পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] মেকী ծե-Տ) সিকি ফুয়ানীগুলো মেঝের চারিদিকে ছড়াইয়া ফেলিলেন । পরে তাহা হইতে কয়েকটি টাকা বাছিয়া লইয়৷ পুনরায় বলিতে লাগিলেন,—এই কটা টাকা যারা বই দেয়নি—তারা দিয়েছে, বন্ধুর দল। বলিয়া সেগুলি মেঝেয় আছড়াইয়া ফেলিলেন । কিন্তু সেগুলি হইতে কোন মিষ্ট আওয়াজ বাহির - হইল না । সনাতন বলিলেন,~—বাজিয়ে দেখেছ, টাকাগুলো অচল নয় তো ? গৃহিণী তিক্ত কণ্ঠে কহিলেন,--ইঁ, ও যাচাই হয়ে গেছে । মুকীর মাকে মাছের দাম দিতে গেছলুম,— সে বাজিয়ে একে একে সবগুলো ফেরত দিয়ে গেছে। সব আচল টাকা । হাড়হাবাতে বন্ধুরা বিয়ের ক’নে দেখে মেকী চালিয়ে গেছে! আর যাবে নাই বা কেন ? নিজের চোখে দেখে শুনে তুমিই যখন এই কাণ্ড বাধিয়ে বসলে ? ছিঃ ধিক্ ! বলিয়া রোযে, ক্ষোভে, ঘৃণায় গৃহিণী চক্ষু, মুখ ও নাসিকা কুঞ্চিত করিয়া চুপ করিলেন। সনাতন আর সিকি দুয়ানীগুলা স্পর্শ না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন । কক্ষণস্তরে তখন অভুক্ত, রোদনরতা বালিকাবধুর চিবুক ধরিয়া বৃদ্ধ-ঠাকুর মা বলিতেছিলেন,—চুপ কর ম, চুপ কর । তোমার দোষ কি ? বালিকাবধু ধীরে ধীরে আপন কণ্ঠ হইতে হার খুলিয়া বৃদ্ধার হাতে দিয়া মৃদু কম্পিত কণ্ঠে বলিল,—এটা • গিন্টির নয় দিদিম,— বাবাকে দিন । তিনি এটা বেচে দেনা শোধ করুন। সত্যিই আমরা জোচ্চোর । ঠাকুর-মা বধূর গণ্ডে স্নেহচুম্বন দিয়া তাহাকে বক্ষে টানিয়া লইলেন ও স্নিগ্ধকণ্ঠে কহিলেন;–না মা, তুমি আমার আসল মাণিক, খাটি সোনা । যে তোমায় এখনো চেনে নি, তার চোখই মেকী ! ছি মা, কেঁদো না, চুপ কর। ్సు ήί; - of Ephy #:#ffffff; డణ్ణి.