পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] জস্ব আগ্ৰায় নিমন্ত্রণ করিয়াছেন । আগামী ডিসেম্বর মাসে অগ্ৰিায় ঐ অধিবেশন হইবে। সম্মিলনের সভাপতি সকল বঙ্গবাসী ও প্রবাসী বঙ্গবাসীকে সম্মিলনে যোগদান করিতে সাগরে আহবান করিতেছেন। ১৯৩১ সালের অধিবেশন আজমীরে হইবে । রংপুরে শিশুমঙ্গল প্রদর্শনী— গত ২৩শে মার্চ রবিবার রংপুর ডিষ্ট্রক্ট লৌড় প্রাঙ্গণে শিশুমঙ্গল প্রদর্শনীর ব্যবস্ত হইয়াছিল । এই উপলক্ষে জিলাবোর্ড অর্থ বায় করিতে কোন কাপণা করেন নাই। কিন্তু এরূপ ভাবে সহরের উপর বৎসরে একবীর শিশুমঙ্গল প্রদর্শনীর ব্যবস্থা করিয়। কয়েকটি শিশুকে পারিতোধিক দিলে অথবা স্বাস্থ্যসম্পর্কে কতিপয় বস্তু তার ব্যবস্থা করিলে বিশেষ কোন লাভ হয় বলিয়। আমাদের মনে হয় না। শিশুমৃত্যুর সংখ্যা দিন দিন বাড়িয়া যাইতেছে। বিশেষজ্ঞগণ নির্দেশ করেন যে, অত্যধিক শিশু ও প্রশ্নতির মৃত্যুর মূলে শিক্ষিতা ধাত্রীর অভাবই বিশেষরূপে অনুভূত হয়। অবশ্ব ইহার সহিত অপরাপর কারণও যে জড়িত অাছে তাহ অস্বীকার করিবার উপায় নাই । কিন্তু শিশু ও প্রস্থতিপরিচর্য্য। সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকিলে মৃত্যু বে কম হুইবে সে বিষয়ে কোন সন্দেহ নাই। নিখিলবঙ্গ শিক্ষক সম্মেলন— আগামী ইষ্টারের ছুটীতে এবার বরিশালে নিখিলবঙ্গ শিক্ষক-সম্মেলনের দশম অধিবেশন হইবে। ঐ সঙ্গে এগানে শিক্ষক, শিল্প ও স্বাস্থ্য-বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হইয়াছে । প্রদর্শিত দ্রব্যের গুণানুসারে স্বর্ণ ও রৌপ্য পদক এবং প্রশংসাপত্র প্রভৃতি প্রদত্ত হইবে। “সৰ্ব্বসাধারণের নিকট নিবেদন এই, তাহারা যেন দেশের শিল্প.শুিষ্ঠ স্বাস্থা প্রভৃতির উন্নতিকল্পে প্রদর্শনযোগ্য হচের কাজ, বেত, বঁাশ ও কাঠ দ্বারা প্রস্তুত নানা প্রক্ষার ব্যবহার্য্য দেশবিদেশের কথা—বাংলা ....പാ সত্যাগ্রহে বাঙ্গালী মহিলা—বাকড়া জেলার বেতুড় গ্রামের এই কয়েকজন মহিলা সন্তাগ্ৰহ করিয়াছেন জিনিষ, হাতে কাটা স্বত, ঠাতে বোন কাপড়, খন্দর, মাটির তৈরী পুতুল, থেলন। প্রভূতি, দ। চুরি কাচি ইত্যাদি, হাতে আঁকে। ছবি, এবং অন্যান্ত নানা প্রকার শিল্প এই প্রদর্শনীতে প্রেরণ করিয়া উহার সৌষ্ঠব বৃদ্ধি করেন। মেয়েদের প্রস্তুত জিনিষপত্র প্রদর্শন জন্য একটি মহিলা বিভাগ থাকিবে । শিক্ষক ও ছাত্রগণের প্রতি বিশেষ নিবেদন তাহার যেন নিজ নিজ কলা-কৌশলের পরিচায়ক এবং শিক্ষাপ্রদ দ্রব্যাদি দ্বারা আমাদের এই আয়োজন সাফল্য মণ্ডিত করেন । ছাত্রদিগের কলা-কৌশল প্রদর্শনের জঙ্গ একটি স্বতন্ত্র বিভাগ থাকিবে । দেখা যার আমাদের ছাত্রদিগের মধ্যে স্বাভাবিক কলাকুশলতার অভাব নাই । আশা করি শিক্ষকগণ উৎসাহ ও প্রেরণা দ্বারা নিজ নিজ ছাত্রগণের মধ্য হইতে নানা প্রকার প্রদর্শনযোগ্য দ্রব্য প্রস্তুত করাইয়া লইবেল । তরুণ আনছার সমিতি— - কয়েকজন মুসলমান যুবকের বিশেষ চেষ্টায় বরিশাল কসাই মসজিদের বারান্দায় তরুণ অনেচার সমিঠি নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হইয়াছে। বিগত ছয় মাস যাবৎ এই সমিতির সভ্যগণ অনাথ, নিরাশ্রয় মুসলমান রোগীদের সেবাশুশ্ৰুষা চিকিৎসা প্রভৃতিতে সাহায্য প্রদান করিয়া মুসলমানসমাজের বিশেষ ধন্যবাদ ভাজন হইয়াছেন। ইহাদের চেষ্টায় মসজিদের বারান্দায় একটি সংবাদপত্র পাঠাগার স্থাপিত হইয়াছে। মুসলমান যুলকগণের জন্য সেখানে প্রত্যহ অপরাত্নে দৈনিক সপ্তাহিক, মাসিক সংবাদপত্র-পাঠের ব্যবস্থা আছে। ইহাদের পচিশ জন যুবক কৰ্ম্মী অাছেন, তাহারাই প্রায় সমুদয় কার্য পরিচালনা করিয়া থাকেন। সাম্প্রদায়িক কলহে যোগদান না করিয়া ইহার যদি সমাজের হিতের জন্ত এইরূপ আত্মনিয়োগ করেন, তাহ। শের ö o - হইলেই দেশের প্রকৃত কল্যাণ সাধিত হইবে । ( বরিশাল )