পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] পঞ্চশস্ত্য-জাপানের প্রাচীন ও আধুনিক নৃত্য 8ఏ - -- মোটরকারের প্রথম রূপ। তথনকার দিনে মোটরকারগুলিকে অনেকটা ফিটন বা ল্যাণ্ডে গাড়ীর মত করিয়া নিৰ্ম্মাণ করা হইত। চলাফেরার উপায়ে চিত্রগুলিতে এই করা হইয়াছে । একটা যুগান্তর আসিয়া গিয়াছে। যান বিবৰ্ত্তনের ইতিহাস বুঝাইবার সঙ্গের CŞāl জাপানের প্রাচীন ও আধুনিক নৃত্য— পুজাপাৰ্ব্বণে ও আমোদ উৎসবে মৃত্য জাপানের সাধারণ লোকের মধ্যে বরাবরই প্রচলিত ছিল । সাধারণ গ্রামবাসীদের পক্ষে জীবনযাত্রার কাজকৰ্ম্ম সারিয়া দূর সহরে গিয়া অভিনয় দেখিবার সুযোগ পেশাদার লোক ছিল না । ধৰ্ম্মের প্রভাব ক্ষীণ হইবার সঙ্গে সঙ্গে ‘কাগুরা’ নাচের প্রসার কমিয়া ঘটত না। তাই তাহারা নানা পূজাপাৰ্ব্বণ ও উৎসব উপলক্ষে গ্রামে নানাপ্রকার নৃত্যে যোগ দিয়াই আমোদের জোগাড় করিয়া লইত । এই সকল প্রাচীন নৃত্যের মধ্যে 'কাগুরা নৃত্যই সৰ্ব্বাপেক্ষা পুরাতন । উৎসবের দিনে গ্রামের দেবতার মন্দিরের সম্মুখে গ্রামবাসীরা একত্র নৰ্ত্তউক ইশি-ই কোনমি চীনের পুতুল নামক নাটকের একটি ভূমিকায় হইয়া নৃত্য করিত। এই নাচ ভক্তিমূলক ও ইহার জন্ত কোনও কিন্তু জাপানের পাড়াগায়েও সিস্তো যাইতেছে । বৰ্ত্তমানে করেকজন শিক্ষিত লোক আবার চেষ্টা করিয়া এই সকল নাচের পুনঃপ্রচলনের চেষ্টা করিতেছেন। আধুনিক জাপানের বালিকা-নর্তকী ফুজিম। শিজু-“ওনাৎস্ব ও শেইজুরো" নামক নাটকের একটি ভূমিকায়