পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বীপময় ভারত ঐস্থনীতিকুমার চট্টোপাধ্যায় (৫) বলিদ্বীপ : বুলেলেঙ –কিস্তামানি—বাঙালির পথে । ২৬শে আগষ্ট ১৯২৭, শুক্রবার – ভোর ছটার মধ্যে তৈরী হ’য়ে কাপড় টাপড় পরে ডেকে এসে দাড়ালুম। দক্ষিণ-মুখে জাহাজ চলছে, ভোরের আলো-আঁধারীর মধ্যে দূরে বলির পাহাড় নজরে পড়ল । জাহাজ পউছুতে পউছুতে বেশ ফরসা হ’য়ে গেল, নীচে সমুদ্রের ধারেই বুলেলেঙ শহরের ছ চারখানা বাড়ী দেখা গেল, তার পিছনে কালো বনের ছায়, তার উপরের নরক’ল গাছের চূড়োয় পূবদিক থেকে উঠন্ত স্বর্য্যের দু চারটে সোজা রশ্মি এসে ফিকে সবুজ মাখিয়ে দিয়েছে। একটু মন্দ মধুর হাওয়া দিয়েছে। বলিদ্বীপে আমাদের এই প্রথম প্রবেশের সময় প্রকৃতি দেবী যেন অতি সুমিষ্ট ভাষে স্বাগত ক’রলেন । বুলেলেঙ-এ বন্দর বলতে তেমন কিছু নেই—ডাঙার ধারেই অগভীর জল, চটান মতন, - সেই জলের উপর দিয়ে খানিকটা দূর পর্য্যন্ত ছোটে একটা জেটা চলে এসেছে—শহরের সমুদ্রের ধারের রাস্তা থেকে সটান জলের ভিতর যেন খানিকট মানুষ-চলবার পথ ; তা থেকে আরও বেশ খানিকট। দূরে একটু গভীর জলে আমাদের জাহাজ লঙ্গর ফেললে । নৌকায় ক’রে আমাদের তীরে আসতে হল । স্থানীয় নৌকা, চওড়া খোল, লোহার কীল দিয়ে পাটাতনগুলি আটকানো ; মাঝীমাল্লাদের রঙীন চিত্রবিচিত্র সারং মালর্কোচা ক’রে পর, গায়ে গেঞ্জি, মাথায় রঙীন রুমাল জড়ানো, বেশ মজবুত চেহারার লোক। জাহাজের সিড়ি বেয়ে আমরা নামলুম ; স্ত পাকার করে রাপ হ’য়েছিল, সেগুলিকেও নামানে হ’ল । জোট দিয়ে শেষে ভাঙায় এসে পউছুলুম, বলিদ্বীপেব মাটিতে অবতরণ করলুম। ১৩ আমাদের মালপত্র ডেকের উপর • আমাদের সঙ্গে ফু চার জন যবদ্বীপীয় ছিল, আর ডচ, আর অন্য ইউরোপীয় ছিল ; আর ছিল গুজরাটী খোজা দোকানদার জন কতক—এর তৃতীয় শ্রেণীতে আসছিল, গাঠরী গঠির নিয়ে নামূল, সেই কালো কাপড়ের বুকখোলা কোট-আচকান পর, পেট-মোট চেহারা, মেড়া মাথায় জরীর বাধা পাগড়ী ; এরা দক্ষিণ বলিতে বাদুঙ শহরে যাবে। জেটর ধারেই, সমুদ্রের কিনারায়, একটা মন্দির। বলিদ্বীপের এই প্রথম মন্দির চোখে পড়ল। পাটীল দিয়ে ঘেরা হাতার মধ্যে মন্দিরের বাড়ী ; সমুদ্রের ধারে এই পাচলের মধ্যে একটা সাগর-মুখে উন্মুক্ত তোরণ-দ্বার থালি দেখা যাচ্ছিল । বেলা বেশী হয় নি, লোকজনের বেশী ভীড় নেই । যাত্রীদের মাল-পত্র নিয়ে ব্যস্ত জনকতক কুলী, আর দূরে কুত-ঘাটায় বা চুঙ্গীর দপ্তরে জন কতক ডচ আর অন্য সরকারী লোক দাড়িয়ে । কবিকে, আর আমাদের সঙ্গের ডচ কাউন্টটাকে স্বাগত করবার জন্য জন কতক ডচ ভদ্রলোক এসেছেন ; আর অন্য ইউরোপীয় যাত্রীদের জন্য *fit. Travellers' Agents কোম্পানীর লোক। একটু দূরে কতকগুলি মোটর দাড়িয়ে আছে। আমাদের দলকে সঙ্গে ক’রে নিয়ে যাবার জন্য বিশেষ ক’রে একটা ডচ ভদ্রলোক এসেছিলেন, ইনি বলিদ্বীপে আর যবদ্বীপে আমাদের সঙ্গে অনেকট সময় একত্র থেকে অকৃত্রিম সোঁহাদ্যের ?ifasTMI fit,3(f«CaTR ; q% at-I Samuel Koperberg সামুএল কোপোর্বেয়ার্গ, বা কোপারব্যার্গ)। আমাদের মালপত্র কষ্টেম আপিসে নিয়ে গিয়ে, ছ এক মিনিটের মধ্যেই ছেড়ে দিলে। কোপ্যারব্যাগ কবিকে নিয়ে গেলেন র্তার গাড়ীতে চড়িয়ে দিতে। কবি,