পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 8. o


سید هیچیدهصیدیه ----

নারীশিক্ষা কিরূপ হওয়া উচিত এ বিষয়ে প্রশ্ন ও আলোচনা যথেষ্ট হইয়াছে, এখনও হইতেছে । এই সঙ্গে আর একটি প্রশ্ন কেন উঠে না—পুরুষের শিক্ষা কিরূপ হওয়া উচিত ? নারী যেমন কন্যা ও ভগিনী ও ভবিষ্যতে জরি ও রেশমের কাজ শ্ৰীকৃষ্ণ পত্নী ও জননী, সেইরূপ পুরুষও পুত্র ও ভ্রাতা এবং ভবিষ্যতে পতি ও পিতা হইবেন । শিক্ষার প্রথম সোপান বা প্রাথমিক শিক্ষা এবং শিক্ষার শেষ লক্ষ্য—মতুয়ত্বের বিকাশ, উভয়েরই এক। মধ্য সোপানগুলি পথের ভিন্নতা অনুসারে কিছু ভিন্ন হইবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার স্থানও এখানে আজ নহে। কেবল এইটুকু স্বীকার করিয়া লইতে হইবে, যে, পত্নী, গৃহিণী ও মাতারূপে মাতাকে যেমন নিবিড় ও ঘনিষ্ঠরূপে গৃহের সহিত সংহষ্ট থাকিতে হয়, পুরুষকে সচরাচর সেরূপ হয় না। সস্তানের সঙ্গে মাতার যে সম্বন্ধ তাহা আর কোন সম্বন্ধের সঙ্গেই তুলনীয় নয়। এইজন্য ভবিষ্যৎ পত্নী ও মাতার শিক্ষা প্রবাসী—বৈশাখ, ১৩৩৭ SAAMAAA AAASA SAASAASAASAASAASAASAA AAAA AA SAASAASAASAASAASAASAASAA AAASAAASSS S SS [ ৩০শ ভাগ, ১ম સંહ কেবল নীতি ও গৃহকৰ্ম্মের দিক দিয়াই নহে গৃহের স্বাস্থ্য, সৌন্দৰ্য্য ও আনন্দ বৰ্দ্ধনের দিক দিয়াও পুরুষের শিক্ষা হইতে কিছু ভিন্নতর হওয়া আবশ্বক। পাশ্চাত্য জগতে এই পার্থক্য ক্রমশঃ দূর হইতেছে দেখিয়া তfাশের কাজ শৃগাল ও প্রাক্ষাফল আমাদের অনেক সময়ে আশঙ্কা হয় । কিন্তু সেখানেও সাধারণের শিক্ষা ও ব্যবহার যুক্তিযুক্ত পথেই চলিয়াছে। শিক্ষার গুণে নারী সেখানে বিজ্ঞানচর্চায়, রাষ্ট্রীয় কৰ্ম্মে, সামাজিক দুৰ্গতি ও দুর্নীতি নিবারণে আত্মনিয়োগ করিতেছেন । এদেশেও কালে ৬ তাহা হইবে । শিক্ষার লক্ষ্য মকুন্তত্বের বিকাশসাধন—জ্ঞানের দ্বারা, স্বরুচির দ্বারা, আত্ম-সংযম ও পুণ্যাচরণের দ্বারা সত্য, সুন্দর ও মঙ্গলের প্রতিষ্ঠা ও পুজা । তাই পুরুষ ও নারীর শিক্ষার চরম লক্ষ্য এক ও অভিন্ন । কল্যাণীয়া বালিকার সম্মুখে এই আদর্শ রাখিয়া জীবনপথে অগ্রসর হও । জীবন ঋণে ভরা। সেই ঋণ জীবন ভরিয়া শোধ কর । শিক্ষক ও শিক্ষয়িত্রীগণ