পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] AASAASAASAASAAMMASeeeASAMAeeMMSAeeiAAA AAAASAA AAAS --- می*مہم مہم مہمہتمبی. রাজনৈতিক অপরাধের জন্য স্বদেশ হইতে পলাইয় আসিয়া এখানে বর্তমান কর্পোরেশনের সিটি আকিটেক্টের কার্য্যের অনুরূপ পথ ও বাড়ীসমূহের পরিদর্শকের কার্য্য করিতেন। র্তাহার বাজারের তদানীন্তন মূল্য নিৰ্দ্ধারিত হইয়াছিল সিক্কা টাকা। র্যাহার নাম হইতে বৰ্ত্তমান ওয়েষ্টন ষ্ট্রট এর নামকরণ হইয়াছে }{ )t ہ,59,د সেকালের কলিকাতায় লটারি খেলা । ミ>(? পাচলক্ষ টাকা তোলা হইয়াছিল। মোট ১৪০০ টকিটের মধ্যে একহাজার পুরস্কার ছিল । এই সময় ইহাও স্থির হয়, এই লটারির লভ্যাংশ যখন সাধারণ হিতকারী কাৰ্ঘ্যে নিয়োজিত হইবে, তখন যতদিন না আবশ্যক অর্থ সংগৃহীত হয় ততদিন বৎসরে একটি করিয়া লটারি হইবে । তৃতীয় দফায় এই লটারি ১৮০৭এর ২০শে জানুয়ারী কমিশনর সেই চার্লস ওয়েষ্টন সাহেব এই প্রথম পুরস্কার পান । ওয়েষ্টন একজন উচ্চহৃদয়বান দানশীল ইউরেশীয়ন, হলওয়েল সাহেবের বন্ধু ও মহারাজা নন্দকুমারের মোকদ্দমায় একজন জরী ছিলেন । কথিত আছে, তিনি তাহার চু চুড়ার বাটীতে প্রতিমাসে এক শত করিয়া সোনার মোহর দরিদ্রদের মধ্যে স্বহস্তে বিতরণ করিতেন । সাধারণের জন্ত যে সব = লটারির কথা জানা যায়, তন্মধ্যে এক্সচেঞ্জ বাটী নিৰ্ম্মাণার্থ ১৭৮৯ খৃষ্টাব্দের সেপ্টেম্বর মাসে যে লটারি হয় উহাই বোধ হয় প্রথম। সেকালের সৰ্ব্বাপেক্ষা প্রসিদ্ধ লটারি কলিকাত টাউনহল লটারি । ১৭৯২ খৃষ্টাব্দের ৩১শে মে গ্যালিশ ট্যাভার্ণ (Le Gallis Tavern ) নামক হোটেলে এক সভায় সাধারণের ব্যবহারার্থ একটি বাট নিৰ্ম্মাণার্থে টাকা তুলিবার কথা হইয়াছিল। ইহাকেই টাউনহল লটারির ভিত্তি বলিয়া কেহ কেহ অনুমান করিয়াছেন । এই সময় ফ্রি-ম্যাসন ও অন্যান্য সমিতির সভ্যদের জমায়েং, বলনাচ, কনসার্ট, প্রভৃতির জন্য একটি স্ববৃহৎ অট্টালিকা নিৰ্ম্মণার্থ বড় লটারি হয়। ইহাতে একশত টাকা মূল্যের ৮০০ খানি টিকেট করা হইয়াছিল। টাউনহলের জন্য প্রথম যে লটারি হয়, উহার জন্য ৬০ সিঙ্কা টাকা মূল্যের ৫০০০ টিকেট করা হইয়াছিল তন্মধ্যে ১৩৩১টি পুরস্কার ছিল। ১৮০৫ খৃষ্টাব্দে যে টাউনহল লটারি হয় তাহ সপরিষদ গভর্ণর জেনারেলের অমুমোদিত ছিল। উহাতে লটারির টাকায় নিৰ্ম্মিত কলিকাতার টাউন হল G55 CEtzgHSCHGIH (George Dowdeswell) HIZBĘ খোলা হয়। চতুর্থ বারের এই লটারির কথাও ঐ বৎসরেই বিজ্ঞাপিত হইয়াছিল । সেবার মোট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাক! তোলা হইয়াছিল, তন্মধ্যে ১৫০০০ টাকা লটারির খরচ বাদ ৭,৩৫,০০০ হাজারের মধ্যে ৬,৬০,০০০< টাকা পুরস্কার দেওয়া হয় এবং অবশিষ্ট ৭৫,০০০ টাকা মাত্র টাউনহল নিৰ্ম্মাণে ব্যয়িত হয়। ১৮৪৩ খৃষ্টাব্দে লর্ড ওয়েলেসলির শাসনকালে টাউন ইম্প্রুভমেণ্ট কমিটি গঠিত হইয়াছিল, এই কমিটি দ্বারাই এই সকল লটারির কার্য্য পরিচালিত হইত। কলিকাতা সহরের বিভিন্ন বিষয়ের উন্নতিকল্পে সরকারের অনুমোদনে প্রথম যে লটারি হয় উহার কথ। ১৮৩৯ খৃষ্টাব্দের ২রা ফেব্রুয়ারীর কলিকাতা গেজেটে বিজ্ঞাপিত হইয়াছিল। উহার প্রথম পুরস্কার এক লক্ষ ও দ্বিতীয় পঞ্চাশ হাজার টাকা ছিল । মোট পুরস্কার দেওয়া হইয়াছিল তিন লক্ষ টাকা । উদ্ধৃতাংশ রাস্ত