পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] পার্থী—হাজার বছর পরে ునని তখনো প্রাণের স্রোত দণ্ডে দণ্ডে পলে পলে বাদলের প্রীতিধারা, আলোকের আবাহন, ' আবৰ্ত্তিবে নব নব পথে, বসন্তের প্রণয় সঞ্চার জাগাইবে চির নবীনেরে, পুষ্পপত্র জল স্থল মাঝে মুখীর আহলাদ-রোল, ব্যথিতের গুমরণ উকি ঝুকি দিয়া মোর কালোর তোরণ দ্বারে মুখরিবে কাল-মহারথে, আঘাত করিবে বারে বার,— - শেষহীন চক্রের ঘর্ঘরে। মোর কানে কিছু নাহি বাজে । 8 তব কণ্ঠ-ভরা গীতি নিতুই-নূতন-স্বর-শিহরণ সহস্ৰ বৎসর পরে নব মালতীর বনে মদির জাগাবে "sa. হরিৎ উৎসবে,— হইবে যবে ছায়৷ সায়াহ্নের আসন্ন বেলায় উষাহীন রাত্রি মোর তারাহীন অন্ধকারে , - র আসন্ন বে তোমার সঙ্গীতরাশি পুঞ্জে পুঞ্জে স্তরে স্তরে শুনিতে পাবে |్వ ੱਜ হীন রবে । রচিবে গো স্বর-ঘন মায়া কুমুমের মিলন মেলায় ;— আসিবে তখন ধীরে গোপনচারিণী কোন নব وانا অভিসারিকার বেশে, অrna as a p_ তবুও তাও গোসলে বসুর আগে বাজিবে চরণে তার শঙ্কিত নৃপুর-বোল— তোমারে পাঠান সম্ভাষণ র্তাধার নিবিড় হবে কেশে— আজি এই শীতের দুদিনে নিশ্বাসে উঠবে ফুল ফুটি – অদেখা বান্ধব এক প্রীতির অঞ্জলি দিল তোমার গানের দীপ পথ দেখাইবে তার একথাটি করিও স্মরণ - পথহারা ক্লান্ত প্রণয়ীরে, ধূলিমাঝে তারে নিও চিনে। মিলাবে চঞ্চল দুটি হিয়া, আমার মাটিতে বন্ধু আমার তৃণের দলে, তব স্বর-পরশনে বিরহ-বাহিনী-ব্যথা লুপ্ত হবে মোর ক্ষুদ্র পুপিত নি ধীরে অতি ধীরে, কন্তু একো তব চক্ষুরেখা, অন্ধকার দিবে আবরিয়া । , নিভৃত সন্ধ্যায় গাওয়া একটি স্নেহের গান লুকাইয়া —রাখিও এখানে مصري & রেখে যেও বেদনের লেখা । সহস্ৰ বৎসর পরে আমি ত রব না বন্ধু সেই যদি কভু আঁধারের অসীম রহস্ততলে স্থর-বাসরের তলে, চেতনার ক্ষণিক সঞ্চারে - হেরিব না মধুর ধরণী ; কোনমতে হই স্কপ্তিহীন মোর অণু পরমাণু বিরাট প্রশাস্তি মাঝে কাপিয়া উঠিব আমি প্রচুর পুলকাবেশে স্তন্ধ রবে অসীম অতলে, পেয়ে তব প্রতি উপহারে— জ্যোতি হবে আঁধার বরণি। —মনে হবে আজিকার দিন ।