পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—জ্যৈষ্ঠ, ৩০শ ভাগ, ১ম খণ্ড [ ףסס צ মেরামত, সাধারণ উদ্যান ও ভ্রমণের স্থানসমূহ, সাধারণ সৌধাবলী প্রভৃতি নিৰ্ম্মাণকল্পে ব্যয়িত হইয়াছিল। ১৮১৭ খৃষ্টাব্দে লটারি তহবিলে সহরের বহুল উন্নতি সাধন করা সত্ত্বে ও পূর্বের সতেরটি লটারির টাকা হইতে খরচ করিয়াও উদ্বত্ত মোট সাড়ে চার লক্ষ টাকা জমা হীরকাঙ্গুরীয়, মূল্যবান গ্রন্থ প্রভৃতি কোন একটি দ্রব্যের জন্যও লটারির আয়োজনের কথা শোনা যায় । খ্যাতনামা পাশ্চাত্য চিত্রকর ড্যানিয়েল ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করিয়া সে-দেশের চিত্রাদি অঙ্কিত করিয়া ফিরিয়া আসিলে র্তাহার চিত্রসমূহ বিক্রয়ের জন্য এই পথ অবলম্বন করিয়া - ছিলেন। উহার প্রথম পুরস্কার вvьвлvм мuллускs *ьоттввх ১২০ ও ২ এবং সৰ্ব্বাপেক্ষ নিম্ন পুরস্কার Noż. ബ്- - ২৫ ১২ টাকা ঘোষিত হইয়াছিল । স্বপ্রসিদ্ধ গাড়ীওয়াল ষ্টয়ার্ট سمه تحصیه کسانی ية عماصيهجم مما هو etم hs *$ 究 - * * . - . :יידי ുrിങ് কোম্পানিও ৬০ ও ১২ টাক মূল্যের the absye chansejn Já 11 on. Govt. նց, Tkot, : ്സ്പെ একখানি গাড়ী বিক্রয়ের জন্য এই ഫ്രഞ്ച .*.*, *s, * পথ গ্রহণ করিয়াছিলেন । এই ** - • *** উপায়ে নীলের কারখানা, বিলাতের সম্পত্তি প্রভূতিও এখান হইতে একখানি পুরাতন লটারির টিকিট বিক্রয়ের উল্লেখ পাওয়া যায়। তখন ( সুপ্রসিদ্ধ দ্বারকানাথ ঠাকুর মহাশয় ইহা কিনিয়াছিলেন ) ছিল বলিয়া জানা যায়। ১৮১৩ সালে টাউন হলের নিৰ্ম্মাণ কাৰ্য্য শেষ হয়। ইলিয়ট রোড, কলেজ ষ্ট্রট, ওয়েলিংটন ষ্ট্রীট, বেটিক ষ্ট্রট, আমহাষ্ট ষ্ট্রট, মুজাপুর ষ্ট্রট, কলেজ স্কোয়ার, মুজাপুর ট্যাঙ্ক, ষ্ট্র্যাণ্ড রোড প্রভৃতির নিৰ্ম্মাণ বা উন্নতি যাহা কিছু সমস্তই উল্লিখিত লটারি তহবিল হইতে সাধিত হইয়াছিল। স্থত্তিবাগানের উন্নতি ও পুষ্করিণী খনন প্রভৃতি কাৰ্য্য লটারির টাকাতেই হয় বলিয়াই এই নাম রহিয়া গিয়াছে । বেসরকারি ভাবে সেকালে অনেকেই লটারির দ্বারা অর্থ সংগ্ৰহ করিত। আজকাল যেমন মধ্যে মধ্যে কন্যদায়গ্রস্ত দরিদ্র ভদ্রসস্তানকে সাহায্যাৰ্থ, কাহারও ব! গৃহনিৰ্ম্মাণকল্পে সহায়তা করিবার জন্য থিয়েটারে সাহায্যরজনী নাম দিয়া অভিনয়াদি হইয়া থাকে, তখনকার দিনে সেইরূপ লটারির দ্বারা অর্থসংগ্রহের কথা জানা যায়। ১৭৯৫ খ্ৰীষ্টাব্দের ৩রা ডিসেম্বরের একটি বিজ্ঞাপনে একটি দুস্থ পরিবারের সাহায্যের কথা জানা যায় । জনহিতৈষী, দয়ালু ও পরদুঃখকাতর জনসাধারণকে উদ্দেশ করিয়াই এই বিজ্ঞাপন প্রকাশিত হইয়াছিল। ব্যক্তিবিশেষের বাটী বা ভূসম্পত্তি ছাড়াও শুধু কলিকাতায় নহে মাদ্রাজ প্রভৃতি অঞ্চলেও লটারি থেলার যথেষ্ট প্রচলন ছিল । সেকালে দেশীয় ধনী লোকদের মধ্যে অনেকেই লটারির টিকিট কিনিতেন। দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর প্রমুখ খ্যাতনামা ব্যক্তিগণ যে অনেক টিকিট কিনিতেন এখন ৪ তাহার নিদর্শন আছে । লটারির দ্বারা বহু প্রকারে সহরের উন্নতিসাধনের যথেষ্ট সহায়ত হইলেও ইহার অনিষ্টকর দিকের প্রতি লক্ষ্য করিয়৷ ১৮৩০ খ্ৰীষ্টাব্দের শেষভাগে স্বপ্রীম্‌ গভর্ণমেণ্ট লটারি কমিটির কার্য্য বন্ধ করিয়া দিবার আদেশ প্রদান করেন । এই প্রবন্ধের সহিত দুইখানি লটারির টিকিটের প্রতিলিপি দেওয়া হইল। চতুর্থ টাউন হলে লটারি টিকিটের যে ছবি দেওয়া হইল, উহার তামার ব্লকথানি ঘটনাক্রমে কলিকাতা কর্পোরেশন আপিসে পাওয়া যায় । নিম্নাংশে যে নক্স অঙ্কিত আছে, উহা আসাই যুদ্ধের নক্স। বলিয়া মনে হয় । উক্ত ব্লকের পশ্চাৎ দিকে উহা খোদিত আছে । উহ। থাকিবার কারণ নির্ণয় করা কঠিন । ব্লকথানি এক্ষণে ভিক্টোরিয়া স্মৃতিসৌধে রক্ষিত আছে *

  • নিম্নলিখিত গ্রন্থ হইতে এই প্রবন্ধের উপাদান সংগৃহীত হইয়াছে।

(1) The Town Hall Lotteries—Bengal, Past & Present, Wol,—1 (2) The Good Old Days of the Honouralle John Company. (3), Old Calgutta. Lotteries and Theatres—The Calcutta Municipal Gazette Vol.-WII no. 1