও যথাযথ ও সম্পূর্ণ বাহির হইতেছে না। এই কারণে নানা প্রকার ভীষণ গুজব রটিতেছে । _ বঙ্গীয় হিতসাধনমণ্ডলী বঙ্গীয় হিতসাধনমণ্ডলীর উদ্যোগে অনেক যোগ্য লোক । স্বাস্থ্যরক্ষা ও পল্লীসেবা বিষয়ে বক্তৃতা করিতেছেন । । ম্যাজিক লণ্ঠন সহযোগে ছবি দেখাইয়া কোন কোন বস্তুত করা হইতেছে। হিতসাধনমণ্ডলীর এই আয়োজন প্রশংসনীয়। বস্তৃত হইতে শিক্ষালাভ করিবার নিমিত্ত যথেষ্ট শ্রোতা হওয়া বাঞ্ছনীয়। * তাহাতে দেশের উপকার হইবে। দৌড়চক্র ও ব্যায়ামশালা নানা প্রকারে দৈহিক বল চর্চায় উৎসাহ দিবার নিমিত্ত কয়েক বৎসর হইল বঙ্গীয় ওলিম্পিক সভা প্রতিষ্ঠিত হইয়াছে । সম্প্রতি তাহার এক অধিবেশনে স্তার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় একটি ষ্টেডিয়াম বা দৌড়চক্র ও ব্যায়ামশালা নিৰ্ম্মাণের কথা বলেন । ইহার খুব প্রয়োজন আছে। শুধু কলিকাতায় নয়, বঙ্গের যত - বেশী জায়গায় “দৌড়চক্র ও ব্যায়ামশালা প্রতিষ্ঠিত হয়, ততই ভাল । ë · · বাঙ্গলা ও আসামে অবনতশ্রেণীদের শিক্ষা ংলা ও আসামের অবনতশ্রেণীর লোকদের উন্নতিবিধায়িনী সমিতির ১৯২৯-৩০ সালের রিপোর্ট বাহির হইয়াছে। সকল শিক্ষিত ব্যক্তিকে আমরা ইহা পাঠ করিতে অনুরোধ করি। ইহা কলিকাতায় ৩নং বাদুড়বাগান রে ঠিকানায় পাওয়া যায়। আলোচ্য বৎসরে সমিতির অধীনে ৪৩৯টি বিদ্যালয় ছিল । তাহার মধ্যে -