পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] গৌড়ীয় শিল্পে দক্ষিণাত্য-প্রভাব న) শেষভাগে হিন্দুস্তানের পূৰ্ব্বপ্রাস্তে দুইটি ক্ষুদ্র স্বাধীনরাজ্য তিন পুত্র ; দ্বিতীয় মহীপাল, দ্বিতীয় শূরপাল ও রামপাল। প্রতিষ্ঠা করিয়াছিলেন। প্রথম কর্ণাটরাজ্য স্থাপক হি দু আইনমতে পিতার মৃত্যুর পরে তীিয় মহীপাল মিথিলার নান্তদেব এবং দ্বিতীয় কর্ণাটক রাজ্য প্রতিষ্ঠাত বিক্রমপুর বা পৰ্ব্ববঙ্গের সামস্তসেন । এই সামন্তসেনের পৌত্র বিজয়সেন বাঙ্গালার স্বাধীন রাজ্য প্রতিষ্ঠাতা এবং কৌলীন্য-রীতি প্রতিষ্ঠাত বল্লালসেনের পিতা । এইরূপে রাজ্যপ্রতিষ্ঠার ফলে কর্ণাট-প্রভাব গৌড়ে ও মিথিলায় প্রবেশ করিয়াছিল, কিন্তু অদ্যাবধি শিল্পে কে চ লক্ষ্য করেন নাই । কর্ণাটক- প্রভাব কি উপলক্ষে কোন পথে কেমন করিয়া সামগুসেন বা নান্তদেব হিন্দুস্থানে আদিয়াছিলেন তাহ৷ জানিবার উপায় নাই। তবে মুসলমান-বিজয়ের পর্কে রাজ তইলেই ক্ষত্রিয় হইত এবং ক্ষত্রিয়দের মধ্যে কর্ণাটক ও ক;হাকুক্ত বলিয়| বিশেষ কোনও তফাৎ ছিল না। আমাদের দেশের শিল্পের ইতিহাস নাই, স্বতরাং মৃত্তি দেখিয়া উপকর্ম বা অপকর্মের ক্রম স্থির করিতে হয়। কর্ণাটক ব৷ দাক্ষিণাত্য প্রভাব প্রথম গৌড়েশ্বর রামপালদেবের রাজ্যের প্রারম্ভে দেখিতে পাওয়া যায়। মহীপালের রাজ্যকালের শেষভাগে গৌড়ীয় শিল্প রীতির বিস্তার কমিয়া গিয়া যে অবনতির স্ত্রপাত দেখিতে পাওয় বায় তাহ! একাদশ শতকের শেষপাদ পয্যন্ত চলিয়াছিল । ইহারই মধ্যে একাদশ শতকের তৃতীয়পাদে যে উৎকর্ষের চিহ্ন দেখা যায় তাহাই গৌড়ীয় শিল্পে দাক্ষিণাত্য-প্রভাব । প্রথম মহীপালের পৌত্র তৃতীয় বিগ্রহপালের বোধিসত্ত্ব—পাটনা জেলায় চণ্ডীমেী গ্রামে আবিষ্কৃত রাজত্ব পাইলেন, কিন্তু অল্পদিন মধ্যেই তাহার নীতি-বিরুদ্ধ

  • আচরণে পালরাজ্যের বড় বড় সামস্তের ও প্রজার তাহার
  • *

উপরে এরূপ বিরক্ত হইয়া গেল যে, উত্তর-বঙ্গে কৈবৰ্ত্ত জাতি বিদ্রোহী হইলে কেহই রাজার সাহায্য করিতে আসিল না । দ্বিতীয় মহীপাল অল্প সৈন্য লইয়া বিদ্রোহ